মোবাইল এপস ডেভেলপমেন্ট - Adda Post - Razib Ahmed

Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৬ জুন ২০১৯
বিষয়ঃ মোবাইল এপস বানানো বা এর ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করুন
ডিএসবির আজকের আড্ডায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা
  with Razib Ahmed and 2 others.


মোঃ হিমেল
অবশ্যই java জানতে হবে
মোঃ হিমেল
Thunkable.com থেকে ছোটখাটো এপস সহজেই বানাতে পারবেন
Mojidul Islam
আসলে মোবাইল এপ্স এ তৈরি করতে হলে অনেক বিষয় জানতে
Kamruzzaman Masud
Java programming important OOP Language for Android Apps
Mojidul Islam
লেআউট ডিজাইন সহ লেআউট এর অভ্যন্তরিন কাজে বেশি কঠিন ও প্ররিশ্রম মুলক কাজ আমি নিজেও মোবাইল এপ্স তৈরি করতে পারি তাই জানি কতটা কষ্ট সাধ্য কাজ এটি
Monisongkor Kundu
I think at first need to know HTML, CSS, JavaScript. I don't know more.
Rimon Deb Nath
এফস ডেবলপাররা বিভিন্ন ধরনের এফস তৈরি করে থাকে যেমন এফস ২ প্রকার একটা কম্পিউটার এফস আরেকটা এনড্রয়েড এফস
Mojidul Islam
আপনারা যারা কোডিং ছাড়া এপ্স বানাতে চান তারা Thunkable থেকে বানাতে পারেন তবে সেখানেও আপনাকে ডিজাইনস সহ ল আউট সাজাতে হবেআর টাকা পে করতে হবে তা নাহলে তারা আপনাকে এপ্স নিতে দিবে না
Mojidul Islam
আমি আজ থেকে ২ বছর আগে থেকে ছোট খাটো এপ্স তৈরি করতে পারি
Mojidul Islam
কিছু এপ্স তৈরি করার সাইট আছে তারা আপনাকে কোডিং করে দিবে আপনি শুধু মাত্র ডিজাইন কিরকম নিবে লেআউটসাইট বার এসব দেখতে হবে
Ñâ Shrèè Ñîtû
যেহেতু কোডিং এর কথা বলা হচ্ছে তাহলে অব্যশই html,css জানতে হবেই
Mojidul Islam
আর লেআউট এর সময় আপনাকে এপ্স কিভাবে কাজ করবে সে সব বিষয়ে ঠিক ঠাক ভাবে অপশন মেইনটেন করতে ক্লজ ওপেন এসব প্রোগ্রাম চালু প্রোগ্রাম বন্ধ এসব এর কাজ আপনাকে করতেই হবে
NM Kawcher
apps 2 doroner basically..1.android apps 2.desktop apps..ar android apps abar 2 doroner dynamic apps and static apps
Sanjida Akter
কোডিং এর ধারণা নেই,,ডিজাইন এর ধারণা আছে
Razib Ahmed
সমস্যা হল সবাই অনেক চালাক এপস এর উপর অনেক ওয়ার্কশপ হয় ঢাকাতে এবং কিছু হয় বিনা মূল্যে বা নাম মাত্র মূল্যে কিন্তু ২০ জন লোক পাবো কিনা সন্দেহ
Mojidul Islam
এপ্স তৈরির সাইট গুলো থেকে আপনার তৈরিকৃত এপ্স বানানো শেষ হলে যখন আপনি আপনার এপ্স টি ডাউনলোড করতে চাবেন তখন তারা কিছু টাকা চায় যদিও বা আগে চাইতো আসি আজ থেকে দু বছর আগে তৈরি করেছিলাম তখন পে করতে হতো না কিন্তু তারা বর্তমানে এরকম পে অপশন দিয়েছে যদি আপনি পে করেন তবেই আপনার তৈরিপ এপ্স নামাতে পারবেন
P S PriTom
অ্যাপ ডেভেলপমেন্ট কী?
মোবাইলের জন্য তৈরিকৃত সফটওয়্যারকে আমরা সাধারণত অ্যাপ বলে থাকি আর তৈরির পদ্ধতি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট জনপ্রিয় তিনটে মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ মোবাইল
Rimon Deb Nath
এফস ডেভলপার বলতে এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যিনি বা যাঁরা কোনও না কোনওভাবে সফটওয়্যার নির্মাণ প্রক্রিয়ার (Software development সফটওয়্যার ডেভলপমেন্ট প্রসেস) সাথে যুক্ত একজন সফটওয়্যার প্রস্তুতকারক শুধুমাত্র সফটওয়্যার নকশাকরণ (Software design সফটওয়্যার ডিজাইন) এবং কোডলিখন-ই (Coding কোডিং) নয়, বরং কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপনা (Software project management সফটওয়্যার প্রোজেক্ট ম্যানেজমেন্ট), ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারেন এমনকি সফটওয়্যার পণ্য ব্যবস্থাপনা (Software product management সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট) সংক্রান্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকাও সফটওয়্যার নির্মাতার কাজ তিনি পৃথকভাবে নির্দিষ্ট কোন প্রোগ্রামিং উপাদানের (Component কম্পোনেন্ট) সাথে যুক্ত থাকার পাশাপাশি সামগ্রিকভাবে সফটওয়্যার অথবা অ্যাপলিকেশনটির ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকতে পারেন আসলে সফটওয়্যার তৈরি করাটা খুবই কঠিন কাজ আমার যানা মতে কেননা একটা সফটওয়্যার তৈরি করতে অনেক অনেক কঠোর পরিশ্রম করতে হয় এবং অনেক মেধা খাটাতে হয়
এম.এ. মেহেরাজ
আমি যা জানি,
মোবাইল এপস চারটি অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী করা হয় যেমন,
এন্ড্রয়েড,
আইওএস
ব্ল্যাকবেরি
উইন্ডোজ
ইত্যাদি
এর মধ্যে এন্ড্রয়েড এবং আইওএসের এপস বেশি ব্যবহার হয়
Mojidul Islam
মুল আপনি বা আপনারা যখন এপ্স তৈরি করবেন তখন একটা প্রোপো রেজাল্ট করবেনআপনি আপনার েপ্স এ কি কি বিষয় রাখতে চাচ্ছেন সে সব বিষয়ে আপনি আপনার হ্যান্ড নোট এ সমস্ত বিষয়ে লিখে রাখলেন তারপর আপনি বিভিন্ন এপ্স দেখতে পারেন তারা কিভাবে এপ্স এর রেআউট করেছে সাইবার বার করেছে হোম স্কিন করেন এসব দেখার পর আপনি আপনার প্রোরেজাল্ট এর সংযোজন ও বিয়োজন করতে পারেনতারপর আপনি আপনার এপ্স বানানোর কাজে নেমে পরেন
P S PriTom
অ্যাপ ডেভলপিংয়ে আসতে হলে কী কী বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে?
অ্যাপ ডেভলপিং যেহেতু সম্পূর্ণ টেকনিক্যাল কাজ তাই সবার প্রথমে কম্পিউটারের বেসিক জ্ঞানের পাশপাশি প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এরপর ঠিক করতে হবে কোন প্লাটফর্মের জন্য অ্যাপ ডেভেলপ করতে চান কারণ প্রত্যেক প্লাটফর্মে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের দরকার হয়
Shahed Khan Abir
মোবাইল এপস ডেভেলপমেন্ট এর কাজ শিখতে কত সময় লাগতে পারে?
এম.এ. মেহেরাজ
এপ্স তৈরী করার জন্য
সিএসএস c++ এবং HTML অত্যন্ত গুরুত্বপূর্ণ
Razib Ahmed
সবাই অনেক চালাক আড্ডা পোস্ট না থাকলে ডিজিটাল স্কিলস গ্রুপ টিকবে না বলে অনেকেই মনে করে অথচ এসব টপিক নিয়ে জানা থাকলে চাকুরির ইন্টারভিউতে অনেক সুবিধা হয় চাকুরির পরীক্ষাতে এসব নিয়ে প্রশ্ন আসা শুরু হয়েছে ক্রমেই তা বাড়বে
Mojidul Islam
আপনারা আপনার এপ্স কে ডায়নামিক, হাইব্রেরিট,লিনিয়ার এভাবে বানাতে পারেন
মোঃ হিমেল
কোডিং দক্ষতা ছাড়াই অ্যাপ্স তৈরি করার জন্য নিচে কতগুলো ওয়েব সাইটের নাম দেওয়া হল

AppsGeyser
Appypie
Buzztouch
Appyet
Appclay
Mojidul Islam
যেমন ডায়নামিক এপ্স আপনি আপনার এপ্স সাইটবার রাখলেন এপ্স হোম পেজে কিছু সেকশন রাখলেন প্রতিটি সেকশনে কিছু বিষয়ে রাখলেন যদি আপনি ইন্টারটেইনমেন্ট এপ্স বানাতে চান তবে আপনার এপ্স হবে হাইব্রেরিট ও ডায়নামিক এপ্স
Kamruz Zaman
মোবাইল এপস বানানো তে দক্ষ রাই সামনে আই টি তে অনেক অনেক ভাল কিছু করবে এতে কোন সন্দেহ নেই
এম.এ. মেহেরাজ
অন্যান্য পোগ্রাম গুলো থেকে সি পোগ্রাম অনেক সহজ আপনি এটা দিয়ে প্রাথমিক ভাবে শুরু করতে পারেন
আমি আজ কিভাবে যোগ বিয়োগ গুন ভাগ করা যায় তা সি পোগ্রামিংয়ে শিখলাম

একদম একটা ক্যালকুলেটর তৈরী বলা যায়
Rimon Deb Nath
এফস ডেভলপ কাজটি যেহেতু ট্যাকনিক্যাল কাজ তাই কোন প্রতিষ্ঠান থেকে ০৬ মাস কোর্স করেই ভালো কিছু করা সম্ভব নয় যারা এফস ডেভলপার হতে চান তাদের প্রয়োজন ৪ বছর মেয়াদী ডিপ্লোমা করা এবং ডিএসবি গ্রুফে সময় দেওয়া তাহলেই ভালো কিছু করা সম্ভব
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সিংহভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে এবং তরুণ-তরুণীদের সিংহভাগ স্মার্টফোন বা ট্যাবলেট পিসি ব্যবহার করে থাকে তাই মোবাইল অ্যাপ্লিকেশনের অনেক বড় বাজার আছে তাই এই খাতে খুবই ভাল ক্যারিয়ার হতে পারে

মূল চ্যালেঞ্জ এক্টাই
শর্টকাটের ভাত নাই
P S PriTom
অ্যাপ তৈরি করতে গেলে আমাদের লজিক্যাল অনেক কাজ করতে হয়, এ জন্য জাভা প্রোগ্রামিং এর গণিত পার্ট, কন্ডিশনাল, ফাংশন, OOP, কন্ট্রোল স্ট্যাটমেন্ট সহ মূল কনসেফট গুলোর দরকার হয় আবার আমাদের ডেটা নিয়েও কাজ করতে হয় অ্যাপ তৈরির ক্ষেত্রে তখন ডেটা স্ট্র্যাকচার রিলেটেড কনসেফট গুলোর দরকার হয় এগুলো যদি না জেনে আমরা অ্যাপ তৈরি করা শুরু করি, তখন হয়তো Hello World! টাইপ অ্যাপ তৈরি করতে পারব কিন্তু এর থেকে কমপ্লেক্স কোন অ্যাপ বা কোড দেখলে মাথা ঘুরানো শুরু হবে
NM Kawcher
dynamic apps er jonno coding jante hobe tobe static er jonno na janle o colbe
Jannat Sheikh
অনেক পার্থক্য আছে ওয়েবসাইট হল ইন্টারনেটের স্বতন্ত্র একটি পেজ আর সফটওয়্যার হল ধরেন ফেসবুক একটি সফটওয়্যার
Röwshön Ârâ
যারা অ্যাপ তৈরি করে তাদেরকে কি বলে ?
মোঃ হিমেল
App developer
মোঃ হিমেল
Programming Hero এই এপ টির মাধ্যমে এন্ড্রয়েড এপ বানানো শিখতে পারবেন
Kazi Salahuddin
মোবাইল অ্যাপস এ সময়ের জনপ্রিয় একটি জব, যদিও নেন সাইন্স Background দের জন্য একটু ট্রাপ তবে অসম্ভব নয়, এই ক্ষেত্রে এন্ড্রয়েড স্টুডিও এবং জাভা স্কিপট এর উপর অর্থাৎ প্রোগ্রাম ল্যাগুয়েজ ভাল জানতে হয়, একাজ শেখার জন্য ইউটিউবে Android Studio নামে প্রচুর দেশি-বিদেশি ভিডিও রয়েছে, বর্তমানে ঢাকায় প্রচুর ফ্রি ও নামমাত্র মূল্যে কোর্সও রয়েছে, অামি SEIP প্রজেক্টের অান্ডারে কোর্স করে অ্যাপস ডিভোলোপার হওয়ার প্রশিক্ষণ নিয়েছি এবং বর্তমানে বানিজ্যিক পর্যায়ে যাওয়ার চেস্টা করছি, খুব অাগ্রহ ও লেগে থাকার মানসিকতা থাকলে যে কেউ ইনবক্সে যোগাযোগ করতে পারেন, At least তথ্য দিয়ে সাহায্য করব
P S PriTom
স্মার্টফোনের ব্যবহার আমাদের দেশে অনেক বেড়েছে, বিশেষ করে তরুণদের কাছে স্মার্টফোনে সবাই কমবেশি অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করছেন ভালো খবর হচ্ছে, এই অ্যাপ নির্মাতার সংখ্যাও আমাদের দেশে দিন দিন বাড়ছে অনেকেই অ্যাপ নির্মাণকে পেশা হিসেবে নিচ্ছেন এবং সেটা অবশ্যই একটা সময়োপযোগী সিদ্ধান্ত প্রযুক্তির দুনিয়াতেও আছে অ্যাপের বিশাল বাজার
Mojidul Islam
আপনি যদি কোন সিমপেল এপ্স বানাতে চান তাকে বলা লিনিয়ার, এই এপ্স গুলো গুলো খুবই সিমপেল শুধু হোম পেজে কিছু কিছু পেজের লিংক কল করা থাকে সাইবারে একটু এবাউট বিষয়ে লেখা থাকে
S M Mehdi Hassan
যুক্তরাজ্য-ভিত্তিক একটি প্রতিষ্ঠান Comparitecha এই বছরের শুরুতে এই রিপোর্টটা প্রকাশ করে আমাদের দেশের মোবাইল ডিভাইস অনেক ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়
মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এই খাতে প্রচুর জনবল দরকার তাই মোবাইল ডিভাইস সিকিউরিটি, অ্যাপ্লিকেশনের সিকিউরিটি এগুলোও খুব ভাল ক্যারিয়ার অপশন তরুণ-তরুণীদের জন্যে http://bonikbarta.net/bangla/news/2019-02-11/187117/ডিজিটাল-প্লাটফর্মের-নিরাপত্তা-ভঙ্গুরতা-বাড়ছে/
NM Kawcher
adroid apps make korar jonno apnk jekono akta programming language (oop) sohokare valo kore sikha lagbe hote pare ta...java c++.cotlin..tobe apnk obossi dynamic apps er jonno oop concept valo kore bujte hobe..
Mojidul Islam
লিনিয়ার এপ্স গুলো আপনারা অনেকেই দেখে থাকতে পারেন যেমন আমরা অনেক রকম দেখে থাকি গুগল প্লেস্টরে যে কিভাবে আর্নিক করা যায় খুব সহজেই ইনকাম করুনইন্টারনেট অফার এ জাতীয় এপ্স গুলো হলো লিনিয়ার এপ্স বা সিমপেল এপ্স
NM Kawcher
android devlopemnt sikhte hole apnk pocur dorjo thakte hobe..and lega thakar manosikota thakte hobe..android devlopment er demand web graphics theka onk besi..and day by day ata increase hocce
P S PriTom
ভাই ভাল একটা প্রশ্ন করেছেন আমাদের যা যা লাগবে Apps তৈরি করার জন্য :-
একটা G-MAIL ACCOUNT.
একটা কম্পিউটার নেট কানেকশনযুক্ত স্পীড মোটামুটি হলেই চলবে (আমার মতে খুব বেশি এম্বি খরচ হবে না )
একটা অ্যান্ড্রয়েড ফোন (OPTIONAL)
আর লাগবে ধৈর্য (বেশি না মোটামুটি হলেই চলবে)
Mojidul Islam
আপনার যদি কোন ব্লগ সাইট থেকে থাকে তবে আপনি আপনার এই ব্লগ সাইটের জন্য লিনিয়ার বা সিমপেল এপ্স বানাতে পারেন যেমন একটা ব্লগ সাইটে প টা ক্যাটাগরি থাকে তেমনি আপনি এই লিনিয়ার এপ্স হোম পেজেও এই ৪টা ক্যাটাগরি রাখতে পারেন যাতে করে যেকেউ আপনার এই কনভার্ট কৃত ব্লগ সাইট এপ্স প্রবেশ করে সহজেই পোস্ট করতে পারে
NM Kawcher
apps devlopment er jonno sob ceye pawar full language hocce..java..tobe day by day kotlin famous hocce..tobe kotlin er resource javar ceye kicu ta kom
Kaniz Ilma
এ্যাপস ব্যাবহার করেছি এবং করছি কিন্তু কিভাবে বানাতে হয় সেটা জানি নাহ
Mojidul Islam
আবার আপনি আপনার ব্লগ সাইটের জন্য এই লিনিয়ার এপ্স এ কনভার্ট করে হোম পেজে কিছু ছবি রাখলেন ও কিছু কথা, বা রিসেন্ট পোস্ট গুলোকে রাখলেন এবং সাইটবার এ আপনি আপনার সাইটের ক্যাটাগরি রাখলেন এর ফলে এপ্স টি ডায়নামিক না হয়েও এমন রূপ ধারন করবে
MD Saim Hossain Sohel
কিভাবে এপস‌ ডেভলোপাররা কাজ করে? এবং কি কাজ করে জানাবেন?
Kazi Salahuddin
MD Saim Hossain Sohel ভাই এন্ড্রয়েড স্টুডিও নামক সফটওয়্যার এর উপর স্টাডি করুন, ইউটিউবে হিউজ ভিডিও অাছে, বাড়তি তথ্য লাগলে অামাকে নক করবেন
Āɞḋṻĺ Áłịm Ṧḫẽťǘ
আজ আমরা অন্যের তৈরি এপ্স ব্যাবহার করতেছি, একদিন হয়ত আমাদের তৈরি এপ্স অন্যরা ব্যাবহার করবে, যার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে
Afsana Aftab
ভাই একটু জাভা প্রোগ্রমিং নিয়ে একটা আড্ডা রাখলে ভালো হয় আর html তাহলে একটু এগুলো সম্পর্কে ধারনা হবে 🙂
Nazir Parvez
Search English এফস থাকলে ভালো হতো
Mojidul Islam
আবার আপনার যদি একটা ডায়মিক নিউজ সাইট থেকে থাকে তবে আপনি সেও সাইট কে একটি ডায়নামিক এপ্স এ কনভার্ট করতে পারেন এরজন্য অনেক প্ররিশ্রম করতে হবে আপনাকে আপনাকে লেআউট, হোম পেজসাইটবার লেআউট এর অভান্তরিন কোডিং অনেক ঝামেলা, তবে এরকম এপ্স আপনি মাথা না খাটিয়ে কোন ডেভেলপার দিয়ে করালেই ভালো
P S PriTom
আপনি যদি চান অ্যাপ ডেভেলপার হয়ে ক্যারিয়ার গড়তে পারেন আর হতে পারে সুডেন্টের এর জন্যে দারুন সুযোগ
Mojidul Islam
হাইব্রেরিট এপ্স গুলো ব্যবহার করা হয় বিভিন্ন লেনদেন ব্যাংক এর জন্য যেমন রকেট,বিকাশ,ইসলামি ব্যাংক এর এপ্স ে জাতীয় এপ্স ডেভেলপ করা অনেক কঠিন সাধ্য কাজ সময় শ্রম অনেক লাকে বিশেষ করে ডিজাইন সাজাতে যে সময় লাগে না লেআউট এর অভ্যন্তরিন কাজে তার থেকে ৫ গুন বেশি সময় লাগে
Ibrahim Khalil
এন্ড্রয়েড এপস ডেভেলপম্যান্ট শিখে আপনি ভালো স্যালারির জব করতে পারবেন
Tasmin Bhuiyan
মোবাইল এপস তৈরি:

প্রথমেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে অনলাইনে নিজে নিজে কিছুটা চেষ্টা করে নেয়া উচিত এতে করে নিজের সৃজনশীলতা বুঝা যায় এতে করে আপনি সহজেই আঁচ করতে পারবেন আপনার আগ্রহ সম্পর্কে তাই আগে ইউটিউব ও বিভিন্ন ফোরামের ও ফ্রিতে টিচিং দেয়া ওয়েব সাইটের সাহায্য নেন তারপর ডিসিশন নিন কি করবেন হুট করে একটা কোচিং বা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেলেই কিন্তু সব শেষ না, তখন দেখা দিতে পারে নতুন সমস্যা তাই, ফ্রিতে অনলাইনের Android Apps Develop করার জন্য ওয়েব সাইটে বেশ কিছু ঠিকানা আছে, সেখান থেকে জানার চেষ্টা করুন
এম.এ. মেহেরাজ
আমরা সবসময় টাকাটুকা নিয়ে চিন্তা করি বেশি
তাই তাদের জন্য কথা হলো
এটা খুব ভালো একটা আয়ের উতস হতে পারে
শিখতে আপনাকে ডেভেলপারের কাছে যেতে হবেনা

অনেক অনেক ওয়েবসাইট আছে শেখানোর
Ibrahim Khalil
এন্ড্রয়েড এপস ডেভেলপম্যান্ট করতে xml or java ল্যাংগুয়েজ লাগবে
Faysal Siddik
এর জন্য আপনাকে Basic to Advance Java Programming শিখতে হবে
Daily 5-6 hours করে মিনিমাম ৬ মাস সময় দিন
ইনশাআল্লাহ শিখতে পারবেন
তবে ভালোভাবে শেখার জন্য আপনাকে রীতিমত গুগল ও ইউটিউব এ পড়ে থাকতে হবে
Mojidul Islam
কিছুক্ষন আগে দেখলাম একজন কমেন্ট করেছে যে ৫ টি সাইট নেম দিসে ওনি বলেছে এগুলো বিনা কোডিং এ এপ্স তৈরি করা যায় ভালো বলেছে তবে বিষয় হলো যেনি শিখতে চান তার কোডিং করেই শিখতে হবে আর এটাই কাম্য হবে শেখা
Mojidul Islam
অতীতে যেসব সাইটে ফ্রিতে এপ্স তৈরি করা যেতো কিন্তু বর্তমানে সেই সাইট গুলোতে তারা আর বিনামূল্যে এপ্স বানাতে দেয় না এখন তারা কিছু টাকা বরাদ্দ রেখেছে আপনি য এপ্সটি তৈরি করবেন সেই এপ্স টি র জন্য তাদের কে টাকা দিতে হবে কম করে হলেও ১২০০+ টাকার মত
Ibrahim Khalil
এন্ড্রয়েড এপস ডেভেলপম্যান্টের কাজ শিখতে কমপক্ষে ২ বছর সময় নিয়ে আসা উচিত
Mojidul Islam
আমি আজ থেকে ২ বছর আগে থেকেই এই এপ্স এর তৈরি জানি বর্তমানে অন্ডরেড স্টুডিও দিয়েও এপ্স তৈরি করতে পারি
Oli Ahmed
আমরা অনেকে স্মার্ট ফোন ব্যবহার করি কিন্তু এপস ডেভেলপ সম্পর্কে জানি না তাই আমাদের এটার সম্পকে জানতে হবে
Mehadi Hasan
এখন মোবাইলের যুগ মোবাইলের এপস এখন অনেক জনপ্রিয় এপস বানানো যায় কোডিং করে সেগুলো সম্পূর্ণ কাস্টম কোডেড এপস সেই এপস গুলো সময়ে সময়ে আরো ফিচার যোগ করা যায় এবং এর জন্য ডেডিকেটেড টিম দরকার হয় কিছু এপস আছে কোডিং ছাড়াই বানানো যায় তবে সেসব এপস নির্দিষ্ট ফিচারের বাইরে কিছু অ্যাড করা যায় না
Md Moniruzzaman
বাংলাদেশের সেরা ১০ জন এ্যাপস ডেভেলপার এর নাম জানতে চাই??
Ibrahim Khalil
অন্যতম একজন জোবায়ের.
যার বানানো একটি এপস শুধুমাত্র ইন্ডিয়ায় কয়েকলক্ষ মানুষ ব্যবহার করে.হুম ছেলেটি আমাদের বাংলাদেশের.এবং তার বয়স ২৩/২৪ হবে মনে হয়.
নিজ দেশে এসব লিজেন্ডদের দাম না থাকলেও বাইরে এদের প্রচুর ডিমান্ড
Mojidul Islam
বর্তমানে আপনারা sketehware নামক এপ্স দিয়ে মোবাইলে ডায়নামিক, হাইব্রেরিট,লিনিয়ার,সহ বিভিন্ন ধরনের এপ্স তৈরি করতে পারবেন
Tasmin Bhuiyan
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে অনেক কিছুই রয়েছে শেখার মত, কিন্তু সব কিছু শিখতে গেলে সারাজীবন শেখার পেছনেই ব্যয় করতে হবে কোন কাজ করা হয়ে উঠবে না
অ্যান্ড্রয়েড নিয়েই বলি যেমন: লেআউট, ফ্র্যাগমেন্ট, নেটওয়ার্ক, নটিফিকেশন, সার্ভিস, লোকেশন, ম্যাপ, ডেটাবেজ, ইমেজ, রেস্ট সহ আরো কত কিছু

একটা প্রজেক্টে সব কিছু লাগে না যেহেতু একটা প্রজেক্টে সব কিছু লাগে না, তাই সব কিছু শেখারও কোন মানে হয় না শিখতে গেলে অনেক অনেক সময় নষ্ট হবে কোনটার কি কাজ, তা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন বা ভাসা ভাসা জ্ঞান নিতে পারেন
কি শিখতে হবে, তা জানার জন্য সবার আগে ব্যাসিক জ্ঞান থাকতে হবে যেমন: অ্যান্ড্রয়েডের জন্য জাভা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে এরপর সিম্পল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, তা জানতে হবে সিম্পল অ্যাপ তৈরি করার পাশাপাশি আপনাকে জানতে হবে আপনি কি ধরনের অ্যাপ তৈরি করতে চান, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে

যদি আপনি একটা এলার্ম ক্লক তৈরি করতে চান, হয়তো আপনাকে জানতে হবে সার্ভিস সম্পর্কে এটা সম্পর্কে ভালো ভাবে জেনে এলার্ম ক্লক অ্যাপটা তৈরি করে ফেললেন আপনি যদি একটা টু-ডু অ্যাপ তৈরি করতে চান, হয়তো আপনাকে জানতে হবে SQLite সম্পর্কে, লিস্ট ভিউ সম্পর্কে এগুলো জানার পরই আপনার অ্যাপ তৈরি করা শুরু করে দিতে পারেন সব কিছু ভালো করে শিখতে গেলে আপনার সময় নষ্ট হবে, কাজ হবে না তাই কি ধরণের অ্যাপ তৈরি করবেন, তা সম্পর্কে আগে জেনে এরপর ঐ বিষয় গুলো ভালো করে জেনে নিতে পারেন
Mojidul Islam
Led flash light app সহ যতপ্রকার এপ্স আছে সেসব এপ্স গুলো Sketehware এপ্স দিয়ে করতে পারবেনতবে এখানে সময় শ্রম দুটই দরকার কার যেখান থেকেই কোডিং করতে জান না কেনো সেকানেই সময় শ্রম বেশি লাগবে আর এখানেও তাই আপনাকে প্রথমে এপ্স নাম দিতে হবে তার টর মেইন এপ্স তৈরির কাছে নিয়ে যাবে তারপর আপনার আপনার ডিজাইন করে তারপর অভ্যন্তরিন যা যা করা দরকার সেসব বিষযে গুলো করতে হবে
Mojidul Islam
এপ্স তৈরি সময় অভ্যন্তরিন প্রতিটি কাজ শেষে লেআউট চেক করতে হয় কাজ করতেছে নাকি কাজ করতেছে নাপ্রোগ্রাম ঠিকমত করা হয়েছে নাকি ভুল হয়েছে মানে বলতে পারেন বার বার চেক করতে হয়
Mojidul Islam
সাধে কি আর এপ্স ডেভেলপার রা অনেক টাকা চায় সেটা আমি জানি কি করতে হয় আর কতখানি শ্রম দিতে হয় আমার মাথার চুল কি আর এমনি এমনি ১৮ বছরের আগে পেকেছে এসব নিয়ে চর্চা করতে করতে শেষ
Ibrahim Khalil
ফ্রিল্যান্সিংয়ে এটির ডিমান্ড কেমন?
আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ব্রাইট ফিউচার দেখতে চান তাহলে ডেস্কটপ সফটওয়ার ডেভেলপম্যান্ট ও এন্ড্রয়েড এপস ডেভেলপম্যান্ট এর যেকোন একটি দিয়ে শুরু করতে পারেন
MD RM Rasel Mahmud
আমি যখন নবম শ্রেণীতে পড়তাম তখন থাংকেবল দিয়ে মোবাইল এ্যাপস বানাতামকিন্তু দশম শ্রেণীতে যখন এনড্রোয়েড স্টুডিও এর সাথে পরিচিত হই তখন থেকে এটি দিয়েই কাজ করি এখনো
MD RM Rasel Mahmud
আপনি একজন দক্ষ মোবাইল সফটওয়্যার ডেভলোপার হওয়ার জন্য এনড্রোয়েড স্টুডিও এর বিকল্প নাই
Ahmad Mahi
যারা ফ্রিতেই apps তৈরি করার কথা ভাবছেন তারা ভূলে যান ফ্রি শব্দটা,কারন ফ্রি জিনিস যে কেমন তা সবারই জানা
ফ্রি apps তৈরি করা যায় কিন্তু তা প্রফেশনাল কোন কাজের জন্যই নয়,সখের বশে যে কেউ অনলাইন ওয়েব থেকে বানাতে পারে,খানিকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মত
ফ্রি বানানোর চেয়ে নিজ চিন্তা শক্তি কাজে লাগিয়ে যদি ছোট একটা apps ও বানানো যায় তাতেই শান্তি তাই নয় কি?
সহজে ব্যবহার ও সমস্যা সমাধানের জন্য বিভিন্ন apps তৈরি করা হয়

আপনি যদি apps বানাতে চান তবে শুধুই এন্ড্রইড মোবাইলের জন্য তবে জাভা কে প্রাধান্য দেয়া হয় বেশি,তাই জাভা শিখে ফেলুন,সাথে html, css,জাভা স্ক্রিপ্ট ইত্যাদিও শিখতে হবে apps ডিজাইন করার জন্য

এ জন্য ফ্রির চিন্তা বাদ দিয়ে প্রফেশনাল কিছু শেখা উচিৎ, তাতে নিজের ভাল,দেশ ও জাতির জন্যও ভাল কারন এরই মাধ্যমে সেবা দিবেন আপনি
ধন্যবাদ সবাই কে
Mohammed Abdullah Al Mamun
এন্ড্রয়েড অ্যাপস কোডিং এর মাধ্যমে তৈরী করতে হয় কোডিং ছাড়াও তৈরী করা যায়তবে তাতে বেশি ফিচার যুক্ত করতে পারবেন না
Tarek Hossain
সব কমেন্ট পড়লাম ধৈর্য দরকার বটে যদি শিখতে চাও৷ আমি আজকের বিষয় সম্পর্কে অজ্ঞ তবুও জানি এপ্স যারা তৈরি করে তারা চাহিদা বিশ্লেষণ করে মানুষ কি ভাবে নিবে এ সব বিষয় চিন্তা করে এপ্স তৈরি করে এখানে টিমওয়ার্ক এর মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে এপ্স ডিভেলপ করা হয় এক বার যদি মানুষ এপ্সটি পছন্দ করে তাহলে এপ্সটি গ্রহনযোগ্যতা পায় ক্যারিয়ার গঠনে এপ্স ডিভেলপ খুবই গুরুত্বপূর্ণ যদি লেগে থাকা যাই এ সব আমার চিন্তা আর বুঝতে পারা থেকে বলা

কমেন্ট পড়ে অনেক কিছু বুঝতে পেরেছি আজকের বিষয় বেশির ভাগ মানুষের কাছেই অজানা৷ আমার প্রশ্ন হলো, আমি যদি এ বিষয়ে নিজের ক্যারিয়ার গড়তে চাই তাহলে বেসিক কি বিষয় আগে শিখতে হবে, কোডিং লে আউট আর কি কি? এপ্স এর ধরন ভেদে কি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে

শিক্ষার জন্য গুগল ইউটিউব এর পাশাপাশি কি কোন কোর্স করতে হয় এর ভবিষ্যৎ সম্ভাবনা আছে যদি শিখতে পারি
Sujon Kumar
Android Apps Development করতে হলে প্রথমত আপনাকে জাভা প্রোগামিং জানতে হবে মূলত ওওপি কনসেপ্ট ভাল করে বুঝতে হবে তারপর Android, XML, HTML, CSS, JavaScript, PHP, MySql, Ajax Programming language গুলো জানলে অনেক সহজ হয়ে যাবে
দিপালি রাবেয়া
আজকের আড্ডা পোস্ট থেকে অনেক অজানা তথ্য পেলাম এপ্স ডেভেলপ করতে হলে এর উপর প্রায় দুই বছর পড়াশুনা করা উচিত এক্ষেত্রে সিসিএস, জাভা এই সম্পর্কে ধারনা থাকতে হবে।। ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে এর পিছনে সময় দিতে হবে রাতারাতি টাকা আয় করা চিন্তা বাদ দিতে হবে এই নিয়ে পড়াশুনা এবং কাজ শিক্ষতে পারলে ভবিষতে এটাকে পেশা হিসেবে অনেক ভাল সম্ভাবনা আছে।।
Ataur Rahman
প্রায় দুইমাস ইউটিউব দেখে দেখে একটা এপস বানিয়েছিলাম, পরে এক্সামের কারণে আর এগুতে পারিনি
Mansura Islam Mim
আমার জানার আগ্রহ থেকে আজকের আড্ডা পোস্ট এর সবগুলো কমেন্ট পরলাম এবং অনেকের কমেন্ট থেকেই অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর সম্পর্কে অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে তথ্য গুলি শেয়ার করেছেন মোবাইল এপ্লিকেশন এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রচলন দিন দিন বাড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই আমাদের সবার উচিৎ এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা
আমার এই সম্পর্কে কোন ধারনা ছিল না, আড্ডা দিতে দিতে কিছু জানলাম আর এটাই হলো বেসিক কিছু জানা একজন আরেকজনের সাথে শেয়ার করে জানলাম।।
Asita Ananya
কোডিং দেখছি সব জায়গাতে প্রয়োজন
source-
মোবাইল এপস ডেভেলপমেন্ট

No comments:

Post a Comment