ইউটিউব ডিজিটাল স্কিল ওর্য়াকশপ

ডিজিটাল স্কিল ওর্য়াকশপ-৮

জান্নাত আপুর আরোও একটি অসাধারণ ওর্য়াকশপ করলাম YouTube সর্ম্পকে।

Youtube বর্তমানে Google একটি সাবসিউডারি হিসেবে জনপ্রিয় একটি ভিজুয়্যাল প্ল্যাটফর্ম।সদর দপ্তর ক্যালিফোনিয়াতে। ২০১৮ সালের ওয়েবসাইট রেকিং এ ২য় সবেচেয়ে জনপ্রিয় পপুলার সাইট। আমাদের প্রতিদিনকার জীবনে youtube এখন একটি প্রয়োজনীয় অংশ। বিনোদন ও ভ্রমণতথ্য সহ বিভিন্ন রকম ভিডিও কন্টেন্ট।

যাএাটা শুরু হয়েছিল তিনজন তরুনের হাত ধরে। Chad Hurley, Steve Chan এবং বাংলাদেশী বংশোদ্ভূত Jawed Karim..এই তিনজন ফাউন্ডার ২০০৫ সালে youtube নিয়ে কাজ শুরু করেন।Jawed Karim ১৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন me at the zoo নামে বিটা টেস্ট হিসেবে। পরর্বতীতে ব্যবসায়িক ভাবে nike এর Ronaldinho একটি এড বেশ সফল হয় ২০০৫ এর নভেম্বরে। পরে তারা ভেন্চার ক্যাপিটালে নিয়ে বেশ ভাল ভাবেই অগ্রসর হতে থাকে।২০০৬ সালে তাদের প্রতিদিন ভিডিও আপলোডের সংখ্যা দাড়ায় ৬৫০০০ সাথে ৮ মিলিয়ন ভিউয়ারস।২০০৬ সালে গুগল ১.৬৫ বিলিয়ন ডলারে কোম্পানিটিকে কিনে নেয়।২০১০ মার্কেটের ৪৩ % শেয়ার চলে য়ায় youtube এর দখলে।

বর্তমানে youtube এর অনেক গুলো ফিচার রয়েছে । যথা
১)playback - যা ব্যক্তিগত কম্পিউটারে ভিডিও দেখার সময় ব্যবহার হয় adobe flash player এর প্ল্যাগ ইন হিসেবে।

২)uploading - এর মাধ্যমে সব ইউজার ১৫ মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে।

৩)quilty & formats - এখানে আপনার কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার বিষয় গুলো সম্পর্কে দেখানো হয়।

৪)live streaming -বিদেশ খুবই জনপ্রিয় একটি ফিচার। রাজনৈতিক ইস্যুগুলোর লাইভ ভিডিও এখানে দেখানো হয়।

৬)3d video- খুবই উন্নত মানের ভিডিও ফিচার এটি।

৭)location - বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর সম্পর্কে খুটিনাটি জানতে সাহায্য করে।

৮)tube -tv লাইভ টিভি প্রোগ্রাম দেখা যায়।

৯) tube -go এটি একটি অ্যানড্রোয়েট এ্যাপ। যা কর্পোরেট ভিক্তিক ব্যবহার হয়।

১০)YouTube premium -এখানে এড ছাড়া ঝামেলামুক্ত ভাবে প্রোগ্রাম দেখতে পারবেন।

১১) youtube music এখানে latest মিউজিকগুলো থাকে।
তবে প্রতিটির জণ্য আপনাকে মাসিক সাবক্রিপশন বেসিস চার্জ দিতে হবে।

এই ওর্য়াকশপ থেকে এটি শিখলাম -সঠিক সময়ের ইউনিক পদক্ষেপ উদ্যোগক্তার সফলতার অন্যতম প্রধান শর্ত।
source -
ইউটিউব

No comments:

Post a Comment