ব্যবসাতে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা - এম.এ. মেহেরাজ

এম.এ. মেহেরাজ
প্রেজেন্টেশন নং-১৪
বিষয়ঃ ব্যাবসাতে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা
-
আলহামদুলিল্লাহ শুরু করছি মহান রবের নামে যিনি আবার ও সুযোগ দিয়েছেন কিছু লেখার জন্য। সবাইকে বিকেলের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। শুরু করছি আজকের প্রেজেন্টেশন ব্যবসায় প্রেজেন্টেশন এর গুরুত্ব।
-
ব্যাবসার ক্ষেত্রে প্রেজেন্টেশন এর কেন প্রয়োজন? হয়তো আপনারা সবাই জানেন। ব্যাবসা যারা করেন তারা অবশ্যই তাদের পণ্যটি অন্যেদের প্রদর্শন করবেন। তখন নিশ্চয় তিনি পণ্যটি সম্পর্কে খুব সাজিয়ে ঘুচিয়ে প্রেজেন্ট করবেন। তাই বলা যায় সেখানে এর গুরুত্ব রয়েছে।
-
ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। যদিও আমরা ছোটখাটো চা দোকানদারকেও ব্যবিসায়ী বলি তাই আমাদের কাছে ব্যাবসায়ীর সংজ্ঞা মুদি দোকানদার বা চা বিক্রেতা। কিন্তু ব্যাবসা হতে পারে অনেক বড় এবং ছোট। যদি ব্যাবসায়ের কথা বলি তবে বলতে হয়, আপনার ব্যবসাকে উন্নত এবং মুনাফা অর্জন বৃদ্ধি করতে চাইলে আপনাকে অবশ্যই ক্রেতার সামনে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে কেন আপনার পণ্যটি সেরা এবং কেনইবা সে আপনার পণ্যটিই ক্রয় করবে।
-
আপনি যদি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন তবে বলা যায় আপনার ব্যবসার উন্নতি বহুলাংশে বেড়ে যাবে। কারণ তারা আপনার উপস্থাপনায় মুগ্ধ হয়ে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ভালো ধারণা থাকবে। তাই ব্যবসাতে প্রেজেন্টেশন এর গুরুত্ব অপরিসীম।
-
সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ আবার ও দেখা হবে অন্য কোন পোস্টে।
-
চিন্তা করে ঘোচাতে একটু সময় লেগেছে।
source -
ব্যবসা

No comments:

Post a Comment