চাকরীতে প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজনীয়তা - Zaheda Akhter

Zaheda Akhter
প্রেজেন্টেশন স্কিল পর্ব -১৩
বিষয়ঃ চাকরীতে প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজনীয়তা
আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারন প্রেজেন্টেশন এর প্রধান প্র‍য়োজন চাকরী ক্ষেত্রে ই পড়ে।যদি ও এই বিষয়ে আমার জ্ঞান খুবই সামান্য, তথাপি নিজের ধারনা থেকে লেখার চেষ্টা করছি
চাকুরী ক্ষেত্রে প্রেজেন্টেশন এর প্র‍য়োজনীয়তাঃ
১. প্রেজেন্টেশন মানে নিজেকে উপস্থাপন করা,যে যত সাবলীল ভাবে তার নিজেকে এবং তার বুদ্ধিমত্তা কে প্রেজেন্ট করতে পারবে, সে তত দক্ষতার পরিচয় দিবে,এটা মূলত চাকুরী দাতাদের বিশ্বাস। তাই তারা একজন প্রার্থীকে বাছাই করার সময় সর্ব প্রথম যে বিষয়টি খেয়াল করে তা হল প্রার্থীর প্রেজেন্টেশন দক্ষতা।
২.প্রেজেন্টেশন এ দক্ষ হলে আমরা আমদের চিন্তা,ধ্যান ধারনা গুলো খুব সহজে আমাদের সহকর্মী বা বসকে বুঝাতে সক্ষম হবো,যেটা আমাদের যোগ্যতার স্বাক্ষর বহন করবে
৩. যখন কোনো মিটিং হবে,যেখানে কম্পানির মাসিক উন্নয়ন সম্পর্কে আলোচনা,ভাল মন্দ দিক নিয়ে কথা বলা হবে,সব টাই প্রেজেন্টেশন এর মাধ্যমে করা হয়,যারা এই স্কিল ডেভেলপ করবে,তাদের জন্য চাকরী ক্ষেত্রে সাফল্যের নতুন দ্বার উন্মোচিত হবে
৪. বিভিন্ন প্রতিষ্ঠান যখন একটা কম্পানীতে বিনিয়োগ করে তখন তার সবকিছু তখন বিনিয়োগ কারী কম্পানী উক্ত কম্পানির সর্বজনীন প্রেজেন্টেশন দেখতে চায়,সেটা দ্বারা বায়ার কে বা ইনভেস্টর কে আকর্ষন করতে পারলে তবে ই সে বিনিয়োগ করবে নতুবা অন্য যারা ভাল পারফর্ম করবে তাদের কাছে প্রোজেক্ট চলে যাবে,তাই প্রেজেন্টেশন স্কিল যত বৃদ্ধি করা যায় তত ই ভাল
৫. আজকাল কম্পিউটার এর যুগ হওয়ায় সব কিছু আগে আমরা রিসার্চ করে ভাল একটা প্রেজেন্টেশন মেক করে যাচাই করি যেটা আমরা করতে চাচ্ছি সেটা কতটা ফ্রুট ফুল,তাই প্রেজেন্টেশন জরুরী
আসলে চাকরীর সর্ব ক্ষেত্রে ই প্রেজেন্টেশন অনেক দরকারি
source -
প্রেজেন্টেশন 

No comments:

Post a Comment