ই-লার্নিং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা- Razib Ahmed, Kamrul Hasan & S M Mehdi Hassan.

Kamrul Hasan > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৪ নভেম্বর ২০১৮
বিষয়: ই-লার্নিং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.
November 24, 2018 at 10:03 PM · Public

Ali Hossain Hanif
সব কিছুর-ই দুইটা দিক আছে,একটা ভালো একটা খারাপ, তেমনি ই-লার্নিং এর ও দুইটা দিক আছে তাই সবার উচিৎ আগে প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে তার পরে এই লাইনে আসা।
Ali Hossain Hanif
ই-লার্নিং এর জন্য স্মার্টফোনে চেয়ে অনেক উত্তম মাধ্যমে হবে ট্যাব ল্যাপটপ বা পিসি, কারণ স্মার্টফোনের ছোট ডিসপ্লে চোখের জন্য কিছুটা ক্ষতিকর।
Nazmul Hashan Noyon
মানসম্মত শিক্ষা দেশের আনাচে-কানাচে পৌছে দিতে ই-লার্নিং এর বিকল্প নেই।
Sabana Parvin
একটু দেরি হয়ে গেলো।।প্রতিদিন গুলিয়ে ফেলি সময় টা।। আপনারা 10 টায় আড্ডা দেন র আমি 10 টায় আসি।।কিন্তু মনে থাকে না যে আপনাদের 10 টা মানে আমাদের 9.30
Ay Jyoti
ই -লানিং এর সুবিধাঃ ১) আমরা সহজে জ্ঞান অর্জন করতে পারি।
Ay Jyoti
ই-লানিং এ নিজের ইচছা মত পড়তে পারি। এখানে স্কুল কলেজ এর মত কোন সীমাবদ্ধতা নেই
Tania Sultana Shanta
আমার মনে হয় ই-লার্নিং এর অপকারিতা এর চেয়ে উপকারিতা বেশি।
Sabana Parvin
ই লার্নিং এ 99% উপকারিতা আছে 1% হয়তো অপকারিতা আছে।।।অনেক উপকার পাই এই ই লার্নিং থেকে
Nazmul Hashan Noyon
আমাদের মত যারা গ্রামে থাকেন তারা অনেক সময় ভালো শিক্ষক পায় না পড়ার জন্য।আর যদিও পায় তাহলে সেখানে অনেক বেশি পেমেন্ট করতে হয়।এই ব্যাপারে ই-লার্নিং সময় এবং খরচ কমিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে।
Tania Sultana Shanta
ই-লার্নিং এ সবচেয়ে সুবিধা ভোগ করতে পারবে গ্রামের লোকজন।যদি ইন্টারনেট টা একটু উন্নত করা যায়।এবার দেশে যেয়ে দেখলাম ৩জি থেকে ৪ জি করে নেট আরো স্লো হয়ে গেছে।
Ay Jyoti
ই-লানিং এর জন্য প্রধান প্রয়োজন জিনিস হলো নেটওয়াক। অনেক সময় নেট এর জন্য অনেক সমস্যার। সম্মুখ হতে হয়
S M Mehdi Hassan
ই-লার্নিং এর প্রয়োজনীয়তা
বর্তমান বিশ্বের অনেক দেশেই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বিদ্যমান। বড় বড় শহর গুলোতে ভাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অন্যদিকে গ্রাম বা ছোট শহরে সেরকম ভাল বিদ্যালয় শিক্ষক নেই। খোদ যুক্তরাষ্ট্রেও গ্রাম ও শহরের স্কুলে অনেক পার্থক্য আছে। সেই দেশের সরকারও চেষ্টা করছে কিভাবে এই বৈষম্য কমিয়ে আনা যায়। এই সমস্যার সবচেয়ে ভাল সমাধান হচ্ছে ই-লার্নিং। উন্নত দেশের সাথে সাথে উন্নয়নশীল এবং অনুন্নত দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ই-লার্নিং তাই খুবই প্রয়োজনীয়।

ই-লার্নিং এর গুরুত্ব:
ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা সম্ভব।

ই-লার্নিং এর মাধ্যমে নতুন নতুন স্কুল তৈরি না করে অনেক ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করা সম্ভব।

ই-লার্নিং এর সুবিধা
ই-লার্নিং এর মাধ্যমে প্রতিটা ছাত্র-ছাত্রী তাদের নিজেদের সুবিধা মতো পড়াশুনা করতে পারবে। যে বিষয়ে দূর্বল সে বিষয়ে শিক্ষকের কাছে থেকে অনলাইনে টিউশন নিতে পারবে এবং সেটাও অনেক কম খরচে।

ই-লার্নিং এর অসুবিধা
এটার জন্যে উন্নত ইন্টারনেট অবকাঠামো লাগবে, ভাল প্রযুক্তি, সফটওয়্যার, ল্যাপটপ, ডেস্কটপ। কিন্তু অনেক লোকের কাছেই এসব জিনিস নেই।

বিশ্বজুড়ে ই-লার্নিং এখনো নতুন একটা কনসেপ্ট। এখনো বিশাল আকারে কোন দেশে ই-লার্নিং শুরু হয় নি। বিভিন্ন দেশে হাতে গোণা কিছু স্কুল, কলেজ বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একে নিয়ে কাজ করছে। তাই ই-লার্নিং মানব সমপদ উন্নয়নে কতটা সফল হবে সেটা এখনো বলা যাচ্ছে না।
Nazmul Hashan Noyon
আমি কোথায় বসবাস করি সেটা মুল বিষয় নয়, আমি কতটা সার্চ করতে পারি সেটাই ই-লার্নিং এর মুল কথা।আপনি বিশ্বের যে কোন স্থানে বসে অন্য যে কোন প্রান্তের শিক্ষা গ্রহন করতে পারেন ই-লার্নিং এর মাধ্যমে।
Shahera Banu
সব কিছুরই ভালো দিক মন্দ দিক থাকে । তবে বেছে নিতে হবে ভালো দিকটা। যেগুলো শিখলে আমাদের কাজে দেবে সেগুলোকে গ্রহণ করবো। অনলাইনে অনেক কিছু আছে তবে যেটা শিক্ষনীয় নয় সেটাকে বর্জন করাই শ্রেয় ।
Kamrul Hasan
ই-লার্নিং নিয়ে যারা জানছেন, পড়ছেন এবং পোস্ট লিখছেন তাদের প্রত্যেকেরই কিছু সময়ের জন্য হলেও আড্ডা পোস্ট সক্রিয় হয়ে ভাল ভাল কিছু কমেন্ট লিখা উচিৎ তাতে নিজের চর্চা হলো পাশাপাশি আপনার কমেন্ট পড়ে অন্যরাও কিছু শিখতে পারলো।
Nusrat Binte Rafiq
ই লার্নিং এর সুবিধা আগে থেকে ই পাচ্ছিলাম। যেকোন কিছু না জানলে বা না বুঝলে গুগলে সার্চ দিতাম।কিন্তু এইটা যে ই লার্নিং তা গ্রুপ এর আড্ডা পোস্ট এর মাধ্যমে জানলাম।
Shahanaj Islam Sanu
ই লার্নিং এর জন্য অনেক কম সময়ে নিজেদের সুবিধামত সময়ে জ্ঞান অর্জন করা যায়।
Tania Sultana Shanta
গ্রামের কৃষকরা ই-লার্নিং এর সুবিধা নিয়ে জৈবিক উপায়ে ফসল উৎপাদন করতে পারবে।তবে সে ক্ষেত্রে তাকে শিক্ষিত কৃষক হতে হবে।
Shahanaj Islam Sanu
ডিজিটাল যুগে ই লার্নিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক।
Ay Jyoti
ই-লানিং এর ফলে বইয়ের চাপ কমেছে
Salma Akter
ই-লানিং এর মাধ্যমে যারা পড়তে পারেনি বা সুযোগ পায়নি বলে পিছিয়ে পড়েছে। তাদের জন্য এক বিশাল মাইলফলক ই-লানিং।
সকল স্তরের শিক্ষার্থী, কর্মজীবী ই-লানিং শিক্ষা খুব সহজেই গ্রহন করতে পারবে। ই-লানিং শিক্ষা যেকোন সময়ে যে কোন পরিস্তিতিতে শিক্ষা যায় এবং সল্পমূল্য।ই-লানিং এর প্রয়োজনীয়তা সুবিধা ব্যাপক।
Shahanaj Islam Sanu
ই লার্নিং এর কারনে নারীরা ঘরে বসে অনেক কিছু শিখতে ও জানতে পারছে। কোন প্রকার ঝামেলার মুখোমুখি হতে হয় না।
Ibrahim Khalil
গাড়িতে বসেও শিক্ষার্জন করা যাবে
MD. Sohel Rana
এই ১০০ দিনের মাধ্যমে যেসব বিষয় জানতে পারছি, যদি বই সাজেস্ট করতো, কত টাকা খরচ হতো ,
Nazmun Nahar Nupur
শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় বরং অন্যান্য সকল ক্ষেত্রে যেমন সেবা, স্কিল ডেভেলপমেন্ট, চিকিৎসা ইত্যাদি তে এর প্রভাব অপরিসীম।
Ibrahim Khalil
বাংলাদেশে ট্রাফিক জ্যামের ভোগান্তির শেষ নেই.জ্যামে বসে অহেতুক দেশকে গালাগালি না করে সময়টিতে পড়াশুনা করা যাবে
Sabana Parvin
আমি নিজে ইউটিউব দেখে বিভিন্ন jewellary বানাই।।আগে জানতাম না যে এটাই ই লার্নিং।।এখন এই গ্রুপের ফলে জানতে পেরেছি।
Nusrat Binte Rafiq
বাড়িতে বসে যারা বোরিং হয়ে জাচ্ছেন তাদের জন্য ই লার্নিং অনেক ভালো একটি কাজ হতে পারে তাদের দক্ষ হওয়ার জন্য।
Sabrina Munia
ইলানিং মহিলা ও বয়স্ক মানুষকে কোন প্রকার ঝামেলা ছাড়া অনেক কিছু জানতে শিখতে সাহায্য করে
MD. Sohel Rana
একটা ডিভাইস আর আপনার সদিচ্ছই পারে আপনাকে পাল্টে দিতে, ই-লার্নি করুন সময়কে দমি করুন। অযথা সময় নষ্ট না করে । দক্ষতা বাড়াতে ই-লার্নি এর বিকল্প নেই
Ibrahim Khalil
বিবাহের পর মেয়েদের পড়াশুনা বন্ধ হওয়া থেকে রক্ষা পাবে একমাত্র ই-লার্নিংয়ের কল্যানে
Sabana Parvin
এই ই লার্নিং র দ্বারা আমি আমার অবসর সময় কাটায় বিভিন্ন hand craft জিনিস বানাতে।।youtube দেখে।।।
Tania Sultana Shanta
আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে ই-লার্নিং এর সঠিক ব্যবহার করাটা জরুরি।এতে আমার মনে হয় নিন্ম আয়ের মানুষদের অনেক উপকার হবে।তারা হয়ত রোগ পুশে না রেখে প্রাথমিক চিকিৎসাটা ই-লার্নিং এর মাধ্যমে ই করতে পারবে।
Naznin Islam
ই-লার্নিং এ শিক্ষার খরচ কম
Faojia Tania
ই - লার্নিং এক কথায় জুতা সেলাই থেকে পুঁথি পাঠ সব হাতের মুঠোয় পাওয়া
Tania Sultana Shanta
সবার জন্য শিক্ষা এ স্লোগানটা এবার বাস্তবে রূপ নিতে পারবে ই-লার্নিং এর কল্যানে।
Salma Akter
লং জার্নিতে অামাদের সবার একটু হলেও বোরিং লাগে বিশেষ করে যখন জ্যামে অাটকে থাকতে হয়। তখন অহেতুক সবাই মাথা গরম না করে ই-লানিং এর মাধ্যমে যে কোন বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করতে পারবে।তবেই হবে সময়ের সঠিক ব্যাবহার।
হ্লামংচিং মারমা
আমার মতে ই - লারনিং ভাল কিন্ত মাত্রাতিরিক্ত data এর সল্পতআর কারনে কম বেশি সবাইকে ভিব্রান্তি এর সমুক্ষিন হতে হয়। সেইক্ষেত্রে উপকারের চেয়ে অপকারি ই হয় বলে আমার ধারনা!! জাংক দাতা আমাদের মস্তিস্কের সৃজনশীলতা কমিয়ে দেই বলে আমার ধারনা।।।
Belal Ahmed
ই-লার্নিং অসুবিধা হল, এর জন্য যে ডিভাইস লাগবে তা সবার হাতে তুলে দিতে হবে, নেট শক্তিশালি লাগবে, মানুষ কে ই-লার্নিং সর্ম্পকে সচেতন করতে হবে
Sonia Sohana Seme
ই লার্নিং এ একটি অসুবিধা হলো, সকলের জন্য এক রকম শিক্ষা। অস্থির মনের যারা, তারা বেশিদিন টিকবে না। এক্ষেত্রে বলা যেতে পারে, এতে তো তাদের ক্ষতি। কিন্তু আমার দৃষ্টিতে ই লার্নিং এর ও ক্ষতি।
Arpita Barai
চিকিৎসা ক্ষেএে ই লার্নিং কিভাবে সাহায্য করবে?আমার কাছে মনে হয় শুধু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া যাবে।কারন হাসপাতালে যেগুলো থাকবে সেগুলো তো বাসায় বা যেখানে সেখানে পাওয়া যাবেনা।আর কোন রোগে কোন মেডিসিন ইমেডিয়েট কাজ করব তার নাম।
Shahera Banu
আমাদের দেশের মেয়েরা বিশেষ করে গ্রামের মেয়েদের পড়াশোনা বেশি হয় না। আমি আমার এলাকার কথা বলছি। অতি অল্প বয়সে বিয়ে হয়ে সংসার সসমলাতে ব্যস্ত হয়ে পড়ে। সারদিন কাজ আর সন্ধায় টিভি দেখা, এই নিয়ে তাদের জীবন পার হয়ে যাচ্ছে । আরে বিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলেও অনলাইনেতো পড়তে পারে। কিন্তু না তারা পড়বে না। পড়ার কোনো ইচ্ছাও নাই। তারা ভাবে তাদের বয়স হয়ে গেছে আর জেনে কি হবে।
কিভাবে বদলাবেন এদের মনমানসিকতা ?
Amita Dey
Shahera Banu এই ক্ষেত্রে ই লার্নিং এর সুবিধা তাদেএ বোঝাতে পারলে আশা করি কাজ হবে আপু।
Sanjana Mitula
ই-লার্নিং অলরেডি আমাদের জীবন পাল্টে দিয়েছে ডিএসবি ও সার্চ-ইংলিশের এর উজ্জ্বল দৃষ্টান্ত
Sabana Parvin
সব সুন্দর জিনিস এ বাধা থাকে।গোলাপে যেমন কাঁটা থাকে।চাঁদ সুন্দর তাও তার কলঙ্ক আছে।।কিন্তু এদের ভালো গুন টায় প্রত্যেকে দেখে তাই আমাদের কেও ই লার্নিং এর ভালো দিক নিয়ে এগিয়ে চলতে হবে
Rana Raihan
ই-লার্নিং এর প্রয়োজনীতা বাংলাদেশে অনেক ।কারণ বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক ।তাদের সকলের শিক্ষা নিশ্চিত করতে ই-লার্নিং অনেক বড় ভূমিকা পালন করবে। সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতেও এর বিশাল প্রভাব আসবে। মানুষ শিক্ষিত হলে তেদের আয় ও বৃদ্ধি পাবে।অনেক যুবকের কর্মসংস্থান হবে।
Rasel Ahmed
দেশের বাইরে আসার পর মাঝে মাঝে আমাকে রান্না করতে হত।দেশে থাকতে কখনো রান্না করিনি তাই বাড়িতে ফোন দিয়ে আম্মুর কাছ থেকে জেনে নিতাম এবং অনেক সময় কথা বলতাম আর রান্না করতাম।আর এখন আর প্রয়োজন হয় না কারণ যখনি কোন কিছু আমার রান্নার প্রয়োজন হয় তখন youtube দেখে রান্না করি।
Tania Sultana Shanta
আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যারা স্বপ্ন দেখে যে তারা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করবে।কিন্তু অর্থনৈতিক অবস্হার কারনে সেটা করতে পারে না।ই-লার্নিং তাদের স্বপ্ন পূরনের আলাদিনের চ্যারাগের মত কাজ করবে।
Fahreen Hannan
ডাইভার্সিটি প্রচুর।
যখন যেভাবে ইচ্ছা! যা পড়তে ইচ্ছা-এ লার্নিং এর দ্বার খোলা
Belal Ahmed
ই- লার্নিংয়ে অারও কিছু সমস্যা হতে পারে তা হল চোখের সমস্যা,মানুষের সাথে মানুষের যে বাস্তবের যোগাযোগ তা কমে যেতে পারেে
Fahreen Hannan
চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক ভ্রান্ত ধারনা আছে।
ই লার্নিং প্ল্যাটফর্ম সেই ধারনা দুর করতে পারে সহজেই
MD. Sohel Rana
সিময় দিলে সবকিছুই ভালো লাগে, মাঝেমাঝে গুডনাইট বলে চলে যাই , কিন্তু ঘুম আসেনা, কারন, আড্ডার প্রতি একটা ভালোবাসা সৃস্টি হয়ে গেছে।
Tania Sultana Shanta
প্রত্যেকটা জিনিসের খারাপ ভাল দিক আছে।যেটাকে আপনি প্রাধান্য দিবেন বেশি সেটা চোখে বেশি পড়বে আর মনোযোগ ও সে দিকেই যাবে বেশি।তাই আমাদের মনোযোগ ই-লার্নিং এর খারাপ দিকটা নিয়ে বেশি না ভেবে যদি এর ভাল দিকটার দিকে বেশি খেয়াল করি তাহলে আমরা এর সর্বোত্তম ব্যবহার করতে পারব।
Tanjila Nisa
এমন কেনো হলো? তখন সময় ৯:৫৫ আমি গ্রুপে ঘুরি ভাইয়া আজ আড্ডা দিবেনা?
তারপর এলাকায় হইচৈই তার আম্মাজানের কাজের আদেশ।
যাই হোক আসল কথায় আসি ------ ই-লার্নিং হলো শক্তি, সুবিধা হলো যেকোন সময় যেকোন স্থানে ই ই-লার্নিং করা যায়। আর অসুবিধা? যে জিনিসের সুবিধা থাকে তার অসুবিধা থাকবেই! ই-ইলার্নিং তখন ই অসুবিধা যখন অতিরিক্ত সময় দেয়া হয়। মানি দীর্ঘ সময় নিয়ে ই-লার্নিং করা হয়।
Arpita Barai
আচ্ছা আমি কিছু রোগ নিয়ে ই লার্নিং করব যে বাসায় বসেই কিছুটা ম্যানেজমেন্ট দিয়ে হাসপাতালে নিতে পারে।আচছা এটা কি পডকাস্ট করা যায়
Nazmun Nahar Nupur
বর্তমান শিক্ষা ব্যবস্থা কে আরও উন্নত করতে সহায়তা করবে ই-লার্নিং। ভাষার বৈচিত্র্যতা, উৎকর্ষতা উন্মেষ ঘটাবে, প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে,
Biplob Kishore Deb
বাংলাদেশের প্রেক্ষাপটে ই-লার্নিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মূলত তিনটিঃ
১। শিক্ষাকে সত্যিকার অর্থেই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া। যেমনঃ স্কুল-কলেজ ড্রপ আউট, বা যারা মূলধারার শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভের সুযোগ পায়নি তাদের জন্য ই-লার্নিং হতে পারে আশীর্বাদস্বরূপ। তাছাড়া বিভিন্ন পেশাজীবীদের জন্য আত্মন্নোয়নমূলক নির্দিষ্ট দক্ষতা-ভিত্তিক শিক্ষা।
২। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে এডুকেশন ডিভাইড কমাতে কার্যকরী ভূমিকা রাখবে।
৩। ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষাদানে উন্নত প্রযুক্তির (ভিডিও, অডিও ইত্যাদি) ব্যবহার করা হয়, ফলে অনেক বেশি কার্যকরভাবে শিক্ষালাভ করা সম্ভব। অর্থাৎ কোয়ালিটি ও কোয়ান্টিটি দুভাবেই শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব ই-লার্নিং এর মাধ্যমে।
অসুবিধাঃ
এখানে ‘অসুবিধা’ শব্দটি কিন্তু নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ, অসুবিধা বলতে এখানে ই-লার্নিং এর বাজে দিক নয়, বরং এটি বাস্তবায়নে সম্ভাব্য প্রতিকূলতাগুলো সম্পর্কে ইঙ্গিত করা হচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রতিকূলতা মূলত দুটি বলে মনে হচ্ছেঃ
১। প্রযুক্তিগত অবকাঠামোর অভাব। অর্থাৎ, কম্পিউটার, ইন্টারনেট, বিদ্যুৎ এসকল বেসিক উপকরণগুলো যথেষ্টমাত্রায় না থাকা।
২। তবে এর চেয়েও বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তির সাধারণ ব্যবহার সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন পরিকাঠামো আজ হোক, কাল হোক চলে আসবে, কিন্তু যারা ই-লার্নিং সেবা আদান-প্রদান করবে তাদের মধ্যে আইটি’র বেসিক জ্ঞান না থাকলে পরিকাঠামোগত উন্নয়ন খুব একটা ফলপ্রসূ হবে না।
Nazmun Nahar Nupur
অনেকেই আছে যারা একাডেমিক পড়া বা নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকে পড়াশোনা করতে চাই না। তাদের নির্দিষ্ট কিছু র প্রতি দূর্বার আকর্ষন থাকে। তারা সহকেই ইই-লার্নিং ব্যবহার করে নিজেদের অবস্থান কে উন্নত করতে পারবে।
Rana Raihan
ই-লার্নিং এর অসুবিধা হতে পারে ইন্টারনেট ভালো না। না হলে কেউ আজাইরা টাপিক দিয়া শুধু শুধু সময় নষ্ট করছে। মানুষ সঠিক কি ওয়ার্ড না জানার কারনে সেই রিলেটেড ভালো আর্টকেল বা অডিও ভিডিও খুজে পায় না। মানুষ আইটি তে দক্ষ না হওয়ায় ইন্টারনেট এর ব্যবহার করতে পারে না। অনেক ভালো মানের শিক্ষকরাও আইটি তে শূন্য হওয়ায় অনলাইন ক্লাস নিতে পারেন না।এই সব অসুবিধা ছাড়া বড় কোনো বাধা নাই ।আমার যা মনে হয়।
Belal Ahmed
অামাদের ইন্টারনেটের দাম কমাতে হবে এর প্রাপতা সহজ করতে হবে, গতি বাড়াতে হবে নেট সব জায়গায় পৌছিয়ে দিতে হবে।
Tania Sultana Shanta
ই-লার্নিং এর কল্যানে শিক্ষকরা যেমন ঘরে বসে শিক্ষাদান করে টাকা আয় ও সময় বাচাতে পারবে তেমনি শিক্ষার্থীরা ও ঘরে বসে ভাল শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে।
Razib Ahmed
প্রচলিত পদ্ধতিতে আপনি অনার্সের বই চাইলেও পড়তে পারবেন না যদি না সে ক্লাসের ছাত্র হন। কিন্তু ইলার্নিং এর মাধ্যমে সার্চ ইংলিশে অনেকেই ইংলিশে অনার্সের বই পড়েছেন।
Sadia Akter
ই-লার্নিং এর গুরুত্ব বিপদে পরলে বোঝা যায়
Tania Sultana Shanta
আমাদের দেশের অনেক মেয়েরা সমাজের সো কলড রীতি নীতির বাইরে যেয়ে শিক্ষা অর্জন করতে পারে না।এখন তারা তাদের ইচ্ছা শক্তি দ্বারা ই-লার্নিং এর কল্যানে নিজেদের স্বশিক্ষত করতে পারবে।
Mamun Islam
Important of e-learning : when it come to the internet based education system it was less important to attaitent physical classroom and it was rapidly growth day by day around the world. It was more difference from traditional education system because no need to build up as usual school, it is acceptable to third wirld to first world equally.
Advantage of e-learning :
1. easy to connect every one
2. Lecture can be access any time
3. Update lecture for time to time
4. On demand delivery system
5. Cost reduce education system
6. Effective for interested people
7. Relax education system
8. No time bindings
9. No season jam

Disadvantage of e-learning:
1. Haven't any facility to connect face to face
2. Perfect e-learning is difficult
3. Lake of input from Trainer
4. Its Depends on technology
5. Some of the student feel isolated
6. Feedback is not enough
Tania Sultana Shanta
ই-লার্নিং এর কল্যানে এখন সবকিছু হাতের মুঠোয়।এখন শুধু জানার প্রবল আগ্রহ ও ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে।কারন তোমার ক্ষুধা লাগলে মা হয়ত ভাত মেখে গালে তুলে দিতে পারবে। কিন্তু সেটা গেলার দ্বায়িত্ব তো তোমাকেই নিতে হবে।
Md Daloare Hossain
ই লার্নিং সুবিধা আমরা তখনই পরিপূর্ণ গ্রহণ করতে পারবো যখন আমরা উদার মনের অধিকারী হতে পারবো।

আমাদের বড় সমস্যা আমরা চার্চ করতে পারিন😥 তার চেয়ে বড় সমস্যা আমরা ভিজিট করি না ওয়েবসাইটের ভিজিটর বেড়ে যাবে এ ভয়ে😂 কিন্তু এ কথা চিন্তা করি না ঐ সাইটের ভিজিটর যত বাড়বে কতৃপক্ষ কোয়ালিটি কনটেন্টের প্রতি জোর দিবে। সো উদার হতে হবে..😇
Rana Raihan
আরে রানা সাহেব যে,কি অবস্থা? আর বইলেন না ভাই ছেলেটা কে এত করে বললাম ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হ। না সে দেশে পরবেই না। সেই সুইডেন এর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে।আরে ভাই ছেলে মেয়ে গুলা আজ কাল ডাকাত হয়ে যাচ্ছে মনে হয়।বাবার ইনকাম এ দিকে একটু তাকাবে না।তো ছেলেকে সুইডেনে পাঠাতে কি জমি বিক্রি করে দিবেন নাকি? আরে ভাই কি বলেন।ডাকাত হবে কেন?প্রাইভেট এ ভর্তি হলে জমি বিক্রির কথা চিন্তা করা লাগতো।এখন তার ৪ ভাগের এক ভাগ খরচেই ছেলে ঘরে বসে সুইডেনের ইউনিভার্সিটিতে পড়তে পারবে। কি বলেন সত্যি।আপনার ছেলে কত স্মার্ট। আর আমারটা একটা গাধা প্রাইভেট চিনে নিছে। ই-লার্নিং এর সুবিধা এটাই কেউ ব্যক্তিগত নিবেন না প্লিজ।
Tania Sultana Shanta
ই-লার্নিং এর কল্যানে আজ আমি ঘরে বসে ইংরেজী ও আইটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছি।অজুহাত দেখানোর দিন শেষ।এখন ক্লাস ৫ এর পোলাপানের হতে ও স্মার্ট ফোন থাকে।তাই কেউ যদি কোন বিষয়ে অদক্ষ থাকে তাহলে সেটা তার ব্যার্থতা।এর দ্বায়ভার কারো থাকবে না এমন কি পরিবারের ও না।
Md Masba
প্রাইভেট টিউটররা কোয়ালিটি না ধরে রাখতে পারলে কঠিন প্রোবলেমের শিকার হবে ই লারনিং এর আগমনে৷
Sadia Akter
ই-লার্নিং
'''''''''""""""""
সূচনাঃ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত শব্দ এবং ধারণা ই-লার্নিং। এমনকি ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপেরও এখন এটি মুখ্য বিষয়। বিশেষ করে আড্ডা পোস্টে। বিশ্বের বহু দেশ ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে নিজেদের দক্ষ এবং স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে।

ই-লার্নিং কিঃ মূলতঃ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে লব্ধ যেকোন ধরনের শিক্ষাকে ই-লার্নিং বলা হয়। ই-লার্নিং মূলত অনলাইন বেসিস শিক্ষা তবে অফলাইনেও ই-লার্নিং সম্ভব।

মাধ্যমসমূহঃ যেকোন ইলেকট্রনিক ডিভাইস যেমন - মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, অডিও ও ভিডিও ডিভাইস এবং ইন্টারনেট দ্বারা ই-লার্নিং এর সেবা গ্রহণ করা যায়। এছাড়া ইন্টারনেট ছাড়া ও রেকর্ডকরে পরে ই-লার্নিং ছড়িয়ে দেয়া যায়।

ই-লার্নিং এর প্রয়োজনীয়তাঃ শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই সহজে ই-লার্নিং এর মাধ্যমে সেবা নিয়ে নিজেকে সেরা হিসেবে তৈরি করতে পারে। তাই ব্যক্তি ও জাতীয় জীবনে ই-লার্নিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। ই-লার্নিং এর মাধ্যমে ঘরে বা বাইরে, শহরে বা গ্রামে, ধনী কিবা গরীব, ছোট বা বড়, শিক্ষিত বা অশিক্ষিত, দিনে কিবা রাতে এসব কোনো ব্যাপার নাহ। নিজের ইচ্ছা মত শিক্ষা গ্রহণ করা যায়।
একাডেমী শিক্ষা ব্যবস্থা পড়তে বাধ্য করে কিন্তু ই-লার্নিং শিক্ষা শিখতে সহায়তা করে।ই-লার্নিং অনেক খরচ ও সময় বাঁচায়। ই-লার্নিং এর মাধ্যমে একই সাথে একাধিক কর্মকাণ্ড যুক্ত হওয়া সম্ভব। তাই ই-লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণএকটি মাধ্যম।
গুরুত্বঃ উন্নত দেশগুলো ই-লার্নিং এর চর্চার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে আরো সমৃদ্ধ ও উন্নতিতে অবদান রাখছে। ই-লার্নিং এর মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়। ফলে বিশ্ব ডিজিটালাইজেশনের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হয়।

সুবিধা ও অসুবিধাঃ পয়সার যেমন দুই পিঠ থাকে তেমনি সবকিছুরই ভালোমন্দ দিক বিদ্যমান। ই-লার্নিং এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে এর অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশী। ব্যক্তিভেদে এর সুফল নির্ভর করে। যে তার চিন্তাধারা ভালো পথে পরিচালিত করতে সক্ষম হবে তার জন্য ই-লার্নিং আশীর্বাদ বয়ে আনবে অন্যথায় তার বিপরীত দিকটাই হবে।
উপসংহারঃ যে কোন মানুষ তার সুপ্ত প্রতিভাকে পুনঃপ্রতিষ্ঠা করতে ই-লার্নিং কে শক্তিশালী হাতিয়ার হিসেবে নিতে পারে।
Hasib Reza
ই-লার্নিং হচ্চে বর্তমানের একটা অবস্থান এবং ভবিষ্যত পৃথিবীর গতি নির্ধারক। ভালো লাগছে যে আমরা অন্তত শুরু করতে পেরেছি এই প্লাটফর্ম থেকে। ভালভাবে বেচে থাকার জন্য জানতে হবে, শিখতে হবে। আর তার জন্য ই - লার্নিং এর মাধ্যমেই আমাদের বেশি বেশি করে শিখতে হবে।
Nusrat Hurain
ই-লার্নিং অশিক্ষিত শব্দটাকে জাদুঘরে পাঠাবে।
Sadia Akter
তথাকথিত শিক্ষা বলতে পাশ করো আর সার্টিফিকেট জমাও। চাকরির ক্ষেত্রে চায় দক্ষতা, অভিজ্ঞতা। যা শিক্ষা জীবন পার করে এসেও মিলে না। কিন্তু ই-লার্নিং বেশির ভাগ ক্ষেত্রেই দেখা, শোনার পাশাপাশি প্র্যাকটিস করতে উদ্বুদ্ধ করে।
Shishir Kona
ই- লার্নিং আমাদেরকে দক্ষ ও নিপুন করে তুলবে।এবং একেকজনকে এক একটা শক্তি তে পরিণত করতে পারে।
source- ই-লার্নিং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা- 

4 comments:

  1. ই লার্নিং মুলত ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষা।এখানে যেকোন সময় যেকেউ শিক্ষা নিতে পারে। আমাদের দেশের মত উন্নয়নশীল দেশে ই লার্নিং এর মাধ্যমে অনেকেই নিজেদের কে দক্ষ এবং শিক্ষিত হতে পারে যারা কোন না কোন কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু ইচ্ছা ছিল শিক্ষা লাভের। ধন্যবাদ সবাইকে

    ReplyDelete
  2. ই লার্নিং এর ধারণা কি

    ReplyDelete
  3. Who is the pineer of e-learning ?

    ReplyDelete