অনলাইন বিজনেস আইডিয়া - Adda Post - Razib Ahmed

Kamrul Hasan ▶ ‎Digital Skills for Bangladesh

আড্ডা পোস্ট ২ জুলাই ২০১৯।

বিষয়ঃ অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেন।

ডিএসবির আজকের আড্ডায় সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা।

 — with Razib Ahmed and 2 others.

Razib Ahmed

অনলাইনে বিজনেস আইডিয়ার কোন অভাব অনলাইনে নেই। শুধু অভাব আপনাদের সার্চ করার অভ্যাস আর প্রচন্ড চালাক মানসিকতা।

Rabeya Akter

অনলাইনের মাধ্যমে সময় অপচয় হয় না। ঘরে বসেই এ কাজ করা যায়।

Kazi Salahuddin

অামার কাছে অনলাইন বিজনেস অাইডিয়া অাছে স্টার্টআপ করতে পারছি না, এবং নীতিমালা সম্পর্কে ধারনা নেই

Razib Ahmed

আজ একদিনে ৫ জনের এগিয়ে যাবার গল্প পেলাম সার্চ ইংলিশ থেকে। সবাই এই ডিএসবি গ্রুপে পোস্ট গুলো করেছে। সার্চ ইংলিশকে যদি অনলাইন বিজনেসের আইডিয়া হিসেবে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আসল ফোকাস হতে হবে অন্যের উপকার নিশ্চিত করা। সেই সাথে ৩ বছর লেগেছে এই পর্যায়ে আসতে।

Razib Ahmed

টাকা পয়সার গল্প আপনারা অস্থির হয়ে যান কিন্তু আড্ডা পোষ্টে নিয়মিত না। সামান্য একটি আড্ডা পোষ্টে প্রতিদিন ১ ঘণ্টা সময় দেন না কিন্তু বিজনেসের স্বপ্ন দেখেন। খুবই হাসির ব্যপার এটি।

Tanjin Taz Tanjin

অনলাইনে কাজ করলে যখন তখনই কাজ করা যায়। আর দিন দিনই অনলাইনের চাহিদা বাড়ছে তাই অনলাইন এ ভাল করতে হলে প্রথমে নিজেকে বিশস্ত করতে হবে।তাহলে সহজেই দর্শকের আগ্রহ তৈরি হবে,নির্ভরতা খুঁজে পাবে।

Rabeya Akter

ঘরে বসেই খাবার অডার করা যায়, গাড়ী কল করা যায়। অনলাইন বিজনেসের কল্যানে আমরা অনেক সুযোগ ভোগ করছি। তবে যারা বিজনেসের সাথে জরীত তাদের প্রয়োজন ধয্য ও মান ভালো রাখা। তাতে আমাদের অনেক উপকার হয়।

Fatema Tuj Johora

There are many kinds of online business.
Such as-
1. First of all Online Shopping.
2. Tree sell in online
3. Flower sell in online 
4. Birds sell in online.
5. Egg sell in online etc. 
Please don't laugh at me someone.

Mehadi Hasan

মানুষ মনে করে কম্পিউটার, ল্যাপটপ, ফেসবুক, ইউটিউব এসব এসে বুঝি সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এর বিপরীত চিত্রটি অনেকেই বুঝতে পারে না। অনলাইনে ইউটিউব ফেসবুকের প্রভাবে এখন নিত্য নতুন বিজনেস আইডিয়া আসছে যেগুলো আগে কখনো সম্ভব ছিল না।

Razib Ahmed

সার্চ ইংলিশ এবং ডিজিটাল স্কিলস এক দম না পারাদের জন্য বিনা মূল্যে ইংরেজি আর আইটির স্কিল তৈরি করে দিতে যথেষ্ট। কিন্তু আপনারা করেন চালাকি। এর ফলে সারা জীবন সাফার করবেন কোন সন্দেহ নেই।

Md Farukul Islam

শুভ রাত্রি। অনলাইনে অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। যেমন আপনি একটি শপ খুলতে চাচ্ছেন আপনার কাছে যথেষ্ট টাকা নেই তাই আপনার আইডিয়া ও অভিজ্ঞতা থাকা সত্বেও কিছু করতে পারছেন না সেক্ষেত্রে আপনি যদি এক্টা ওয়েবসাইট খুলে অনলাইনে ব্যবসা টি শুরু করেন তাহলে কম টাকার ভিতরে করা সম্ভব।

Mehadi Hasan

অনলাইনে বিজনেস করার আগে জানতে হবে ভালোভাবে। আইটি জ্ঞান যেমন দরকার তেমনি বিজনেস বেসিক জানা প্রয়োজন।

মুহাম্মদ আবরারুর রহমান

আমি মনে করি আগে অবশ্যই সৎ হতে হবে।
অনেক বেশিকষ্ট করার মানুষিকতা থাকতে হবে।

Md Julhas Uddin

বতর্মানে অনলাইনের ব্যবসা দ্রুত ভাবে এগিয়ে যাচ্ছে।যা আমরা ঘরে বসে বিনামূল্যে করতে পারি।কিন্তুু সবাই এই ব্যবসা করতে পারেনা।যারা বিসিক স্কিলে দহ্ম তারাই করতে পারবে।

এম.এ. মেহেরাজ

অনলাইন বিজনেসের বর্তমানে অনেক অগ্রগতি হয়েছে। এখন আর দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন পড়েনা কোন কিছু ক্রয় করার জন্য। ঘরে বসেই বিজনেসের সূফলে সব ধরণের জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী কেনা যায়।
যা সময় সাশ্রয় করে।

S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আজকে ডিএসবি ব্লগে ভারতে অনলাইনে ফিমেল হাইজিন প্রডাক্ট (স্যানিটারি প্যাড সহ অন্যান্য পণ্য) নিয়ে একটি পোস্ট দিয়েছি। ভারতে মেয়েরা দোকানে গিয়ে এ ধরণের পণ্য ক্রয় করতে অনেকটা অস্বস্তি বোধ করে কিন্তু অনলাইনে তারা স্বচ্ছন্দে এ ধরণের পণ্য ক্রয় করতে পারে। কারণ অনলাইনে কেনার সময় তাদের কোন পরিচয় দিতে হয় না। এই জন্যে অনলাইনে এ ধরণের পণ্যের বিক্রি এখন বেশ বেড়ে গিয়েছে এবং এখন বড় বড় শহর ছাড়িয়ে ছোট ছোট শহর এবং গ্রামের মেয়েরা অনলাইনে এসব পণ্যের অর্ডার দিচ্ছে। কারণ তারা যেখানে থাকে সেখানে অল্প কয়েকটা দোকানে এই ধরণের পণ্য বিক্রি করে এবং সেগুলোও খুব কম। অনলাইনে তারা সহজে বিভিন্ন ব্রান্ডের পণ্য ক্রয় করতে পারে। 

আমার মতে বাংলাদেশের মেয়েদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয়। মেয়েদের এই ধরণের পণ্য অনলাইনে বিক্রি করা গেলে এর খুব ভাল বাজার হবে। 
আর বাংলাদেশে এমনিতে ই-কমার্সের মূল ক্রেতা হচ্ছে মেয়েরা এবং মেয়েদের পণ্যই সবচেয়ে বেশি বিক্রি হয়। 
http://blog.digitalskillsbd.com/2019/07/02/3637/

Md Farukul Islam

তাছাড়াও যদি ওয়েবসাইট খুলার টাকাও না থাকে তাহলে আপনি ফেসবুককে কাজে লাগাতে পারেন এক্ষেত্রে আপনাকে ১টি ফেসবুক গ্রুপ খুলতে হবে সেটার ধরন ক্রয় বিক্রয় করে প্রাথমিকভাবে আপনার অনলাইন ব্যবসার যাত্রা শুরু করতে পারেন ।

Jannat Sheikh

কন্টেন্ট রাইটিং নিয়ে অনলাইন বিজনেস করা যায়।

এম.এ. মেহেরাজ

আধুনিকতার সাথে আমাদের দেশের মানুষ পরিপূর্ণ খাপ খাওয়াতে পারেনি আজো। তারা অনলাইন বিজনেস কে তেমন পজিটিভলি দেখেনা। কারণ সেখানে কিছুটা হলেও পণ্য বা সেবা সাশ্রয়ী নয়।

Imran Ahmed

আগে আমার মা, বাবা মনে করতো সারাদিন ফেসবুকে কি করি, শুধু সময় নস্ট,
বাট এখন তাদের বুঝাতে পেরেছি ফেসবুকের মাধ্যমেও ব্যবসায় করা যায়।

Mehadi Hasan

আগে বেসিক ইংরেজি জ্ঞান আর বেসিক আইটি জ্ঞান পোক্ত করতে হবে। কারণ অনলাইনে বিজনেস করতে গেলে আপনার এই দুটি খুবই প্রয়োজন হবে। অনলাইনে বিজনেস করতে নানা ধরনের সফটওয়ার বা টুলস ব্যাবহার করার প্রয়োজন হতে পারে। তাই বেসিক ইংরেজি জ্ঞান আর আইটি জ্ঞান থাকলে সেসব সম্পর্কে জানা সহজ হবে এবং বিজনেস সহায়ক হবে।

Afsana Aftab

অনলাইন মার্কেটিং এর জন্য এখন অনেকটা সময় বেঁচে গিয়েছে

Sayka Jabin

আমরা যে বিজনেস ই করতে চাই না কেন সবার আগে আমাদের সার্চ করার মানসিকতা থাকতে হবে৷ পড়তে হবে। এবং জানতে হবে৷

Röwshön Ârâ

মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন বদলায় । তাই অনলাইনে পোশাক , জুতা , গয়নার ব্যবসায়িক সম্ভাবনা প্রচুর

Ruhul Amin

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে, অনলাইনে বেঁচাকেনা তত বাড়বে,,,, শুধু বিশ্বাস টা ধরে রাখতে হবে,,,,

Sayka Jabin

অনলাইন বিজনেস আমাদের জীবনের জটিলতাকে লাঘব করে দিয়েছে। আমরা কোনরকম ঝামেলা ছাড়াই ঘরে বসে পছন্দ সেই পন্য কিনতে পারছি।

Razia Akter

অনলাইন বিজনেস করলে ঘরে বসেই পন্য ডেলিভারি এবং ক্রয় করা যায়।

Röwshön Ârâ

এখন সবাই কর্মব্যস্ত । নারীদের এখন সময় নেই রান্না করার । তাই অনলাইনে খাবারের ব্যবসা করা যেতে পারে , এখানে গ্রাহক সুনিশ্চিত

Fatema Tuj Johora

Firstly you have to open business group. What will you do? You have to select business . Then you have to start business properly.

Jannatun Naim

অনলাইনে বিজনেস আইডিয়া গুলো।
১. পোশাক।
২. খাদ্য দ্রব্য।
৩. ঔষধ।
৪. বই।
৫. পুরাতন জিনিস পত্র বিক্রয়।

Rodela Dopur Sorna Chy

ব্যবসার ধরন বুজে এগিয়ে যেতে হবে

Rafiqul Islam

ফল বিক্রিও ভালো আইডিয়া

Oborohe Oborohe

অনলাইন বিজনেস এ-র কল্যানে আমরা আপডেট পণ্য সম্পর্কে ও সহজে জানতে পারি

Humaira Afifa

অনলাইন এ অনেকেই অনেক টাকা ইনকাম করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে

Lipi Sd

অনলাইন বিজনেসের আইডিয়া অবশ্যই এমন হতে হবে সমাজের যে কোন সমস্যার একটি সমাধান করতে পারা। এতে পারে ট্রেডিশনাল বিজনেসের সাথে অনলাইন সেবা যুক্ত করা।

Rafiqul Islam

অনলাইনে আস্তে আস্তে সব কিছু পাওয়া যাবে

Shahibur Rahman

After ten years all world going to e-Commerce sector /Online is the best option!! it's save our time also!!

Oborohe Oborohe

অনলাইন বিজনেস এ-র সুবাদে নারী বেকারত্ব ও দূর হচ্ছে

Röwshön Ârâ

যা সাধারণত বাজারে পাওয়া যায় না । হাতের কাছে চাইলেই অনেক কিছু কেনা যায় না যেসব জিনিস কোন নির্দিষ্ট স্থানেই ভালো পাওয়া যায় । এই ধরনের ইউনিক কিছু নিয়ে ব্যবসা করা যেতে পারে ।

Md Julhas Uddin

অনলাইনে বিজনেস করতে হলে ইংরেজি অবশ্যই জানতে হবে এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।

Sumaiya Khanom Sumona

অন লাইন বিজনেস এর ফলে শারিরিক ক্লান্তি নেই।পায়ে হেটে অথবা গাড়ি দৌড়াতে হয়না।ঘরে বসেই কাজ সম্পুন্ন করা যায়।যা আমাদের জন্য অনেকাংশে সুবিধা জনক

Jiman Samim

আমি মনে করি অইলাইন বিজয় মানে সাচ ইংলিশ এবং ডিএসবি গ্রুপ কারণ অনলাইন কারণ এখন আমরা ২১লাখ মানুষ ঘরে বসে পড়া লেখা করতে পাইতেছি

Shahibur Rahman

Freelancing and Outsourcing is the best way in Online business

Md Al Amin Hossen

খেলা ও অনলাইন আড্ডা দুটোই মিস করছিলাম!!!
টেবিলে বসে, কিন্তু আর কতক্ষণ একটু সময় দেই অনলাইনে। না হলে একটাও হচ্ছে না, খেলা ও আড্ডার অভাব।
তাই চলে এলুম।তবে,,,,,!

Oborohe Oborohe

অনলাইন বিজনেসের মাধ্যমে সল্প বিনিয়োগে অধিক য় করা যায়।

Afsana Aftab

যদি এই নেটওয়ার্ক টা একটু অনলাইনে বিজনেস করতো 😭 একদম ভালো লাগেনা আড্ডা শুরু হয় আর ওর জালাতন 😭

Jiman Samim

অনইলাইন বিজয় টা শহরে এলাকারে হলে ও এখন গ্রামে হয় নাই কারণ অনইলাইন মানে গ্রামের লোক ভালো দিক চিন্তা করে না

Shahibur Rahman

Online business take up easily!! but first time got much time on grow your on Online!! So keep patience is better option

Mehjabin Srabon

মেয়েদের জন্য অনলাইন বিজনেস আইডিয়া
★ হাতের কারুকাজ শিল্প
★ নকশীকাঁথা
★কুটিরশিল্প

Md Al Amin Hossen

প্রথম অনলাইন ও অনলাইন বিজনেস সম্পর্কে ধারনা অর্জন করতে হবে।

শিশির হ্যাপি

কমসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে

Ibrahim Khalil

অনলাইন বিজনেসের প্রসার ঘটাতে প্রতারক ব্যবসায়ীদের সাবধান হতে হবে

Shahibur Rahman

Book sell is the best option Online

Rafiqul Islam

ভালোভাবে বুঝতে হবে। বাজারের চাহিদা বুঝতে হবে। সময় ও পণ্যের মান গুরুত্বপূর্ণ

Md Al Amin Hossen

যেহেতু অনলাইনে ব্যবসা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, তাই এ বিষয়ে জ্ঞান থাকতে হবে

শিশির হ্যাপি

কমসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে

Ibrahim Khalil

অনলাইন বিজনেসের প্রসার ঘটাতে প্রতারক ব্যবসায়ীদের সাবধান হতে হবে

Shahibur Rahman

Book sell is the best option Online

Rafiqul Islam

ভালোভাবে বুঝতে হবে। বাজারের চাহিদা বুঝতে হবে। সময় ও পণ্যের মান গুরুত্বপূর্ণ

Md Al Amin Hossen

যেহেতু অনলাইনে ব্যবসা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, তাই এ বিষয়ে জ্ঞান থাকতে হবে

Jahid Ahmed

অনলাইন মানে হাতের মুঠোয় সব কিছু

Md Al Amin Hossen

নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে হস্ত শিল্পের ব্যবসা সুন্দর ভাবেও করা যায়!!

Jiman Samim

অনলাইন মধ্যে আমরা নিজের ইচ্চা মত কিনা কাটে করতে পারি,যেমন ১:বই কিনা ২:শপিং করা

Sumaiya Khanom Sumona

অন লাইন বিজনেস সিস্টেম আছে বলে,
বিজনেস করার জন্য কোন বিশেষ জায়গাজমির প্রয়োজন হয়না

Md. Saiful Islam

লাভজনক বাজার খুঁজে বিনিয়োগ করতে হবে। প্রথম দিকে ব্যয়বহুল পণ্য নিয়ে শুরু না করাই ভালো।পণ্যের বাজার চাহিদা যাচাই করতে হবে।

Jiman Samim

অনলাইন বিজয় দিন দিন বাড়তেছে

এম.এ. মেহেরাজ

অনলাইন বিজনেসে কিছু কিছু অসত ব্যাক্তিদের জন্য এটা সঠিক ভাবে পরিচিতি পাচ্ছেননা সবার কাছে। 
কারণ কিছু কিছু ব্যাক্তি সেবার যথাযথ মান দিচ্ছেনা

মুহাম্মদ আবরারুর রহমান

ব্যবসা শুরু করতে হলে বাজারের চাহিদা বুঝতে হব এবং

Md Al Amin Hossen

কাস্টমারদের আর্কষিত করতে পেজকে আর্কষণীয় করতে হবে

মুহাম্মদ আবরারুর রহমান

ভাল সার্ভিস দিতে হবে

Fatema Tuj Johora

Islamic book sell .
Guys i have to go now. 
Cause my mobile phone has no charge more. If i don't go to my bed then i will not wake up in midnight. Actually i have to perform Taharjjud prayer at 3 am.
Allah hafej to everyone.

Mohammad Juwel

অনলাইন ব্যাবসা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তবে এতটুকু বলতে পারি যে আজকাল এই অনলাইন ব্যাবসার কারণে অনেক মানুষের কর্ম, রুজিরোজগার এর ব্যাবস্থা হয়েছে, আমাদের দেশে সবাই যদি সঠিক ও সাবলীল ভাবে এই ব্যাবসা কে পরিচালনা করে তাহলে এর প্রসার দিনের পর দিন বৃদ্ধি পাবে।

Md Al Amin Hossen

প্রতারণা করা যাবে না।
কাস্টমার দের সাথে ভালো ব্যবহার করতে হবে।
ডেলিভারির বিষয় মাথায় রাখতে হবে।

Röwshön Ârâ

টিভি কেউ দেখবে না । ইউটিউব ভিডিও আরো জনপ্রিয় হবে তাই এর সাথে ইউটিউব কন্টেন্ট রাইটিং এর উজ্জ্বল সম্ভাবনা আছে

Razia Akter

পন্যের মান এবং আকর্ষনীয় করে তুলতে হবে যেনো গ্রাহক পছন্দ করে

Jiman Samim

অনলাইন ব্যবসার করতে হলে প্রথম আগে নিজের beloved

Nipun Reza

অনলাইন বিজনেস এর শুরুটা কিভাবে করা যায় জানতে চাই। আসলে একটা বিজনেস শুরু করতে চাই। অভিজ্ঞ দের মতামত চাই

Kaniz Ilma

অনলাইন শপিং এর মাধ্যমে আমদের সময় বাঁচে।

Mariya Islam

অনলাইন বিজনেস এ সফল হতে চাইলে 4 টি জিনিসের উপর ফোকাস করতে হবে । 1.সঠিক পরিকল্পনা 2.মাকেট পযালোচনা 3.বিনিয়োগ 4.পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাযসম্পাদন ।

Tasmin Bhuiyan

অনলাইন বিজনেস:

যখন কোন ব্যবসায়িক কাজকর্ম ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তখন সেটা অনলাইন বিজনেস নামে পরিচিত। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে খুব বেশী মূলধন বিনিয়োগ করতে হবে না। এছাড়া এসব ব্যবসায় আপনি পার্ট-টাইম এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে পরিচালনা করতে পারবেন।

Esrath Pori

অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই এই নিয়ে অনেক কিছু জানতে হবে। 
যেমন আমি একটি পন্য সেল করব এখন এটার বাজারজাত কেমন সেটা আমাকে আগে দেখতে হবে।

Mohammad Juwel

অনলাইন ব্যাবসা তে সাফল্য পেতে হলে অবশ্যই কমিটমেন্ট এবং পণ্যের মান ভালো রাখতে হবে।

Jiman Samim

আমর এখনো বেশি ভাগ লোক কোন কিছু কিনতে ভয় পাই অনলাইন থেকে এইটা মূল্য সমস্যা আমাদের

Saifullah Saifullah

নের্টওয়ার্কের সমস্যা কি যে করি?

Ibrahim Khalil

অনলাইন ব্যবসাটা সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে নারীদের উপর

Md Julhas Uddin

যারা অনলাইনে বিজনেস করতে চান তারা ডিএসবি ও আড্ডা পোস্টে নিয়মিত সময় দেন। তাহলে অনেক কিছু জানতে পারবেন।কারন ডিএসবি গ্রুপে এ নিয়ে অনেক পোস্ট দেওয়া আছে আর প্রতিনিয়ত এগুলো নিয়ে অনেকে পোস্ট দিয়ে যাচ্ছে।

Sumaiya Khanom Sumona

অন লাইন বিজনেস করতে হলে
কথা ও কাজে মিল থাকতে হবে,মানুষ কে ধোকা দেওয়া জাবেনা,কথা কাজে মিল না থাকলে ব্যাবস্যার অবনতি হতে সময় নিবে না

Esrath Pori

রাজিব স্যার এর মনে হয়
ই-কমাস নিয়ে অনেক পোষ্ট আছে। আমি একবার দেখেছিলাম মনে হয়।বিস্তারিত অনেক কিছু দেয়া আছে।একটা লিংক এ ক্লিক করেছিলাম পরে এসেছিল।
এখন সেটা কিভাবে পাবো??
স্যার।

Tasmin Bhuiyan

অনলাইন বিজনেসকে সাধারণত ২টি ভাগে ভাগ করা যায়:

১. পণ্য ভিত্তিক
২. সেবা ভিত্তিক

Kaniz Ilma

অনলাইন বিজনেস এর জন্য পন্যের প্রচার ব্যাবস্থা ভালো হতে হবে। পন্যের ছবি ভালো করে তুলে এবং বিবরনী, দাম সব ডিটেইলস ভালো করে দিতে হবে।
ক্রেতা যাতে সঠিক তথ্য জেনে পন্যটি কেনে

Tuto Raj

এই গ্রুপ থেকে আইডিয়া নিয়ে যারা বিজনেস করবে তারা নিঃস্বন্দেহে সৎ ভাবেই করবে। কারন এটা স্যারের আদর্শে কাজ করবে।। লাইফে সৎ থাকাটা অনেক জরুরী।

Afsana Aftab

অনলাইনে মার্কেটিং এখন সারাবিশ্বে বহুল আলোচিত একটা বিষয়

Afsana Aftab

অনলাইনে মার্কেটিং সবচেয়ে বড় হলো কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করতে হবে

Tuto Raj

যখন কোনো পণ্যের ছবি তুলবেন তখন খেয়াল করবেন যেন পণ্যের সাথে বাস্তবের মিলটা থাকে, তা না হলে ব্যবস্যা প্রসার হবে না।

Rover Ratan

এই বিষয়ে কোন জ্ঞান নেই। তবে সবার কমেন্ট পড়ে অনেক কিছুই শিখতে পারবো। 

ধন্যবাদ কামরুল ভাই

Sumaiya Khanom Sumona

অন লাইন থেকে পন্য কিনতে অনেক সময় আমরা ভয় পায় কারন কথা কাজে মিল পায়না তাই,
তাই অন লাইন বিজনেস করতে হলে এই দিক গুলি লক্ষ রাখতে হবে

মুহাম্মদ আবরারুর রহমান

এর ভাল দিক যেমন আছে তেমনি খারাপ দিক ও আছে
যেমন এতে অনেকে যেমন লাভবান হচ্ছেন তেমনি প্রতারণা র শিকার হচ্ছেন

Afsana Aftab

অনেক সবধানে নিজেদের প্রোডাক্ট সেল করতে হবে কারন একটু ভূল মানে পুরো অনলাইনে তা ছড়িয়ে পরবে যা আমাদের ব্যবসার জন্য অনেক ক্ষতি ডেকে আনবে

Sheikh Al Amin

আলহামদুলিল্লাহ, নামাজের পর চলে এলাম আড্ডা দিতে।

Ziyaad Ahmad

সততা, স্বচ্ছতা, গ্রাহক সন্তুষ্টি, এবং উৎকর্ষ অনলাইন বিজনেসের জন্য অপরিহার্য।

Sowrob Hossain

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন
৩৯ মিনিট চেষ্টার পর আড্ডাপোষ্ট খুজে পেলাম

Saifullah Saifullah

বিশ্বস্ততা ও সততা আমাদের ব্যাবসার চালিকাশক্তি তাই এটার দিকে খেয়াল করতে হবে।

Esrath Pori

অনেকে আছে বড় একটা দোকান নিয়ে ব্যবসা করার সামথ্য নাই।
যেমন আমার নিজের ও তেমন সামথ্য নাই যে আমি একটা দোকান নিয়ে ব্যবসা করব!কিন্তু দেখেন অনলাইনে কিন্তু আপনি সহজেই নিজস্ব দোকান ছাড়া ঘরে বসে মানুষের পছন্দ অনুযায়ী পণ্যটি সেল করতে পারছেন।
এই যে আমাদের মতো মানুষদের যে কত বড় একটা
সুযোগ বলে বুঝানো যাবে না।

Ibrahim Khalil

আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী নারীরা সরাসরি ব্যবসা করতে পারেনা.কিন্তু অনলাইন ব্যবসাটা তাদের জন্য আশির্বাদ. কেননা এর জন্য তাকে সরাসরি দোকানে থাকতে হচ্ছেনা.নিজের সংসারের কাজকর্মের পাশাপাশি করা যায়

Röwshön Ârâ

ইন্টারনেট এর চাহিদা বাড়ছে মানুষ এর জীবনে অনেক প্রভাব পরছে । রাউটার, পাওয়ার ব্যাংক , ফোন , ল্যাপটপ, ইত্যাদি দেশের কোনায় পৌঁছে দিতে অনলাইনে ব্যবসার থেকে ভালো কিছু আর নেই । এতে যদি ঢাকার উপর একটু চাপ কমে ।

Afsana Aftab

আমরা বিজনেস চালু করার আগে সফল ব্যবসায়ীদের ব্যবসা করার ধরণগুলো দেখে নিলে ভালো হয় তারা কিভাবে শুরু করেছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ইত্যাদি

মু.আবদুস সালাম

খেলা দেখছি আর কমেন্টগুলো পড়ছি এতে দুটোই হচ্ছে।

Ruhul Amin

কাস্টমারদের কেয়ারিং করা শিখতে হবে,,,, ব্যবসা একদিনের জন্য না। তাই,,, কাস্টমারদের অভিযোগ গুলো গুরুত্ব সহকারে শুনতে হবে,,,,

Afsana Aftab

নিজেদের রেপোটেশন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে

Nurul Huq

বর্তমান সময়ে অনলাইন বিজনেসের বিশাল জনপ্রিয়তা রয়েছে। তবে এই বিজনেসের সব চেয়ে মূলধন সঠিক পন্য সরবরাহ করা।যাতে কোন ভাবে কাস্টমার প্রতারিত না হয়। এবং ডেলিভারিতে বিলম্ব করা যাবে না। এভাবে যদি কাস্টমারকে আকৃষ্ট করা যায় তাহলে অনলাইন বিজনেস করে সফল হওয়া সম্ভব।

Esrath Pori

আমার অনেক ইচ্ছা অনলাইন জুয়েলারি বিসনেস করব।
বাট কোথা থেকে বা কিভাবে পণ্য আনতে হয় সেটা বুঝি না।
প্লিজ কেউ জানলে বলবেন

Mahabub Alam Sajib

অনলাইনে বিসনেজ আইডিয়া
★ই -টেইলারিং
★বাইক/সাইকেল রেন্টাল
★ই-লোন
★এগ্রিকালচার টুল'স রেন্ট

Sumaiya Khanom Sumona

মেয়েরা তার পর্দা মেনটেন করতে পারে।বাজারে বসে থাকতে হয়না,

Tasmin Bhuiyan

১. ই-কর্মাস:

অনলাইন বিজনেস আইডিয়ার কথা বললে, প্রথমেই ই-কমার্সের কথা আসবে। আপনি চাইলে ই-কমার্স দিয়ে আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে:

-লাভজনক বাজার খুঁজে বিনিয়োগ করুন।

-প্রথম দিকে ব্যয়বহুল পণ্য নিয়ে শুরু করবেন না।

-পণ্যের বাজার চাহিদা যাচাই করুন।

-অনান্য ই-কমার্স সাইটগুলো থেকে আইডিয়া নিন।

Afsana Aftab

অতি লোভো তাতী নষ্ট করা যাবেনা সময় নিয়ে কাজ করতে হবে। রাতারাতি লাভের চিন্তা যারা করবে তারাই পিছিয়ে পড়বে

Mamunur Rashid Korany

অনলাইনে খুব সহজেই কানেক্ট করা যায়,,লেনদেন ও ব্যাংকিংএ হয়ে যায়।শুধু মাধ্যম হয়ে ঘরে বসেই সব কাজ করা যায়।
তবে অনেক সময় বিশ্বাসঘাতকতার রিস্ক থাকে যদি অপরিচিত কারো সাথে ব্যবসা করা যায়।এটা আমার ফ্রেন্ট ফেস করছে।বাস্তব

Jiman Samim

অনলাইন বিজয় হলে প্রথম কাজের আর কথা মিল থাকতে হবে । না হয় আপনার ব্যবসার সামনের দিকে এগিয়ে যাবে।টা তে আপনার ক্ষতি হবে অন্যজনের ও ক্ষতি হবে.যেমন করেন আপনি একটা জিনিসের ছবি মারে দিয়েছেন অনলাইন এখন ছবির সাথে Reality সাথে কোন মিল না থাকে।তাহলে অনলাইন শপিং টা লোকেরে ভালো দিক নিবে না

Md Al Amin Hossen

অনলাইন কি অফলাইন কি সততা থাকতেই হবে!!

Afsana Aftab

অনলাইনে ব্যবসা করার আগে দেখতে হবে একটু বেতিক্রম টাইপের বিজনেস করা যায় নাকি

Jiman Samim

অনলাইন বিজয় হতে হলে,
আগে নিজেকে ঠিকে রাখতে হবে, ব্যবসা তে কম লাভ হলে ব্যবসার ধরে রাখতে হবে

Tasmin Bhuiyan

২. হস্তশিল্প:

সেই প্রাচীনকাল থেকে আজকের এই আধুনিক সমাজে হস্তশিল্পের চাহিদা একটুও হ্রাস পায়নি। সৌখিনতা কিংবা নিত্য প্রয়োজনীয় অনেক অভাব পূরণের ক্ষেত্রে মানুষ এখনও হস্তশিল্পের উপর নির্ভরশীল। আপনি চাইলে অনলাইনে এই বিজনেস শুরু করতে পারেন।
যারা হস্তশিল্পের কারিগর তাদের নিকট থেকে যদি সরাসরি পণ্য ক্রয় করে বিক্রয় করতে পারেন, তবে লাভের পরিমাণ স্বভাবতই বেশী হবে।

Esrath Pori

আজকাল কিন্তু ভাল পণ্যের চাহিদা অনেক বেশি।
সো পণ্য যদি দুই নাম্বার হয় তাহলে আপনার ব্যবসা কিন্তু এক মিনিটে উড়ে যাবে।
At least কেউ আর জেনেশুনে খারাপ পণ্য আপনার থেকে নিতে চাইবে না।

Jiman Samim

অনলাইন বিজয় নিয়ে অনেক কাছে অনেক ভালো আইডিয়া আছে সবাই শেয়ার করেব আপনাদের আইডিয়া

Md. Rabiul Islam

ডাক্তারেরা যদি অনলাইনে সিরিয়াল নিতো আর টাইম বলেদিত তাহলে রোগীর অনেক ভোগান্তির লাঘব হতো। সেই দিন আসবে ইনশাআল্লাহ

Jiman Samim

কেউ আপু ডাকলে অনেক কষ্ট লাগে

Afsana Aftab

আমর মনে হয় আমরা সবার কমেন্টে জ্বি আপু জ্বি না বলে ঐ কমেন্টর উপর নিজের মতামত দিলে তাহলে আড্ডাটা আড্ডার মতো হবে 🙂 কারন আড্ডা মানেই কারো কোন কথা কারো ভালো লাগবে কারো অন্যভাবে ভালো লাগবে তাই আমার মনে এসব বিষয় সবাই আমরা একটু খেয়াল করলে আমাদের আড্ডাটা আরো প্রাণবন্ত হবে 🙂

Tasmin Bhuiyan

৩. বই বিক্রিয়:

যদিও বাজারে নতুন বই বিক্রয়ের অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সফল ব্যক্তিরা সাধারণ মানুষের মতো চিন্তা করে, তবে একটু ভিন্নভাবে। আপনি চাইলে পুরাতন বই বিক্রয় করতে পারেন। পুরাতন বইয়ের চাহিদা কতটা বেশি, আপনি ঢাকার নীলক্ষেতে ঘুরে আসলেই বুঝতে পারবেন।

পুরাতন বই ক্রয় বিক্রয় করেও আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। প্রথমদিকে আপনি ফেসবুকের পেইজ কিংবা গ্রুপ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেলে, আপনি একটি ওয়েব সাইট খুলে আপনার ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে পারেন।

Nela Akter Nela Akter

অনলাইনে বিজনেস করতে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। যেমন অনেকে লাভবান হচ্ছেন এবং অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন।তাই আমদের সকলের লক্ষ রাখতে হবে আমরা যেন প্রতারণা শিকার না হই।

Ziyaad Ahmad

ডিজিটাল মার্কেটিং ভালো জানতে হবে। মাস্ট।

Ziyaad Ahmad

যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।

Mehjabin Srabon

একজন অনলাইন ব্যবসায়িক এর পন্য সেল করার জন্য কি কি সাবধনতা অবলম্বন করা উচিত?

Röwshön Ârâ

Podcast এর সম্ভাবনা আছে । মানুষের কারো দিকে তাকানোরও সময় থাকছে না । তাই পডকাস্ট একটা ভালো বিষয় অনলাইনে

Ziyaad Ahmad

প্রাত্যহিক জীবনের সমস্যা গুলো চিহ্নিত করুন। ভাবুন কীভাবে জীবন আরও সহজ করা যায়। অনেক আইডিয়া বের হয়ে আসবে।

MD. Golam Mostafa

We can buy lot of products on online shop. But bangladesi people not use it properly.

MD. Golam Mostafa

I bought lot of books on online what i want. It's a great opportunity for me. As i can.

Khondokar Najnin Nahar

I don't have idea but see many categories business by online

MD. Golam Mostafa

Firstly you have to be honest if you wanna online business.

Esrath Pori

আমরা এখানে অনেকে আছি অনলাইন বিজনেস করতে চাই।
ত আমার প্রশ্ন হচ্ছে এই যে অনলাইন এ যারা বিজনেস করে তারা অনেক সময় বলে
যে ইন্ডিয়া,পাকিস্তান থেকে প্রোডাক্ট গুলো এনেছে।এখন তারা কি ওইখানে গিয়ে আনে??
নাকি যারা পাইকারী মুল্যে বিক্রি করে তারা এনে দেয়??

Fairuj Nawar Taha

As far as I know online marketing means supplier focas their product on online and buyer buy it by online order

MD. Golam Mostafa

Customers are want delivery in a short time.

Afsana Aftab

প্রথম দিকে লাভের চিন্তা না করে লস দিয়ে হলেও আগে সবার কাছে ব্যবসার গ্রহণ যোগ্যতা নিয়ে আসতে হবে🙂

Fairuj Nawar Taha

Its not much expensive business u can start by low investment then after few days u will survey

Abdullah Fahad Jakir

Oline+Offline service is আবাবিল কুরিয়ার সার্ভিস
কম খরচে ভালো সেবা দেয়ার প্রত্যয়ে শুরু করেছি আমরা।
দোয়া করবেন সবাই।

Tasmin Bhuiyan

৪. মৌসুমি পণ্য বিক্রয়:

আপনি চাইলে মৌসুমি পণ্য অনলাইনে বিক্রয় করতে পারেন।
যেমন ধরুন, আপনি গ্রীষ্মকালে আমের ব্যবসা করতে পারেন। সরাসরি রাজশাহী থেকে ফরমালিন মুক্ত আম এনে আপনি তা অনলাইনে বিক্রি করতে পারেন। এছাড়া বিভিন্ন মৌসুমে যে-সব ফল কিংবা পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, আপনি সে-সব পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন।

Fairuj Nawar Taha

For doing this business u should know the business policy, customer demand, product market price, advertisement way etc

Md Daloare Hossain

অনলাই ব্যবসা বলতে ইলেক্টনিক ব্যবসাকে বুঝায় মানে ই-কমার্স। একটা সময় ছিলো কাফেলার যোগ তখন মানুষ একদেশ থেকে পণ্য এনে ব্যবসা করতো তারপর আসলো কোম্পানী যুগ মানে সবকিছু প্যাকেট বা বোলত জাত করা কাস্টমারের সুবিধার্থে শুধু তাই নয় মার্কেটিং করে তাদের কে পণ্যর অফার এবং গুণগত মান সম্পর্কে জানা নো এখন আসলো ইন্টারনেটের যুগ মানুষ ঘরে বসে অর্ডার করবে এবং বাসায় দিয়ে আসতে হবে।

Fairuj Nawar Taha

For doing this business u should know the business policy, customer demand, product market price, advertisement way etc

Md Daloare Hossain

অনলাই ব্যবসা বলতে ইলেক্টনিক ব্যবসাকে বুঝায় মানে ই-কমার্স। একটা সময় ছিলো কাফেলার যোগ তখন মানুষ একদেশ থেকে পণ্য এনে ব্যবসা করতো তারপর আসলো কোম্পানী যুগ মানে সবকিছু প্যাকেট বা বোলত জাত করা কাস্টমারের সুবিধার্থে শুধু তাই নয় মার্কেটিং করে তাদের কে পণ্যর অফার এবং গুণগত মান সম্পর্কে জানা নো এখন আসলো ইন্টারনেটের যুগ মানুষ ঘরে বসে অর্ডার করবে এবং বাসায় দিয়ে আসতে হবে।

Khondokar Najnin Nahar

If anyone wants then she /he can in making all plans one by one, after all it's a matter of preparation and courage about loss and profit.

Tasmin Bhuiyan

৫. পাইকারি পণ্য বিক্রয়:

পাইকারি মূল্যে পণ্য বিক্রয় করতে পারলে অনলাইনে গ্রাহক চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাবে। যেমন ধরুন, আপনি গ্রাম থেকে চাল ক্রয় করে ঢাকায় অনলাইনে চাল বিক্রি করতে পারেন।
আর চাল সাধারণত মানুষ ১ কেজি বা ২ কেজি কিনে না বরং বস্তা বা মণ অনুযায়ী কিনে। তাই এই ধরনের বিজনেস আপনার জন্য উপযোগী হতে পারে।

MD. Golam Mostafa

Who are online business you have to be patient. Do properly work. Some of online customer executive behavior is not good.

Fairuj Nawar Taha

Product quality should be best otherwise have to lose market place and client

Fairuj Nawar Taha

easy and cheap delivery processes and return procedure should have in this business

Rimon Deb Nath

অনলাইন বিজনেস একটা ভালো বিজনেস ওয়ে যদি আমরা আত্মবিশ্বাসের সাথে করতে পারি। দিন দিন অনলাইন বিজনেস উন্নতি হচ্ছে। এটা আরো এগিয়ে যাবে। প্রথমত গুনগত মানসম্পন্ন পন্য নিয়ে ব্যবসা করতে হবে। ক্রেতারা যেন আত্মবিশ্বাসের সাথে ব্যবসা করে যেতে পারে সেই দিকে নজর দিতে হবে তাহলে ভালো কিছু সম্ভব।

Razia Akter

অনলাইন বিজনেসে প্রথমে দরকার বিশ্বাস স্থাপন করা।

Tasmin Bhuiyan

৬. ঔষুধ বা চিকিৎসা সামগ্রী:

অধিকাংশ সময় দেখা যায় মানুষ ফার্মেসীতে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষুধ পায় না, সেক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। আবার অনেক আবাসিক এলাকায় ফার্মেসি থাকে না, জরুরী প্রয়োজনে তখন ঔষুধ পাওয়া যায় না।
আর এসব ক্ষেত্রে অনলাইন সাইট, ফার্মেসির থেকে বেশী ভূমিকা রাখে। কারণ মানুষ জরুরী প্রয়োজনে অনলাইনে ঔষুধের অর্ডার করে, ঘরে বসে ঔষুধ পেতে পারে। আপনি চাইলে এই অনলাইন বিজনেস শুরু করতে পারেন।

Fairuj Nawar Taha

nowadays Every product like dress, fooding, mdcn, electrical item, cosmetics etc we get by online

Tasmin Bhuiyan

৭. পুরাতন জিনিস বেচা-কেনা:

পুরাতন জিনিসের চাহিদা সম্পর্কে ধারণা পেতে আপনি বিক্রয় ডট কমে ঘুরে আসতে পারেন। ওয়েবসাইট খুলে কিংবা প্রাথমিকভাবে আপনি ফেসবুকে পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করতে পারেন।

Md Daloare Hossain

আফলাইনে যত প্রকার ব্যবসা রয়েছে তার প্রয় সব কটি অনলাইনেও করা যায়।

Razia Sultana

এখন সব ব্যবসায় ই অন লাইনে করা যায়

Tasmin Bhuiyan

৮. ঘরে বানানো খাবার:

আপনি ঘরে আচার, পিঠা কিংবা অন্যান্য সুস্বাদু খাবার তৈরি করে অনলাইনে, ফেসবুকে কিংবা ওয়েবসাইটে প্রচার-প্রচারণা করতে পারেন।

Khondokar Najnin Nahar

I have to go guys,i will read all of you, thank you every one.

Shefali Khan

অনলাইন বিজনেস কি ভাবে সুরু করা যায় বিস্তারিত বলবেন প্লিজ

Md Daloare Hossain

অনলাইনে ব্যবসার সুবিধা হলো অল্প পুজি দিয়ে অধিক মানুষের কাছে রিচ করা যায়। মনে করেন আপনি শেরপুর শহরের নিউমার্কেটে একটা শোরুম দিবেন তো ১ কোটি টাকা বাজেট। এ শোরুম শেরপুরের মানুষ বাদে কেহ কুমিল্লা থেকে পণ্য ক্রয করতে আসবে না। আবার ব্যবসা বন্ধ করতে চােইলে অনেক লস দিয়ে তারপর বন্ধ করতে হবে। ঠিক ঐ একই ব্যবসা যদি আপনি অনলাইনে করেন তাহলে তার ১০ ভাগের ১ ভাগ টাকা দিয়ে তারচেয়ে কয়েকগুণ মানুষ কে সেবা দিতে পারবেন এবং চাইলেই ব্যবসা বন্ধও করতেও পারবেন।

Tasmin Bhuiyan

৯. লন্ড্রি

শহুরে জীবনে ব্যস্ততা ছাড়া অবসর সময় কল্পনা করা যায় না। আর কর্পোরেট লেবেলে তো ছুটি কালেভদ্রে পাওয়া যায়। মানুষ কাপড় ধোয়া কিংবা ইস্ত্রি করার সময়ও পায় না। আবার অনেক সময়, অলসতার কারণে দোকানেও দিয়ে আসে না।
তাই আপনি চাইলে এই সুবর্ণ সুযোগ ব্যবহার করতে পারেন। প্রাথমিকভাবে মহল্লা বা এলাকা ভিত্তিক এই সার্ভিস চালু করতে পারেন এবং আপনি অনলাইনের অর্ডারগুলো মহল্লায় থাকা লন্ড্রি দোকানের সাথে চুক্তি করে কাজ করতে পারেন।

Farjana Akter Rubel

অনলাইন বাবসার প্রধান সুবিধা হচ্ছে অতি অলপ সময়ের মধ্যে আমরা আম্রা আমাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যায় যার কারনে আমাদের সময় বেচে যায় অনেক ।

Syeda Mimuna Hafcha

অনলাইন ব্যবসায় করতে ধৈর্যটা অনেক প্রয়োজন। বিক্রি না হলেও হাল ছাড়া যাবে না। আমার ব্যবসায় তেমন সেল নাই তার পর ও লেগে আছি😊
এখন জানতে চাই সেল বাড়াতে কি করা যায়?

Tasmin Bhuiyan

১০. অনলাইন ক্লাস:

অনলাইন ক্লাস শুরু করার আগে আপনাকে মানুষের কাছে পরিচিত হতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউবকে প্রাধান্য দিতে পারেন। আপনি ইউটিউবে যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে ভিডিও দিতে পারেন। পরবর্তীতে যখন আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আপনি তাদের নিয়ে পেইড সিক্রেট ক্লাসের আয়োজন করতে পারেন। সেটা হতে পারে স্কাইপি অথবা অন্য কোন মাধ্যমে।

Tuto Raj

বর্তমানে শহরে বা যে কোনো জায়গায় কোনো শো রুম দিতে যান, সেখানে সিকুরিটি দেওয়া লাগে, আর ভালো কোনো জায়গায় দিলে তো সিকুরিটি বাবদ হাজার হাজার টাকা গুনতে হয়। তবে সে টাকা দিয়ে আপনি চাইলে একটা সাইট খোলে ব্যবসা করতে পারেন আর সেখানে আপনার কোনো সিকুরিটির টাকা গুনতে হয় না।

Mehjabin Srabon

অনলাইন বিসনেজ শুরু করার আগে প্রথমতো কোন কোন দিক বিবেচনায় রাখতে হবে?

Tasmin Bhuiyan

১১. ইউটিউব:

ইউটিউব সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। চাইলে আপনি ইউটিউবে অনলাইন বিজনেস করতে পারেন।আপনি কি ধরনের বিষয়ের উপরে ভিডিও করবেন, সেটা আগে মনস্থির করুন। আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ের উপরই ভিডিও করতে পারেন বা অন্য ইউটিউবারদের ভিডিও থেকে ধারণা নিতে পারেন।

Sadia Akter

অফলাইনে সব ধরনের বিজনেস অনলাইন বিজনেস হিসেবে রূপান্তর করা সম্ভব।

Tasmin Bhuiyan

১২. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট:

আপনি যদি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হয়ে থাকেন, তবে আপনি ওয়েবসাইট ডিজাইনের উপর অনলাইনে বিজনেস করতে পারেন। কারণ তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত মানুষ তার নিজের অথবা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে। আবার কেউ তাদের ওয়েবসাইটকে পুনরায় নতুন করে আপডেট করে, তার জন্য প্রয়োজন হয় ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারের।
আপনি চাইলে অনলাইনেই এই সেবা দিতে পারেন। এছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করে বিক্রিও করতে পারেন বেশ কিছু ওয়েব সাইটে।

Alvin Jak

অনলাইন বিজনেস শুরু করার পূর্বে এ বিষয়ে বিস্তারিত জেনে তারপর শুরু করা উচিত

Tasmin Bhuiyan

১৩. ভিডিও এডিটর:

ভিডিও এডিটিং এর অনলাইন বিজনেস করতে পারেন। বর্তমানের অধিকাংশ কোম্পানি তাদের বিজ্ঞাপন থেকে শুরু করে ইউটিউবের ভিডিও তৈরিতে ভিডিও এডিটরের প্রয়োজন পড়ে। এসব প্রয়োজন পূরণ করতে পারে আপনার ভিডিও এডিটিং এর অনলাইন বিজনেস।

Tasmin Bhuiyan

১৪. সফটওয়্যার ডেভেলপমেন্ট:

সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক চাহিদা সম্পন্ন বিজনেস। আপনি বিভিন্ন সফটওয়্যার তৈরি করে অর্থ ইনকাম করতে পারেন। অনেক সময় একটি সফটওয়্যার বিক্রি করেও কোটি টাকা ইনকাম করতে পারেন।

MD Saim Hossain Sohel

এখন সময়টাই অনলাইন এর

Kawsar Uj Jaman

আমি চায়না থেকে গেজেট আইটেম এনে দেশে নিজে শপ দিয়ে এবং পাইকারি বিক্রি করতে চাচ্ছি। প্রথমে আমি চাচ্ছি অনলাইনে সেল করে দেখতে এগুলোর ডিমান্ড কেমন। 
আমার আইডিয়াটা কেমন?

Tasmin Bhuiyan

১৫. স্যোশাল মিডিয়া মার্কেটিং:

বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আলাদা বিভাগ রাখে। আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করিয়ে নেয়। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর অনলাইনে বিজনেস করেন, তাহলে এটাও যথেষ্ট চাহিদা সম্পন্ন বিজনেস হবে।

Mojjammel Huqe

We can't start anything because of our shame. Recent time is online based time.Everything is selling and buying through online.

Tasmin Bhuiyan

১৬. মেয়েদের ড্রেস, জুতো এবং এক্সেসরিজ:

অনলাইনে ছেলেদের তুলনায় মেয়েরা কেনাকাটা করতে বেশি আগ্রহী থাকে। ফলে অনলাইনে যে সমস্ত পন্য বেশি বিক্রি হয় তার মধ্যে শীর্ষে রয়েছে নারীদের পোশাক, জুতো ও অন্য প্রয়োজনীয় জিনিস। যেহেতু চাহিদা বেশি, তাই নারীদের পোশাক ও ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনলাইন বিজনেস করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাধারণত মেয়েদের পোশাকের অনলাইন শপগুলো মালিক মেয়েরাই। এদের অনেকে নিজের ব্র্যান্ড তৈরি করে জিনিসপত্র বিক্রি করে থাকেন, আবার অনেকে অন্য ব্র্যান্ডের পন্য স্বল্প মুল্যে সরবরাহ করে থাকেন।

Mohammed Abdullah Al Mamun

অনলাইন ব্যবসা প্রথমে ফেসবুক পেজের মাধ্যমে শুরু করা যায়।পরে বড় পরিসরে করার জন্য ওয়েব সাইট তৈরি করে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

Razia Sultana

অন লাইনে ব্যবসায় করা অনেক শহজ

Tasmin Bhuiyan

১৭. ছেলেদের ড্রেস, জুতো এবং এক্সেসরিজ:

মেয়েদের তুলনায় ছেলেদের পন্যের চাহিদা একটু কম। ছেলেরা পোশাক পরিচ্ছেদের তুলনায় অনলাইনে ঘড়ি, বেল্ট, ক্যাপ ও অন্যান্য এক্সেসরিজ কেনা কাটা বেশি করে। এই জন্য প্রোডাক্ট সোরসিং অনেক গুরুত্ব বহন করে। আপনি যদি স্বল্প মুল্যে ভালো মানের পন্য বিক্রয় করেন, তাহলে এই লাইনে সফল হওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তাই আপনাকে কোন ভালো রিসেলার বা হোলসেলারের সাথে কন্টাক্ট করতে হবে।

Tasmin Bhuiyan

১৮.গিফট আইটেম ও শো-পিস বিক্রয়:

ঘর সাজাতে সুন্দর সুন্দর শোপিস অনেকে পছন্দ করে । তাই আপনার যদি সুন্দর প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছে হয়, তবে আপনি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে মানুষের কাছে শোপিস বিক্রি করতে পারেন।

নাবিহা নিতা

অনলাইন বিজনেস:
1//পুঁজি কেমন তা হিসেব করে ব্যবসা করা শুরু করতে হবে । পুঁজি যেমন এ হোক না কেন সততা ও সময় অনুযায়ী কাজ করতে হবে ।
2// চাহিদা অনুযায়ী দ্রব্যের ব্যবসা করতে হবে ।অর্থাত্ যে বর্তমানে অধিক চাহিদা সম্পন্ন তার ব্যবসা করলে ভালো হয় ।তবে শর্ত হল মান সম্মত produces ক্রয় বিক্রয় করলে সাফল্যে আসবে ।ধীর গতিতে হলেও ।
3//ধৈর্য ধরে ব্যবসা করতে হবে।নতুবা লস হওয়ার সম্ভাবনা থাকে ।
4// নিয়মিত সময় দিতে হবে এর পিছনে নয় ব্যবসা আর থাকবে না ।হারিয়ে যাবে ।
5// বিভিন্ন ভাবে add বিভিন্ন group দিতে পারেন পরিচিত হওয়া জন্য ।
6//শিক্ষা মূলক কোন চ্যানেলে খুলতে চাইলে তা ও ইউভিটব পারা যায় ।
মূল কথা হলো ধৈর্য,সঠিক সিদ্ধান্ত,সততা আর পরিশ্রমকরতে হবে যে কোন অবস্থা থেকে উন্নতি চাইলে ।হোক পড়া লেখা বা ব্যবসা ।

Tasmin Bhuiyan

১৯.কন্টেন্ট বিক্রয়:

বর্তমান যুগে তথ্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার। যার কাছে যত বেশি তথ্য আছে, সে তত বেশি বিজনেস এক্সপান্ড করতে পারবে। ফলে অনেকেই এখন তথ্য কেনা বেচার বিজনেস শুরু করেছে। ইমেল ডাটাবেইস, কোম্পানি ডাটাবেইস, মোবাইল নম্বর ডাটাবেইস ইত্যাদি সংগ্রহ ও বিক্রয় করার মাধ্যমে অনলাইনে বিজনেস করতে পারেন। আপনার সংগ্রহ করার তথ্য অন্য কোন কোম্পানী মার্কেটিং করার লক্ষ্যে আপনার কাছ থেকে কিনতে চাইবে।

Mohammed Abdullah Al Mamun

সেল বাড়াতে চাইলে ফেসবুক পেজ হলে বুস্ট দিতে পারেন।পণ্যের গুণাগুণ ভালো রাখতে হবে।পণ্যের উপকারিতা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।পণ্যের ছবির চেয়ে ভিড়িও বেশি মানুষকে আকর্ষণ করে।তবে খেয়াল রাখতে হবে ভিড়িও ১/২ মিনিটের বেশি না হয়।

Tasmin Bhuiyan

২০. খেলাধূলার সরঞ্জাম:

বাংলাদেশে খেলাধুলার সরঞ্জাম এর চাহিদা ব্যপক। এদেশের অধিকাংশ মানুষ ক্রীড়াপ্রেমি। তাই আপনি চাইলে খুব সহজে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরির মাধ্যমে সারাদেশে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করতে পারবেন। খেলাধূলার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনলাইন সাইট হলে যারা এই বিষয়ক প্রোডাক্ট কিনতে চায়, কিংবা অনেকে অনেক বিদেশী খেলাধূলার প্রোডাক্ট যা সহজে দেশে পাওয়া যায়না, তাদের জন্যে চমৎকার অনলাইন কেনাকাটার সাইট হতে পারে।

Nazmul Haque

কমেন্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম

দিপালি রাবেয়া

আজকাল বইয়ের রিভিউ দিয়েও অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করা যায়।।

Mehjabin Srabon

অনলাইন ব্যবসায় প্রচার করার জন্য কোন মাধ্যম ব্যবহার করতে হবে?

Ahmad Mahi

বিজনেস করার জন্য বর্তমানে অনলাইন মাধ্যমটাই বেছে নিচ্ছে সবাই, কারন অনলাইন বিজনেস কে নিজ দেশ সহ বিদেশেও প্রতিষ্ঠা করা যায় তাও আবার ঘরে বসেই।
যা যা লাগবে....
*ভাল প্রডাক্ট বা সার্ভিস নির্বাচন করতে হবে।
১:ওয়েব সাইট ডিজাইন +ডেভেলপমেন্ট। 
২:ডোমেইন ক্রয় করতে হবে।
৩:বিজনেস এর জন্য সুন্দর একটা নাম যা সহজেই সবাই মনে রাখতে পারে।
৪:হোস্টিং স্পেস ক্রয় করতে হবে সাইট রাখার জন্য।
৫:যে বিষয় নিয়ে বিজনেস করবেন সে নিয়ে ভাল মানের কন্টেন্ট /প্রডাক্ট রিভিউ লাগবে।
৬:সাইটের মার্কেটিং করতে হবে।
৭:এসইও জানতে হবে+করতে হবে।
মোটামুটি এ গুলো অনলাইন বিজনেস এর জন্য কান্ড স্বরুপ। 
★অনলাইন বিজনেস এর কথা যদি কেউ বলে তাহলে আমার আইডিয়া হল অ্যাফিলিয়েট বিজনেস করা কারন ৬ মাস লাগাতার সময় দিলে একটা বিরতিহীন ইনকামের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।
★লোকাল এসইও সার্ভিস নিয়েও কাজ করতে পারেন বিশ্ব ব্যাপী।
★ড্রপশিপিং বিজনেস ও করা যায় যদি মার্কেট আর পণ্যের চাহিদা সম্পর্কে ভাল ধারনা থাকে।
এ গুলো হল উচ্চ মানের অনলাইন বিজনেস।
পাশাপাশি আজকাল আমাদের দেশে ই কমার্স বিজনেস নিয়ে অনেকেই কাজ করছে আর সফলতার মুখও দেখছেন।
ভাল প্রডাক্ট সহ ভাল কন্টেন্ট এর বিকল্প নেই এ সেক্টরে। 
ধন্যবাদ সবাইকে।

দিপালি রাবেয়া

দিন দিন ব্যবসার প্রসার বাড়ছে সেই জন্য বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন জরুলি।। সাধারন ভাবে একজন মানুষকে জীবনে সফলতা অর্জন করতে হলে তিনটি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকা উচিত। সেই জন্য ইংরেজির পাশাপাশি মান্দারিন, ফ্রেন্স, জার্মানি ভাষা শিক্ষা জরুরি।। ভাষা জানলে সেই দেশের কৃষ্টি কালচাল নিয়ে সুদূরপ্রসারি চিন্তা ভাবনা ব্যবসা, অনলাইনে অর্থ ইনকাম করা যায়।।

Tarek Hossain

আড্ডা পোস্ট না থাকলে আমাদের বেসিক কখনো মজবুত হবে না। নিজের ক্যারিয়ার আর ছাএজীবনে ভাল করতে এর কোন বিকল্প নেই।

Kamrul Islam

ধীরে ধীরে বাংলাদেশ সবধরনের খাতে ই কমার্স দখল করে নিবে।

source
ecommerce

1 comment: