দুনিয়াটা অনেক ছোট - Duniya ta onek Choto

এই পৃথিবীটা বিভক্ত সাতটা মাত্র মহাদেশে । আবার এই সাতটি মহাদেশ বিভক্ত ১৯৫ টি দেশে । তারপর দেশগুলো জাতি , ধর্ম , ভাষা , সংস্কৃতি দিয়ে ভাগ করা । সেগুলাতে আবার অন্ধকার অঞ্চল , আলোক অঞ্ছল নামে বিভক্ত আছে । এইগুলা তো বই ঘাঁটালে বা চোখেই দেখা যায় । আরও কিছু ভাগ আছে , সেগুলো চোখে দেখা যায় না । এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর বিবাদ , তারপর পরিবারের মধ্যে বিবাদ । আরও আছে , ভুল বুঝাবুঝি । আপনি কোন দোষ না করেও ফাঁসি হয়ে গেলো , বা নিন্দার ভাগিদার হলেন । আবার , আপনি জানেন সেখানে সমস্যা আছে , কথার মারপ্যাঁচে বা ক্ষমতার কাছে আপনি সঠিক হলেও ভুল হয়ে গেলেন সবার কাছে । আজ আপনার অবস্থা খারাপ হলে সবাই থাকবে আপনার বিপক্ষে । আবার কোনদিন কথাও হয় নি , দেখাও হয় নি । মানুষের প্রচারে বা কুটনীতির বেড়াজালে আপনিও খারাপ হয়ে গেলেন তাদের কাছে । এইভাবে ভাগ করতে করতে চিন্তা করেন আপনার বিস্তৃতি কতোখানি । আসলেই দুনিয়াটা অনেক ছোট ।