রাজিব আহমেদ স্যারের দূরদর্শী গাইডলাইন

যখন আপনার প্রতিটা সময়, কাজ, চিন্তা,  শ্বাস, এমনকি অন্য কি বলছে, ভাল বা কি মন্দ, আপনার উন্নতিতে ব্যয় কর‍তে পারবেন, তখন মনে করবেন আপনি সফল।রাজিব স্যার এই কাজে শিক্ষা প্রদান করে থাকে। স্যারের দূরদর্শী গাইডলাইনের কারণে আমি আজ এই পর্যন্ত এসেছি। ২০১৩ সালে, শারিরীক অসুবিধার কারনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়।তারপর আমি হতাশ হয়ে পড়ি। ২০১৬ সালে স্যারের অভিভাবকত্বে আমি নতুন জীবন  শুরু করি। সার্চ ইংলিশে ইংরেজি চর্চা শুরু করি। ইংরেজি চর্চা শুরুর এক মাসের মাথায় আমি এক হাজার শব্দ ফ্লুয়েন্টলি লিখতে শুরু করি। এখন পর্যন্ত আমার সেরা অর্জনগুলার মধ্যে শেক্সপিয়ার এর বিখ্যাত ড্রামা ম্যাকবেথ, আলস অয়েল দ্যট ইন্ডস অয়েল, দ্য টেমিং অফ দ্য শ্রু অনুবাদ করি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাকে গাইড লাইন প্রদান করার জন্য, যা এখন পর্যন্ত তিনি করে যাচ্ছেন।আমি অসুস্থ, কিন্ত স্যারকে এবং সার্চ ইংলিশের প্রতিটি পরিবারকে আমি মিস করি। সবাই আমার জন্য শুভ ভাবনা রাখবেন। আমি যেখানেই থাকি না যেন শান্তিতে থাকি। সবার জন্য শুভ কামনা রইলো।