ব্যবসায়ে উন্নতি করতে গেলে প্রধান বুদ্ধি হ'লো সেবাবুদ্ধি- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

ব্যবসার তুক্ִ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
★★★★★★★★★★★★★★★★★

ব্যবসায়ে উন্নতি করতে গেলে প্রধান বুদ্ধি হ'লো সেবাবুদ্ধি। তুমি যদি কেবল নিজের লাভের দিকে লক্ষ্য রেখে চল, তাতে কিন্তু কৃতকার্য্য হতে পারবে না। তোমার সবসময় লক্ষ্য রাখতে হবে,যাতে মানুষের প্রয়োজন পরিপূরণ করে তার ভিতর-দিয়ে তুমি
লাভবান হতে পার। আর আমি যে বলেছি ' মানুষ আপন, টাকা পর/ যত পারিস মানুষ ধর'-- ব্যবসায়ীদের এই জিনিষটা খুব রপ্ত করা দরকার। তোমার কাছে এসে মানুষ যদি আপনজনের মতো ব্যবহার পায়,তাহলে কিন্তু
খরিদ্দাররা আপনার থেকে তোমার দোকানে ছুতে আসবে। মানুষ যদি মানুষ হয়, তাহলে তার কোনদিন পয়সার অভাব হয় না। আমি বলি--"দেখিবে কর্তব্য যাহা জ্ঞানের আলোকে/সেই ধর্ম্ম সেই পূণ্য,চল লক্ষ্য করি সেই পথ।"
আঃপ্রঃ-১৯(২৩/০৭/১৯৫০)
*
ব্যবসা চাকরী যে যা' করুক
ইষ্টকৃষ্টি কুলমর্য্যাদা-
বলি দিয়ে বৃত্তিলোলুপ
হয় যে জানিস্ִ ইতরজাদা।(১)
*
খেটেখুটে আয় যে করে
মা লক্ষ্মী তা'য় আগলে ধ'রে।(২)
*
লাভ দেখিয়ে করলে কাজ
অর্থ পরায় মাথায় তাজ।(৩)
*
সময়মত ভালো জিনিস
অল্প দরে নিস্ִ রে কিনে
প্রয়োজনটি দেখলে চড়া
সুবিধায় দিস্ִ বাজার চিনে। (৪)
*
ব্যবসাই যদি করতে চাস্ִ
ব্যবহার আগে শেখ্ִ
মানুষে করিস্ִ স্বস্তিভরা
রবেনা দুঃখের রেখ্ִ। (৬)
*
মানুষ সম্পদ না ক'রে তুই
টাকা-স্বার্থী হ'বি যত,
দুঃখ অভাব-দুর্ব্বিপাকে
ততই রে তুই থাকবি রত। (৭)
*
হাতে মজুদ না থাকলে তুমি
বাঁধা-ওয়াদা করবে না,
ওয়াদা খেলাপ হ'লেই কিন্তু
প্রত্যয়ের মান থাকবে না। (৮)
*
মাথার ঘাম পায়ে ফেলে
লাভ দেখালে পয়সা মেলে। (১১)
*
আসল ভেঙ্গে যে-জন খায়
ব্যবসায়ে সে চুলোয় যায়। (১৩)
*
লাভের বেশী ক'রলে খরচ
টিকতে জেনো পারবে না
দেনায় ব্যবসা ডুবেই যাবে
নিজেরও কিছু রইবে না। (১৪)
*
লাভের আধা করবি খরচ
সেইটি জানিস্ִ সমীচীন,
এ না ক'রে ধরলে ব্যবসা
দিনে-দিনে হবিই ক্ষীণ। (১৮)
*
কর্জ্জ দিয়ে উপকার
সুদের লোভে চুরমার।(২০)
*
ধার যদি দিস এমন দিবি
লাগবে না গায় কোন দিন
ব্যবসা-পথে চল্লে এমন
হবিই নাকো শক্তি হীন। (২২)
*
অনুশ্রুতি-১(ব্যবসায়)
*
অর্দ্ধেক ব্যবসা থেকে
দরকার হলে নিতে পারিস্ִ
এরও বেশী প্রয়োজনে
ঋণ না করে খেটে তুলিস্ִ।
*
যে-ব্যবসায় যার জীবিকা
বৈদ্য,উকীল,মহাজন
ইষ্টগুরুর সেবা বিমুখ
হলেই জানিস্ִ তার পতন।
*
অনুশ্রুতি
*
ব্যবসায়ের পঞ্চনীতি
★★★★★★★★
১) নিয়মিত ইষ্টভৃতিপরায়ণ হ'য়ে ভিতর-বাইরে মিষ্ট সেবাপ্রাণ সদ্ব্যবহার।
২) দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা।
৩) প্রত্যক্ষ পর্য্যবেক্ষণ।
৪) কথার খেলাপ না করা।
৫) লাভের অন্ততঃ ১/৪ অংশ নিয়মিত মূলধনে যোগ করা।

No comments:

Post a Comment