জেলা ওয়েবসাইট এর বিভিন্ন দিক-Razib Ahmed, Md Daloare Hossain, Shafin Ahmed, Kazi Sajjad Sipon

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২০ অক্টোবর ২০১৮
আজকের বিষয় জেলা ওয়েবসাইট এর বিভিন্ন দিক
যত পারেন প্রশ্ন করেন। যারা করছেন উত্তর দেবেন।
— with Md Daloare Hossain, Shafin Ahmed, Kazi Sajjad Sipon

Syed Ahmad Reza
অামি ও চাই একটা ওয়েবসাইট করতে।
Anwar Mollik
এই ওয়েবসাইট দিয়ে আর কি কি করা জায়
Md Daloare Hossain
কম করে হলেও ৩০ টা ফিচার এড করতে পারবেন।
Mojidul Islam
ভাইয়া ওয়ার্ডপ্রেস সাইট এ আপনি যা চাইবেন তাই করতে পারবেন
H.M. Esmail Hossain
জেলা ওয়েব সাইটের কন্টেন্ট ইংরেজিতে হওয়া আবশ‍্যক কেন?
Md Daloare Hossain
H.M. Esmail Hossain বাংলা ইংরেজি ২ ভাষায় করতে পারেন।
Khalid Saifullah
জেলার ইনফরমেশন স্টোর রাখার জন্য সর্বনিম্ন কত জিবি হোস্টিং কিনতে হয়?
Razib Ahmed
১ জিবি দিয়ে শুরু করা যায়
Razib Ahmed
১। এই ওয়েবসাইট করে এই মুহূর্তে কোন টাকা আয় করা সম্ভব না। জনপ্রিয় হলে তারপর টাকা আয়ের চিন্তা করা যাবে।
২। হোস্টিং প্রথমে ১ জিবি দিয়ে শুরু করতে পারেন।
৩। ভাষা বাংলা বা ইংরেজি যে কোন একটি বা উভয় হতে পারে।
৪। এই ওয়েবসাইট করে কোন লাভ নেই।
NM Ritu Moni
শুধু কি নিজ জেলার ওয়েবসাইট করতে পারবে? নাকি পাশের জেলার ও করা যাবে?
Delwar Hossen Dulu
নিজের জেলার টা করতে পারলেই যথেষ্ট তাই আগে নিজের জেলার টা করেন
Tanvir Ahmed
অাপনি যেটা করেন সমস্যা নাই।দেলোয়ার ভাই শেরপুরে থাকে তাই শেরপুর নিয়ে করছে।
Md Ali Akbar
উপজেলার ওয়েবসাইট করলে কেমন হয়?
Tanvir Ahmed
Md Ali Akbar উপজেলা নিয়ে ও করতে পারেন তবে জেলা নিয়ে করলে বেশি ভাল হবে
Mehadi Hasan
১.ওয়েবসাইট করলে এর সুবিধা কি কি?
২. এটি করলে কি কি অসুবিধা আছে?
৩. একা করবো না পার্টনারশিপ এ করবো?
৪. এটি করলে কি টাকা পাবো?
৫. এটি করতে কত টাকা খরচ হবে?
৬. এই ওয়েবসাইট এর কন্টেন্ট কিভাবে যোগাড় করবো?
৭. এই সাইটে এর কন্টেন্ট কি বাংলায় হবে না ইংরেজিতে?
৮. এতে কি অ্যাডসেন্স করা যাবে?
৯. এটি করলে আমার কি লাভ?
১০. এটি করলে রাজিব স্যারের কি লাভ?

কিছু কমন প্রশ্ন আমি দিয়ে দিলাম। যারা জেলা website নিয়ে কাজ করছেন আশা করি উত্তর দিয়ে দিবেন।
Md Daloare Hossain
১. জেলার সম্পর্কে জ্ঞান বাড়বে, নেটওয়ার্কিং তৈরি হবে এবং অন্যান্য
২. তেমন অসুবিধা নেই। তবে নেটওয়ার্কিং হয়ে যাবে এটাই অসুবিধা😀
৩. একা করেই শ্রেয় তবে যদি পাটনাররা একান্ত ভাবে কাজ করে তার বিকল্প নাই।
৪. প্রথমত নেই।
৫. প্রথম ডোমেইন এবং হোস্টিং এর জন্য ২-৫ হাজার আর যাতায়াতে যত লাগে।
৬. জেলা সম্পর্কে লিখিত বইগুলো থেকে এবং পত্যক্ষ ভিজিট করে।
৭. দু ভাষাতেই করতে পারেন।
৮. প্রথমত না।
৯. সমাজ সেবা করলেন।
১০. কোন লাভ নেই তবে আত্মতৃপ্তি পাবে কারণে এটা তার আশা
Sufia Akter
আপনাদের সবার মাধ্যমে আমরা নতুন তথ্য পাচ্ছি।
Megh Konna Megh
থানা পর্যায়ে করা যাবে না? আর কিভাবে করে?
Arif Hasan
Megh Konna Megh থানা পর্যায়েও করা যাবে। ডোমেইন আর হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে হবে। তারপর জেলার বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট দিতে হবে
Md Ali Akbar
সাধারন অর্থে জেলা ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি?
Moshiur Rahman Maruf
িআপনার জেলার সকল তথ্য, েদর্শনীয় স্থানের তথ্য এবং আপনি সাধারণ মানুষকে যে ধরণের সেবা মানুষকে দিতে চান
Razib Ahmed
৬। জেলা ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য হল এর মাধ্যমে কোন একটি রিয়েল লাইফ প্রজেক্ট করার অভিজ্ঞতা হবে। যারা এর মূল্য বুঝেন তারা এদিকে আসেন। না হলে দরকার নাই।
Sufia Akter
জেলা ওয়েব সাইটে কি কি বিষয় বাধ্যতামূলক?
Mojidul Islam
জেলার খুটিনাটি তুলে ধরা
Md Daloare Hossain
জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্ট-কালচার, পর্যটন, ব্র্যান্ড, যোগাযোগ মাধ্যম, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, খেলা, কৃষি, পেশা, শিক্ষার হার, জনসংখ্যা, প্রসিদ্ধ খাবার, হোটেল-রেষ্টুরেন্ট ইত্যাদি
Sonia Sohana Seme
জেলা ওয়েবসাইট এর মাধ্যমে কি ব্যাবসায়ীরা উপকৃত হতে পারবে?
Mojidul Islam
ব্যবসায় হবে কিনা তা জানি না তবে যারা ভ্রমন প্রিয় তারা উপকৃত হবে
Md Daloare Hossain
Sonia Sohana Seme ডাটা কালেকশন
Sonia Sohana Seme
Md Daloare Hossain সেই ডাটা কিভাবে কালেক্ট করবেন? ব্যাবসায়ী জানানোর পর? নাকি আগের থেকেই করা থাকবে?
Sonia Sohana Seme
Md Daloare Hossain ডাটা কি ওয়েবসাইটের একটি প্রোডাক্ট হবে?
Md Daloare Hossain
Sonia Sohana Seme ডাটাবেজ তৈরির জন্য ব্যবসায়ীক সমিতি বা প্রত্যক্ষ ভাবে কালেক্ট করা তবে এটা একটু সময়ের ব্যপার
Delwar Hossen Dulu
আমি তো নিজ জেলায় থাকি না অন্য জেলায় থাকি তাই আমি কিভাবে নিজ জেলা নিয়ে ওয়েবসাইট করতে পারি? পরামর্শ চাই
Md Daloare Hossain
Delwar Hossen Dulu আপনি যে জেলায় থাকেন ঐ জেলা নিয়ে করতে পারেন পরে বিক্রি করে দিয়ে, এ অভিজ্ঞতা দিয়ে আপনার এলাকায় নতুন ভাবে শুরু করতে পারবেন অথবা অন্যের সাহায্য নিয়ে কন্টেন্ট সংগ্রহ করতে পারেন।
Mojidul Islam
ভাইয়া আমি ঢাকায় থাকি, আমার কিছু ছেলে দের কাজে লাগিয়ে দিয়ে কন্টেন্ট যোগার করার জন্য
Delwar Hossen Dulu
Md Daloare Hossain জি ধন্যবাদ ভাই
Moshiur Rahman Maruf
আপনার টিম কাজ করবে িএবং আপনি মাঝে মাঝে সেখানে ভ্রমণ করবেন।
Md Daloare Hossain
Delwar Hossen Dulu অথবা নিজ জেলার বই গুলো সংগ্রহ করে পরতে পারেন এবং ছুটির দিন গুলো কাজে লাগাতে পারেন
Juber Ahmed Juel
জেলা ওয়েবসাইট এর জন্য ডোমেইন কোথায় থেকে নিলে ভালো হয়
Md Daloare Hossain
Juber Ahmed Juel আপনার নিকটস্থ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে
Salma Akter
জেলা ওয়েব সাইট করার অাগে বেসিক টা অনেক ভালো থাকতে হবে বলে অামি মনে করি।বেসিক বলতে সার্চ ইংলিশ এর রিডিং সিলেবাস। গ্রুপের ব্লগ পড়ে বেসিক ভালো করতে হবে এবং ১০০ দিন সময় দিয়ে নিজেকে দক্ষ করতে হবে।
Mehedi Hasan
এখন পর্যন্ত যারা কাজ করছে তাদের ওয়েবসাইটের লিংকগুলো গ্রুপে ডক ফাইল হিসেবে রাখলে সুবিধা হতো। বুঝতে পারতাম কি ধরনের থিম ভাল হবে। কি কি টপিক এড করা লাগবে। আমার জেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কিন্তু কাজ করতে সবচেয়ে বেশি সময় লাগবে। এখানে বিখ্যাত নদী শীতলক্ষ্যা, মেঘনা আছে, ইপিজেড আছে। এমন কিছু নেই এই জেলায় নেই। নারায়ণগঞ্জ আমার জেলা
NM Ritu Moni
প্রাথমিক ভাবে কি কি প্রয়োজন জেলা ওয়েবসাইট করতে?
Mojidul Islam
ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা
NM Ritu Moni
তারপর?
Moshiur Rahman Maruf
বিভিন্ন কনটেন্ট , দশনীয় স্থান , স্কুল কলেজ , হাট বাজার , জেলার তথ্য ইত্যা;দি
Md Daloare Hossain
Angel Jeba কন্টেন্ট সংগ্রহ এবং ওয়েবসাইট চালানোর দক্ষতা
NM Ritu Moni
Md Daloare Hossain কেমন দক্ষতা দরকার ভাইয়া?
Md Daloare Hossain
Angel Jeba একটা ওয়েবসাইট কন্ট্রোল যেমন এডিট, পোস্ট আপলোড, প্লাগিন ইন্সটল, পেজ ক্রিকেট, ইত্যাদি ইত্যাদি
Sufia Akter
জেলা ওয়েবসাইট জনপ্রিয় করার জন্য, কন্টেন্টের বাইরে আর কি করতে হবে?
Didarulislam Rony
Sufia Akter জানা নাই কিন্তু জানতে চাই
Md Daloare Hossain
Sufia Akter তথ্য মূলক কন্টেন্ট, জব পোর্টাল, নিউজ পোর্টাল মোট কথায় মানুষের প্রয়োজনীয় জিনিস
Md Ali Akbar
জেলা ওয়েব সাইট তৈরির প্রথম পদক্ষেপ কি হওয়া চাই?
Tanvir Ahmed
Md Ali Akbar কন্টেন্ট প্রস্তুত করা
Mehedi Emran
স্যার এটকি জেলা নিয়ে কতজন কাজ করতে পারবে কয়টা ওয়েব সাইট বানাতে পারবে
Khm Rabiul Islam
Mehedi Emran
যত খুশি। যার/যাদের টা মানসম্মত হবে তাদের টা মানুষ বেশি ভিজিট করবে
Sonia Sohana Seme
এক সাথে কতজন ভিজিটর জেলা ওয়েবসাইট এ ভিজিট করতে পারবে?
Mojidul Islam
যতখুশি
Md Daloare Hossain
Sonia Sohana Seme বাউন্ড উইথ এর উপর নির্ভর
NM Ritu Moni
কিভাবে জনপ্রিয়তা পাবে? জেলা ওয়েবসাইট এর সকল তথ্য?
Arif Hasan
Angel Jeba ধীরে ধীরে যখন সবাই উপকার পাবে তখন জনপ্রিয় হবে
NM Ritu Moni
কিভাবে এটা প্রচার করে সবার কাছে পৌছে দিতে পারি?
Arif Hasan
Angel Jeba শুরুটা পরিচিত দের দিয়ে করুন
NM Ritu Moni
এটার কিভাবে প্রচার করতে পারি প্রথম?
Mehadi Hasan
প্রচারেই প্রসার
Moshiur Rahman Maruf
আপনার কনটেন্ট এর ম্যধমে
Md Daloare Hossain
Angel Jeba মানুষের উপকারী ফিচার এড করে
Sonia Sohana Seme
আপনার জেলা ওয়েবসাইট এর ছবিগুলো যেন কেউ অন্যকোথাও ব্যবহার না করতে পারে , সেজন্য আপ্নি কি ভেবেছেন?
Razib Ahmed
এটি ঠেকানো সম্ভব না
Mehadi Hasan
তবে সাইট থেকে ছবি চুরি করা ঠেকানো সম্ভব না। যেটা রাজিব স্যার বলেছেন একমত। আপনি watermark করলেও চুরি করবে ।
Mehedi Hasan
জেলা ওয়েবসাইটের নাম নির্ধারণ কিভাবে করবো। জেলার নামেতো ডোমেইন পাওয়া যাবে না। আগে বা পরে কি এড করা লাগবে?
Khm Rabiul Islam
Mehedi Hasan ইচ্ছা
My/amar/our etc
Arif Hasan
অনেকে our যোগ করেছে
Mehedi Hasan
Khm Rabiul Islam ধন্যবাদ সবাইকে
Khm Rabiul Islam
Arif Hasan শেষে express যোগ করতে পারেন
Md Daloare Hossain
Mehedi Hasan our, bd, all, amader etc
Mehedi Hasan
Our টাই বেষ্ট মনে হচ্ছে
NM Ritu Moni
প্রথমে কিভাবে শুরু করব জেলা ওয়েবসাইট এর কাজ?
Moshiur Rahman Maruf
আগে একটু পারদর্শী হোন
Apu Barua Ridoy
জেলা নিয়ে ওয়েবসাইট ভালোভাবে কন্টেট তৈরি করতে পারলে একসময় লাখ টাকার মালিক হওয়া যাবে কিনতু সেক্ষেত্রে মেধাকে কাজে লাগাতে হবে।
Salma Akter
জেলা নিয়ে ওয়েব সাইট করতে চাইলে বেসিক টা পারার পরে কোন কোন বিষয়ে দক্ষতা লাগবে?
Moshiur Rahman Maruf
ভালো ভাবে একটা ওয়েবসাইট চালানোর সক্ষমতা
Md Daloare Hossain
Salma Akter কন্টেন্ট কালেক্ট ওয়েবসাইট চালানোর দক্ষতা
Sanjana Mitula
১.জেলা ওয়েবসাইট করলে ঐ জেলার কি উন্নতি হতে পারে? ২. জেলা ওয়েবসাইটে অন্য জেলার মানুষ কি কি সুবিধা পেতে পারেন? ৩.জেলা ওয়েবসাইট থেকে কি কোনো জ্ঞান অর্জন সম্ভব? ৪.এই ওয়েবসাইট যারা ওয়েবসাইট তৈরী করবে তাদের কিভাবে অনুপ্রাণিত করবে? ৫.জেলা ওয়েবসাইট কি আয়ের উৎস? ৬. জেলা ওয়েবসাইট তৈরী করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? ৭. জেলা ওয়েবসাইট কিভাবে জনপ্রিয় করা যায়? ৮. জেলা ওয়েবসাইট কি দেশের বাইরে প্রসারিত হতে পারে? ৯. জেলা ওয়েবসাইট তৈরী করতে কত টাকা খরচ করতে হয়? জেলা ওয়েবসাইট দেশের অর্থনীতি খাতে কি পরিবর্তন আনতে পারবে?
Md Daloare Hossain
১. তথ্য গুলো মানুষ জানবে, পর্যটন বাড়বে ইত্যাদি
২. তাদের ভোগান্তি কমবে, যে কাজে যাবে সহজে ঐ কাজ করতে সক্ষম হবে।
৩. অবশ্যই
৪. তারা সখের বসে করবে।
৫. প্রথমত নেই😨
৬. তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ভোগান্তি।
৭. প্রয়োজনীয় তথ্য আপলোড এবং প্রচার।
৮. অবশ্যই
৯. ডোমেইন এবং হোস্টিং এর জন্য ২-৫ হাজার আর যাতায়াত খরচ।
১০. অনেক
NM Ritu Moni
তথ্য সংগ্রহ করার সময় যদি কারো কাছে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে তথ্য আনতে হয় সে খানের লোক যদি জানতে চায় আমরা কোথা থেকে এসেছি? আমাদের কি এই বিষয়ে লাইসেন্স আছে? তা হলে কি বলতে হবে?
Arif Hasan
তথ্য সংগ্রহ করতে লাইসেন্স লাগবে না। আপনার উদ্দেশ্য ব্যাখ্যা করলেই হবে
Moshiur Rahman Maruf
আপনি একজন সেচ্ছা সেবী । আপনি নেজের জেলাকে সবার মাঝে তুলে ধরতে চান ।
Md Daloare Hossain
Angel Jeba আপনি বলবেন কোন লাইসেন্স নাই স্বেচ্ছাসেবী তাতে না দিলে ধন্যবাদ দিয়ে চলে আসুন পরে তারা আপনাকে তারাই খুঁজবে একসময়।
Ibrahim Khalil
জেলাভিত্তিক ওয়েবসাইট করার পর তা প্রচার করব কিভাবে?
Mehedi Hasan
আমার মনে হয় ফেসবুক বেস্ট প্লাস এসইও। এসইও জানা জরুরী
Ibrahim Khalil
আলহামদুলিল্লাহ সেটি মোটামোটি জানা আছে
Mehedi Hasan
সবচেয়ে বেশি জরুরী কিওয়ার্ড রিসার্চ। এর ফলে কন্টেন্ট লেখা সহজ হবে।
Mehedi Hasan
আলহামদুলিল্লাহ আমিও কিছুদিন আগে শিখলাম
Md Daloare Hossain
Ibrahim Khalil নিজের প্রোফাইল এবং বন্ধুবান্ধবদের প্রোফাইলে শেয়ার করে। আবার আপনি যখন কন্টেন্ট রেডি করবেন তাতে ব্যপক মানুষ জানবে
Ibrahim Khalil
এতে কি প্রশাসন আমাদের উপর চাপ দিবে?
কারন আমাদের বেশকিছু ইতিহাস এখন বিকৃত করে ফেলা হয়েছে.এখন যদি আগের সত্যটা তুলে ধরি তাহলেতো প্রশাসন আমাদের উপর চাপ দিবে
Ibrahim Khalil
এতে কি প্রশাসন আমাদের উপর চাপ দিবে?
কারন আমাদের বেশকিছু ইতিহাস এখন বিকৃত করে ফেলা হয়েছে.এখন যদি আগের সত্যটা তুলে ধরি তাহলেতো প্রশাসন আমাদের উপর চাপ দিবে.
Khm Rabiul Islam
Ibrahim Khalil ভাইয়া আমার মনে হয় যে বিষয় নিয়ে লিখলে আপনার চাপে পড়ার আশংকা আছে সেটা এরিয়ে যান এতে ওয়েবসাইট এর খুব বেশি ক্ষতি হবে বলে আমার মনে হয় না।
Moshiur Rahman Maruf
জ্বী না এত আপনি জেলা প্রসাশকের কাছ থেকে পুরষ্কিত হতে পারেন ্ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ্
Md Daloare Hossain
Ibrahim Khalil না বরং সাহায্য করবে যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন।
Salma Akter
জেলা নিয়ে ওয়েব সাইট যারা করবে তাদের সবার একটা অন্যরকম অানন্দ মনে থাকবে যা হলো অামার নিজের হাতে করা ওয়েব সাইট। যার মাধ্যমে অামার নিজ জেলা সম্পর্কে অন্য জেলার মানুষ জানতে পারবে তাই সব কাজে লাভ লস সত্যই খোজার প্রয়োজন হয়না।
Obonty Aakhi
ওয়েবসাইট পরার পর এটা কি বানিজ্যিক ভাবে প্রকাশ করতে চান?
Jannat Tabassum
জেলা প্রশাসক কার্যালয় থেকে আমরা কতটুকু তথ্য সংগ্রহ করতে পারবো?
তাদের কাছ থেকে যদি সাহায্য পাই তাহলে কোন বিষয় গুলো সম্পর্কে তাদের কাছ থেকে স্পষ্ট ধারণা পাবো?
Moshiur Rahman Maruf
জ্বী করতে পারেন। এতে করে ওনারা আপনাকে সাহায্যে করবেন।
Jannat Tabassum
Moshiur Rahman Maruf ভাইয়া কোন তথ্য গুলো তাদের কাছে জানতে চাইবো?
Moshiur Rahman Maruf
যেমন জেলা প্রসাশকের বিস্তাুররিত তথ্য এর আগে কে ছিলেন এবং ওনাদের আপত্তি না থাকলে কন্টাক নাম্বার নিতে পারেন ।
Jannat Tabassum
জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি আর কী কী তথ্য পেতে পারি আমার জেলা সম্পর্কে?
Md Daloare Hossain
Jannat Tabassum আমরা সবাই একটা ভুল করি শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চলে যাই।

তারা ডাটা ডিয়ে সাহায্য করবে।
MD Zahid Hasan Hridoy
তা না হলে কি করবো ভাই?
Obonty Aakhi
কনটেন্ট গুলো সংরক্ষণ করছেন কিভাবে?
Moshiur Rahman Maruf
বিভিন্ন্ জায়গায় গিয়ে
Md Daloare Hossain
Obonty Aakhi বই পড়ে এবং ভিজিট করে
Obonty Aakhi
ঢাকা জেলা নিয়ে কাজ করতে গেলে কিভাবে শুরু করা ঠিক হবে?যেহেতু এটা অনেক বৃহৎ এরিয়া নিয়ে গঠিত।
Razib Ahmed
আপনি যেখানে থাকেন তা দিয়েই শুরু করেন
Moshiur Rahman Maruf
এটাকে ক্ষুদ ক্ষুদ্র ভাগ করে ্
Md Daloare Hossain
Obonty Aakhi নির্দিষ্ট এরিয়া নিয়ে
Farjul Islam Ovoy
জেলা ভিত্তিক একটি ওয়েবসাইট বানাতে হলে আমাকে অবশ্যই পুরো জেলা ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে তাইনা?
Moshiur Rahman Maruf
পুরো টা বলতে মেইন জায়গা গুলো ঘুরে দেখতে পারেন।
Razib Ahmed
টাকা, আয়, লাভ এসব ব্যপারে একটাই কথা- কোন লাভ নেই। এর কারন হল লাভ নিয়ে কথা বললে অনেকে হুজুগে আসবে করতে এবং ভাল কাজের বারোটা বাজাবে।
Obonty Aakhi
এ কাজ করতে কি কি বাধার সম্মুখীন হয়েছেন?
Md Daloare Hossain
Obonty Aakhi কিছু কিছু মানুষ কন্টেন্ট দিতে চায় না, আবার কিছু জায়গাতে অনেক্ষণ অপেক্ষা করতে হয় ইত্যাদি
Rodela Dopur Sorna Chy
চিটাগাং জেলা নিয়ে করলে এর কতো খরচ বা কতো মাস সময় লাগতে পারে?
Farjul Islam Ovoy
আচ্ছা, আমার বাড়িতো কিশোরগঞ্জ, তবে আমি কিশোরগঞ্জ থাকিনা বা কখনও সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছা নাই। তাহলে কি কিশোরগঞ্জ জেলা নিয়ে আমার ওয়েবসাইট তৈরি করা ঠিক হবে?
Razib Ahmed
সরকারী পর্যায় থেকে কোন বাঁধা আসার কথা না যেহেতু ডিজিটাল বাংলাদেশ সরকারের প্ল্যান।
তবে যেসব বিষয় নিয়ে মতভেদ আছে বা রাজনীতি সংক্রান্ত বিষয় গুলো এড়িয়ে চললে ভাল করবেন। না হলে এ নিয়ে ঝামেলা বা বিতর্ক হলে আপনার আসল উদ্দেশ্য ব্যহত হবে।
তথ্য সংগ্রহে বাঁধা আসার কথা না। যারা তথ্য দিতে চাইবে না তাদের বাদ দেন।
Farjul Islam Ovoy
আচ্ছা, আমার বাড়িতো কিশোরগঞ্জ, তবে আমি কিশোরগঞ্জ থাকিনা বা কখনও সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছা নাই। তাহলে কি কিশোরগঞ্জ জেলা নিয়ে আমার ওয়েবসাইট তৈরি করা ঠিক হবে?
Md Daloare Hossain
Farjul Islam Ovoy এখানে মুল কথা হলো কন্টেন্ট, আপনি কনটেন্ট সংগ্রহ করতে পারলে করুন।
Moshiur Rahman Maruf
স্যার সরকার এ ব্যাপারে উত্তসাহিত করছে । আমি যখন 2018 জানুয়ারি দিকে জেলা প্রসাশকের কাছ থেকে পুরষ্কার নিতে যায় এ ব্যাপারে ওনারা আলোচনা করছিলোন।
Md Daloare Hossain
সরকার তথ্যের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে
Rodela Dopur Sorna Chy
ডোমেন ও হোস্টিং কি এগুলো ভালোভাবে জানবো কিভাবে?
Ibrahim Khalil
গুগলের আইপি এড্রেস হল ৬৪.২৩৩.১৮৯.১০৪.আপনাকে যদি এভাবে বিভিন্ন ওয়েবসাইটের আইপি এড্রেস মুখস্ত করে ব্রাউজ করতে হত তাহলে অবস্থাটা কি দাড়াঁতো?
এ অবস্থার কথা চিন্তা করেই আইসিএএনএন(ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইনড নেমস এন্ড নাম্বারস) প্রত্যেকটি সাইটের আইপি এড্রেসের বিপরীতে একটি করে নাম দেয়ার ব্যবস্থা করেছে,যা ডোমেইন নেম হিসেবে পরিচিত.
Jannat Tabassum
যোগাযোগের জন্য কী ঢাকা থেকে এর দূরত্ব নিয়ে বর্ণনা করলে ভালো হবে নাকি জেলার বাস টার্মিনাল বা রেলস্টেশন থেকে এর যোগাযোগ ব্যবস্থা নিয়ে নির্দেশনা দেয়া ভালো?
Jannat Tabassum
Arif Hasan জেলার টার্মিনাল ও রেলস্টেশন এই দুটোর।
ধন্যবাদ ভাইয়া।
Md Daloare Hossain
Jannat Tabassum ঢাকা থেকে আপনার জেলার দূরত্ব কত কিলোমিটার, এবং ভাড়া কতো, কয় ঘন্টা লাগে, আপনাদের টার্মিনাল গুলো থেকে কই কই গাড়ি যায় ইত্যাদি
Raju Ahmed
একটা ডোকোমেন্টারি করতে তথ্য কি পাওয়া যাবে সরকারি অফিস থেকে?
Moshiur Rahman Maruf
জ্বী অবশ্যই তবে কিছু তথ্য বাদে।
Obonty Aakhi
জেলা ভিত্তিক ওয়েবসাইট করতে গেলে সেখানে অবস্থান করা কতটা জরুরী? আর অবস্থান না করতে পারলে কিভাবে তথ্য সংগ্রহ পরা যায়?
Razib Ahmed
অবশ্যই আপনাকে সেই জেলাতে হয় থাকতে হবে না হয় সেখানে কিছু দিন অবস্থান করে সরাসরি তথ্য সংগ্রহ করতে হবে।
Rodela Dopur Sorna Chy
চিটাগাং জেলার অনেক কিছু চিনি না অামি কখনো এমন কোথাও যাওয়া ও হয়নি।এখন এতো বড় জেলার সকল তথ্য পাবো কিভাবে?
Md Ali Akbar
টিম তৈরি করুন
Raju Ahmed
একটা ভাল ডেডিকেটেড টিম ছাড়া কি জেলাওয়েব সাইট নিয়ে কাজ করা কতটুকু যুক্তিযুক্ত
Md Ali Akbar
যুক্তিহীন, আপনি একা করতে পারবেন না
Raju Ahmed
একটা জেলা ওয়েব সাইটের জন্য কয়েকটি বিভাগ থাকলে ভালভাবে পরিচালনা করা সম্ভব। একজন কন্টেন্ট রাইটার, একজন ওয়েবসাইট ডেভেলপার এবং একজন ফটোগ্রাফার হলে কেমন হয়?
Moshiur Rahman Maruf
মন্দ না কিন্তু সেচ্ছা শ্রম সবাই দিতে চায় না ।
Raju Ahmed
জেলা ওয়েব সাইটে কোন লাভ নাই আপাতত কিন্তু এক সময় লাখ টাকার সম্পদ হবে তাতে কোন সন্দেহ নেই। তাই রাজিব ভাইয়া সব সময় সিরিয়াস হতে বলে
Md Nazim Uddin Shah
আমি হবিগন্জ নিয়ে করব ইনশাআল্লাহ্। তবে তার আগে ভালো করে কাজ শিখতে হবে
Tanjila Nisa
আজকে একজন দেখলাম বাংলাদেশ ভ্রমন গাইড ব্যবহার করে কুমিল্লা আসছে। তিনি তার ফ্রেন্ড কে খুব আনন্দের সহিত বলছে কোন অচেনা যায়গা ই আর অনেচেনা না আমার জন্য আমি এই গাইড পরে সব যায়গায় যাই। তিনি আজ কুমিল্লা নতুন এসেছেন বাড়ি যশোর এর দিক।
আমার কথা হলো যদি ওয়েবসাইট হয় দাহলে এতো মোটা বই টা সাথে নিয়ে আর ঘুরতে হবে না। যেকোন যায়গার সম্পর্কে জানা যাবে খুব কম সময়ে সহজ উপায়ে।
Tanjila Nisa
গুগল ম্যাপ সার্চ করে অনেকটাই জানা যায় কিন্তু ওয়েবসাইট হলে তাতে বিস্তিরিত থাকবে নিশ্চয়। মানি কোন রাস্তা দিয়ে কোন বিক্ষাত যায়গায় যাওয়া যায়, পশু হাসপাতাল টা কোথায় এমন আরো অনেক কিছু
Md Daloare Hossain
আমরা চরম একটা ভুল করি তা হলো শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় দৌড়ায়, অনেক আমাকে ক্নক করে ভাই জেলা অফিসে কিভাবে যাবো আমি তাদের ডাইরেক্ট নিষেধ করি কারণ শুরু গেলে আপনি তাদের ঠিক ভাবে বুঝাতে পারবেন না তাতে আপনার মূল উদ্দেশ্য ব্যহত হবে
Md Daloare Hossain
রাজিব স্যারের পূর্বের কমেন্ট

জেলার ওয়েবসাইট করতে কি লাগবে?
১। ডোমেইন (বছরে ১০০০ টাকা) আর হোস্টিং বছরে ৪০০০ টাকা। মানে মোট ৫০০০ টাকা
২। ওয়ার্ডপ্রেস ইন্সটল করা। বিনা পয়সাতে। এজন্য কামরুল ভাইয়ের ২৫ টি পোস্ট পড়েন ব্লগে।
৩। এরপর নিজের জেলার বিভিন্ন স্থানে ঘুরেন আর হোটেল, স্কুল, মসজিদ আর মন্দির, সাহিত্য, খাবার যা খুশি নিয়ে তথ্য সংগ্রহ করেন। খরচ- রিকশা ভাড়া, বাস ভাড়া যা লাগে।
৪। স্মার্ট ফোন দিয়ে অনেক ছবি তুলেন আর ভিডিও করেন আর অডিও রেকর্ড করেন। খরচ- মসারত ফোন থাকলে বাড়তি খরচ নেই এদিকে।
৫। এরপর ওয়েবসাইটে আপলোড করা ছবি ও পোস্ট। কামরুল ভাইয়ের পোস্ট গুলো পড়া হলে বাড়তি কোন খরচ নেই।
Rasel Ahmed
আপনি না বুঝে এবং স্কিল না করে যদি ওয়েব সাইট তৈরির জন্য কাজ করেন তাহলে কয়েক দিন পর আপনি নাই হয়ে যাবেন।কারণ ওয়েব সাইট তৈরি করতে আপনাকে অনেক সময় দিতে হবে।অনেক জায়গায় যেতে হবে অর্থাৎ কাজ আর কাজ এবং নিজের পকেটের টাকা খরচ করতে হবে।তারমানে এতে কোন লাভ নেই বরং নিজের কষ্ট এবং টাকা ও সময় সব যাবে।আর আপনি যদি গ্রুপে নিয়মিত ১০০ দিন সময় দিয়ে গ্রুপের সাথে নিয়মিত থেকে দক্ষ হয়ে ওয়েব সাইট তৈরির জন্য কাজ শুরু করেন,তখন আপনি ওয়েব সাইট তৈরি করতে আপনার শুধু ভালই লাগবে কাজ করতে এবং শেষ না করা পর্যন্ত আপনি কখনো থামবেন না নিশ্চিত।
Shafin Ahmed
জেলা নিয়ে কাজ করতে গিয়ে কনটেন্ট তৈরি, ওয়েবসাইট ম্যাইনটেইন ও সার্ভিস প্রদান এছাড়া ওয়েবসাইট সম্পর্কে সবাইকে জানানো বা মার্কেটিং বলেন। পরবর্তিতে আইটি ক্যারিয়ারে এইনব স্কিল হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন
Md Daloare Hossain
৫. শুরুতে জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্ট-কালচার, পর্যটন, ব্র্যান্ড, যোগাযোগ মাধ্যম, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, খেলা, কৃষি, পেশা, শিক্ষার হার, জনসংখ্যা, প্রসিদ্ধ খাবার, হোটেল-রেষ্টুরেন্ট ইত্যাদি শুরু করতে পারেন।
Md Daloare Hossain
৬. কন্টেন্ট তৈরির শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ে দৌড়াদৌড়ি না করাই বেস্ট। আপনি আগে কিছু কন্টেন্ট তৈরি করে তারপর জেলা কার্যালয়ে যান অথবা ওয়েবসাইট পাবলিশ করার পর যান তাতে তারা আপনার প্রতি আন্তরিক হবে।
Md Daloare Hossain
৮. জেলা ওয়েবসাইটে সরকারি ভাবে কোন বাধা আসবে না বরং সাহায্য আসবে যদি আপনি সিরিয়াস এবং সঠিকভাবে শুরু করতে পারেন। বাংলাদেশ সরকার এ ব্যপারে সিরিয়াস উদাহরণ প্রত্যেক জেলা এবং প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট।
Md Daloare Hossain
৯. শুরু তে আন্তরিক ভাবে কাজ শুরু করুন এডসেন্স বা ওমুক তুমকের চিন্তা না করে শুধু সেরা কিছু করার চেষ্টা করুন।
Md Daloare Hossain
১৪. এ ওয়েবসাইট গুলোর অনেক ভ্যালু হবে তাতে সন্দেহ নাই তবে নিঃস্বার্থ ভাবে করতে হবে।
Md Daloare Hossain
১২. একটা জেলা নিয়ে একাধিক ওয়েবসাইট হতে পারে তাতে কোন সমস্যা নাই তবে সঠিক তথ্য দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করুন।
Md Daloare Hossain
১৫. কোন ওয়েবসাইট থেকে কপি করা যাবে না।
Shafin Ahmed
জেলা ভিত্তিক ওয়েবসাইট করার অন্যতম কারন হচ্ছে দেশের ট্রুরিজম সেক্টর এগিয়ে নেওয়া। ২০১৪ সালের দিকে দেশের জিডিপিতে ট্রুরিজম সেক্টরের ভূমিকা ৬২৯.৯ বিলিয়ন টাকা এবং ২০২৫ সাল পযন্ত ১২৫৩ বিলিয়ন টাকায় উন্নতি হতে পারে। তাই জেলা ওয়েবসাইট দেশের জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।
Md Daloare Hossain
১৮. যারা নিজের জেলায় থাকেন না তারা নিজ জেলা সম্পর্কে যতগুলো বই আছে তা ভালো করে পড়েনিন এবং নিজ এলাকায় কিছুদিন অবস্থান করুন বা ছুটির দিনগুলো কে যথাযথভাবে কাজে লাগান।
Imran Hossen
জেলার সাইট গুলোতে কি যোগাযোগ এর জন্যে সেইসব জেলার বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম্বার দেয়া থাকবে?যেমন হোটেল এর রিসিপসন এর নাম্বার।
Shafin Ahmed
বাংলাদেশের ট্রুরিজম সেক্টরে প্রায় ২০০০০০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং আগামিতে এর জেলা ওয়েবসাইট এ দিকে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।
Imran Hossen
ব্যবসায়ীদের জন্যে জেলা ওয়েবসাইট অনেক বড় সুযোগ হতে যাচ্ছে যদি সকল তথ্য সঠিকভাবে দেয়া থাকে।এতে দেশিয় পন্যের কেনাবেচা বেশি হওয়ার সুযোগ আছে কারন বেশির ভাগ ব্যবসায়ী বিশেষ করে যারা ই-কমার্স এর সাথে যুক্ত তারা জানে না কোথায় কোন পন্যে পাওয়া যায় দুই একটা ছাড়া।
Imran Hossen
দেশিয় পন্যের বাজার বড় করতে যারা জেলা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের অনেক অবদান রাখার সুযোগ আছে। তারা যদি তাদের সাইটে একটা ক্যাটাগরি রাখেন যেখানে অত্র এলাকার বাণিজ্যিক পন্যের তথ্য থাকবে তাহলে সেই জেলার সেইসব পন্যের পরিচিতি ও প্রসার বেড়ে যাবে এবং অর্থনৈতিক ভাবে সেই অঞ্চল আরও শক্তিশালী হবে।
Fouzia Binta Wahid
যারা খুব talkative তারা মানুষের সাথে মিশে তথ্য সংগ্রহ করতে পারবে। তাই নয় কি?
Imran Hossenসব ক্ষেত্রেই নয় যেমন এই জেলা উদ্দ্যক,আপনি যদি তথ্য সংগ্রহের জন্যে যাদের যাদের কাছে যাবেন তাদের সব বিস্তারিত বলেন মানে এটা কি,কেন এবং এতে এই জেলা বা এই এলাকার মানুষ কিভাবে উপকৃত হতে পারে অন্য সবার পাশাপাশি তাহলে তারা সার্বিকভাবেই আপনাকে সাহায্য করবে।
Shafin Ahmed
যেকোন ওয়েবসাইটের প্রান হচ্ছে এর কনটেন্ট , কনটেন্ট এর ধারাবাহিকতা যত বজায় থাকবে ওয়েবসাইট তত সমৃদ্ধ হবে। ট্যাকনিকাল সাপোর্ট অনেক জায়গায় পাওয়া যাবে। এমনকি অনেক কিছু আওটেসোর্স করা যাবে । কিন্তু আপনার আইডিয়ার বাস্তবায়ন করবে আপনার কনটেন্ট ও সার্ভিস। তাই এ দিকে বেশি সময় দেওয়া উচিৎ।
Shafin Ahmed
বিভিন্ন সাকসেসফুল উদ্যেগ নিয়ে ডকুমেন্টরি তৈরি করা যায়।
Mehedy Hasan Zakir
খুলনা নিয়ে কি কেউ ওয়েব সাইট করেছেন?
Habibur Rahman
আমি আমার জেলা নিয়ে ওয়েবসাইট করতে চাই। এগিয়ে যাচ্ছি ....... দোয়া করবেন আমি যেন মানুষের উপকারার্থে আস্তে পারি।
source: জেলা ওয়েবসাইট এর বিভিন্ন দিক

1 comment:

  1. জেলা ওয়েবসাই সম্পর্কিত সকল তথ্য পেতে https://oursherpur.com/category/জেলা-ওয়েবসাইট/ লিংক ফলো করতে পারবেন।

    ReplyDelete