ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস -Razib Ahmed- Adda Post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২ জুন ২০১৯।
বিষয়ঃ ফ্রিল্যান্সিং সাইট কিংবা মার্কেটপ্লেস গুলি নিয়ে আলোচনা করুন।
 ডিএসবির আজকের আড্ডায় সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা।
Razib Ahmed Biplob Kishore Deb

Sowrob Hossain
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ফ্রিল্যান্সিং নিয়ে আড্ডা দেওয়া মানে অনেক ছোট ছোট সমস্যা গুলি সামনে তুলে ধরা
মু.আবদুস সালাম
.Web Design and Development
being for website create work. if we are want that what's website then we are now stayed it's a website means facebook.We are used facebook it's a website.Every company find their website for introduce & popularity.
Lot of increasing Sphere of activities have for web design
Sowrob Hossain
আপওয়ার্ক, ফাইভার, ফরেক্স,৯৯ডিজাইন, ডাটা এন্ট্রির জন্য মাইক্রোওয়ার্কাস,
এসব মার্কেট প্লেসে ভাল পারপরমেন্স করতে পারেন।
তার প্রথম শর্ত কাজ জানতে হবে
Mohtasir Ibn Matiur
মার্কেট প্লেস বলতে কি বোঝানো হচ্ছে?
MD Nasim Khan
Top market Place je gulo te kaj poua naki ekhon khub kothin hoye jacche....kothata koto tuku sotti
Ibrahim Khalil
মার্কেটপ্লেস কি?
মার্কেটপ্লেস হলো এমন একটি জায়গা যেখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে থাকে
Ñâ Shrèè Ñîtû
ফ্রিল্যান্সিং এর ভিবিন্ন সেক্টর আছে,তার মধ্যে অন্যতম ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট
Ñâ Shrèè Ñîtû
অন্যতন মাকের্টপ্লেস
Fiver.com
Upwork.com
Ibrahim Khalil
বাংলাদেশের অন্যতম একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হল "বিলেন্সার"
Tasmin Bhuiyan
কোন সাইটে কাজ করা শুরু করবো?

আপনি যদি কিছু কাজ জানেন, তাহলে নিচের যেকোন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলুন।

একাউন্ট খুলে ঐ মার্কেটপ্লেস সম্পর্কে আগে ভালো করে জানুন।

প্রত্যেকটা মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল সাজাতে হয়।

প্রোফাইলে নিজে কি কি কাজ পারি তা যুক্ত করতে হয়।

নিজে যেটা পারি, সেটা সত্যি পারি কিনা, তা জন্য অনলাইন পরীক্ষা দিতে হয়।

এসব করতে পারলে বুঝতে পারবেন আপনি কাজ করার জন্য উপযুক্ত।

এরপর কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য বিড করতে থাকুন।

যে কাজটি পারবেন বলে মনে হয় তাতে বিড করুন।

ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ দিন।

কাজ পেতে বেশি সময় লাগবে না।

আমি এখানে কিছু মার্কেটপ্লেসের লিঙ্ক দিচ্ছি। এর বাহিরে আরো অনেক গুলো মার্কেটপ্লেস রয়েছে।

http://www.getacoder.com/ ইত্যাদি।
Md Al Amin Hossen
অটোক্যাড এর মার্কেটপ্লেস কেমন?
Ibrahim Khalil
ভালো
Afsana Aftab
আমি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চাই তাহলে প্রোফাইলটা কিভাবে সাজালে ভালো হবে 🤔
Oli Ahmed
কারন এই সব কাজে যেমন লাভ আছে তেমনি এই সব কাজ যে যতো দঙ্ক্য সে ততো লাভবান হবে
Ibrahim Khalil
ফ্রিল্যান্সিংয়ের জন্য হাজার মার্কেটপ্লেস আছে.তার মধ্যে কয়েকটির নাম হল: আপওয়ার্ক,ফ্রিল্যান্সার,ফাইবার,পিপল পার আওয়ার,৯৯ডিজাইন,থীম ফরেস্ট,গুরু ইত্যাদি
মু.আবদুস সালাম
I want to be a web designer. pray for me. now I share some information about web- design. This work learn easily from others kind of work & After learning lot of opportunity have in the earth.In the world per minute beings 5 71 new websites that's means 1 hour 34260 website
Ñâ Shrèè Ñîtû
বিভিন্ন মাকের্টপ্লেসে ক্লাইন্টরা তাদের বিভিন্ন কাজ তুলে ধরে।যদি আপনি কাজটা পারেন তাহলে ক্লাইন্ট কে মেনেজ করে কাজ টা করতে পারেন।
Mojidul Islam
বর্তমান সময়ে সবছেয়ে ভালো মার্কেট প্লেস হলো ফ্রিল্যান্সার ডট কম।
Oli Ahmed
এই সব কাজ জানা থাকলে আমরা কখনো বেকার বসে থাকবো না। সেটা আমি মনে করি
Mehjabin Srabon
ফ্রিল্যাসিং এর কাজ করার জন্য আলাদা করে ফ্রিল্যানসার আইডি খুলতে হয়?
রিদিয়া সুলতানা
Mehjabin Srabon জ্বি হ্যা
Mojidul Islam
আপওয়ার্ক মার্কেট প্লেসও কম নয় এখানেও অনেক বাংলাদেশি তুরুন তরুনী রা কাজ করছে
মু.আবদুস সালাম
বাংলাদেশের অনেক মেয়ে ছেলে মাসিক ২০/৩০/৪০/ হাজার ইনকাম করছে শুনতেছি ফ্রিল্যান্সিং করে।।
Fateha Lucky
মুক্ত পেশা, ফ্রিলান্সিং পেশা টা শুনতেই ভালা লাগে,
Ibrahim Khalil
অনেকেই মনে করতেছে ফ্রিল্যান্সিং করতে গেলে আগে একটি মার্কেটপ্লেসে একাউন্ট খুলতেই হবে.
বিষয়টা সম্পুর্ন ভূল.আপনাকে আগে ভালোভাবে কাজ শিখতে হবে,অভিজ্ঞতার জন্য কমপক্ষে ১০টি প্রজেক্ট রাখতে হবে যা আপনার পোর্টফলিও.
Mojidul Islam
এসব সাইট থেকে আপনাকে কাজ পেতে হলে আপনার নিজের স্কিল ক্যাটগরি ভালো রাখতে হবে আর সব সময় এসব সাইটে একটিভ থাকতে হয় আর কাজের জন্য বিট করতে হয়
রিদিয়া সুলতানা
ফ্রীল্যান্সিং করার কন্য মার্কেটপ্লেসে ফ্রীল্যান্সিং একাউন্ট খোলা হয়।আর মার্কেট প্লেস অনেক ধরনের হয়।যেমন:আপওয়ার্ক,ফাইভার,গুরু,ফ্রীল্যান্সিং ইত্যাদি।প্রত্যেকটা মার্কেটপ্ললেসে আলাদা,করে একাউন্ট খোলা হয়।
Ñâ Shrèè Ñîtû
মাকের্টপ্লেস মানেই হল কাজের জায়গা।কাজ শিখার পর আইডি খুলে ক্লায়েন্ট কে মেনেজ করে কাজ করতে হয়।অব্যশই ক্লাইন্টকে মেনেজ করার মতো মন মানসিকতা থাকতে হবে।
Oli Ahmed
আমাদের আনেকে এই আড্ডাতে না এসে SE group এ পোষ্ট ও কমেন্ট করি নিয়ে বিজি কিন্তুু আমরা যদি প্রতেকে আড্ডাতে সময় দেই তাহলে কিন্তুু আমাদেরই লাভ তাই না বলেন
MD Alamin
একেকটা মার্কেটে একেক কাজের ডিমান্ড আছে, যেমন ফ্রিল্যান্সার ডট কম এ সব চেয়ে বেশি ডিমান্ড রয়েছে, সফটওয়্যার ডিভলোপ মেন্ট অয়েব ডিভলোপমেন্ট, আইটির এই সেক্টরে প্রচুর পরিমান কাজ রয়েছে সেই তুলনায় মানূষ অনেক কম।
Debapriya De
Freelancing sites are 99design, upwork,freelancing etc
Mehedi Hasan
I know some freelancing online marketplace and website. These are upwork .com freelancer .com
Fiverr ,com
These are most popular and trusted online marketplace for freelancing
Mehedi Hasan
And there are some others online platform available for doing your freelancing like pondfive . This is most popular and trusted website for seeling your online asest like Android apps. Trafficking website, previous buying domain name etc
Mehedi Hasan
Many times I brows freelancing marketplace and I can see there are various kind of work available if you are skilled. Like logo design bannar fastune, play cards, business card, special invitation card, etc this all are in graphics design section, and others writing related work content writing for web, seo base writing, blog post writing, copywriting, translating, data entry, product review , description writing etc
Sowrob Hossain
আপনি রিক্সা চালককে ও ফ্রিল্যান্সার বলতে পারেন।
কিন্তু অনলাইন জগত টি একদম আলাদা।
একটি কথা মনে রাখবেন।
আপনি যদি চালাকি করেন।
তাহলে আপনি কখনো কাজ পাবেন না।
কারন আপনার ড্রপ করা ফরম টি অইখানে আজীবনের জন্য থেকে যাবে।
Ibrahim Khalil
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন তবে আপনার জন্য ৯৯ ডিজাইন মার্কেটপ্লেস বেস্ট
Debapriya De
If someone achieve any skilled, he / she will achieve in freelancing market
Ñâ Shrèè Ñîtû
mojo marketplace
Envato marketplace
এই দুইটাতে আপনি ভিবিন্ন ধরনের কার্ড তৈরি করেও টাকা ইনকাম করতে পারবেন।যদি কতৃপক্ষ আপনার কার্ড টি অনুমোদন করে থাকেন।
Md Daloare Hossain
সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক যা পূর্বে ছিলো ওডেক্স নামে।
Tushar Shuvro
অটোক্যাড নামে একটি সাবজেক্ট ছিলো আমার। ফ্রিল্যান্সিং এ অটোক্যাডের কোন সেক্টর কি আছে???
Ibrahim Khalil
যদি আপনি এসইও পারেন তবে আপনি "এসইওক্লার্ক" মার্কেটপ্লেসে কাজ করতে পারেন
Raisah Mollick
ডাটা এন্ট্রির জন্য কি কি শিখতে হবে বা করতে হবে
Sowrob Hossain
আপনারা যারা বলেন বেকার বেকার
ফ্রিল্যান্সিং একটি আইডিয়া আপনার জিবনের মুড় গুড়াতে পারে
Rumana Islam
ব্যবসা বিষয়ক কাজগুলোর জন্য কোন মার্কেট ভাল হবে?
Ibrahim Khalil
ব্যবসায়িক হলে আপনি এফিলিয়েট মার্কেটিং এর দিকে যান
Rumana Islam
Ibrahim Khalil না ভাইয়া, বিজনেস প্ল্যান, বিজনেস এনালাইসিস - এইসব
Ibrahim Khalil
অহ,
আপনি কি ক্লায়েন্টকে ব্যবসায়ীক সেবা দিতে চান?
Ibrahim Khalil
পারবেন.
তবে আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে
Rumana Islam
Ibrahim Khalil তাহলে তো মনে হয় অনেক কঠিন হয়ে যাবে
Ibrahim Khalil
Rumana Islam হুম.সেখানে তো মুদি দোকানের আইডিয়া নিয়ে কাজ করা যাবেনা.
Esrath Pori
Upwork and fiver i think best famous site.....
Many of people win there...cz many hardworking
people work very honestly.
So i think it's life change site..
Lima Khan
Fabiha Busra,B Boby,Nurul Huq,Abu Hasnat Tauhidul Islam
মু.আবদুস সালাম
মার্কেট প্লেস কি?
অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বায়ার রা তাদের কাজ করানোর জন্য ফ্লিল্যান্সার খুজে। এবং ফ্লিন্যান্সারা কাজ খুজার জন্য এই সাইটগুলো ব্যবহার করে থাকেন, এটিই মুলত মার্কেট প্লেস।
Mehedi Hasan
Then we can get some others categories work like media production. Videography --- promotion video, ads video, time lapse , hyperlaps , motion graphics , animation, stock footage etc . If you are pro videgraphar
Debapriya De
There are many works example web design and development, graphic design, Digital marketing, SEO , content writer etc
Setu Khandaker
সর্বমোট কতটি মার্কেট প্লেস রয়েছে?
Ibrahim Khalil
হাজারের উপর.
Md Daloare Hossain
সারাবিশ্বে লোকালি এবং আন্তর্জাতিক অগণিত মার্কেট প্লেস রয়েছে
Md Daloare Hossain
তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রিলান্সার ডটকম
Debapriya De
If you want freelancing work , for this there is need a dedicated person
MD Alamin
নিচে সেরা কয়েকটি ফ্রিল্যান্সিং সাইট এর নাম দেয়া হল এগুলো সবচেয়ে সেরা সাইট।

1. Fiverr
2. Upwork
3. Freelance
4. Cloud Peeps
5. Indeed
6.College Recruiter
7.Craigslist
8.Mediabistro
9.99designs
10.Behance
11.Dribbble
12.AngelList
13.DesignCrowd
14.Envato
15.Smashing
16.Magazine
17.Crowdspring
18.Working Not
19.Working
20.10x Management
21.Gigster
22.Airbnb
23.PeoplePerHour
24.Aquent
25.Amazon
26.Mechanical
27.Turk
28.Zirtual
29.Fancy
30.Hands
31.Worldwide101
32.The Mandy
33.Network Ltd
34.Stage 32
35.Red Hat
36.Software
37.WeWork
Ibrahim Khalil
২য় অবস্থানে আছে ফ্রিল্যান্সার ডট কম.৩য় অবস্থানে ফাইভার
Setu Khandaker
প্রতিটা মারকেট প্লেস এর জন্য আলাদা আলাদা একাউন্ট খুলতে হয়?
Ibrahim Khalil
হুম
Debapriya De
At first we have to create own accounts at those freelancing sites
মু.আবদুস সালাম
অনলাইনে অনেকগুলো মার্কেট প্লেস আছে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন কোয়ালিটির। আমি এক্সপার্ট না সেগুলো সম্পর্কে তারপরও ---
# আপ ওয়ার্ক : নামে একটি মার্কেট সাইট আছে যেখানে বায়ার রা অর্থ্যাৎ যারা কাজদাতা তারা কাজের পোস্ট দিবে সেখানে ফ্লিল্যান্সারা তাদের যোগ্যতা অনুযায়ী এপ্লাই করবে এবং কাজ গুলো কমপ্লিট করে দিবে।।👍👍
MD Alamin
মার্কেট প্লেসে ৩ ধরনের লোক থাকে,
, ক্রেতা
, বিক্রেতা
, মার্কেট এডমিন প্যানেল, এদেরকে থার্ড পার্টি বলা হয়।
Ibrahim Khalil
আপওয়ার্ক,ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে ক্লায়েন্ট জব পোস্ট করবে.সেখানে ফ্রিল্যান্সাররা বিড করবে...
ক্লায়েন্ট কয়েকজনের কাছ থেকে ইন্টার্ভিউ নিয়ে যেকোন একজনকে কাজ দিবে.
Md Al Amin Hossen
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসঃ

যেসব ওয়েব সাইট এর মাধমে ফ্রিল্যান্সার রা ক্লায়েন্ট এর দের সাথে যোগাযোগ করে সেসব সাইডকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলে।
যেমনঃ
ফ্রিল্যান্সার ডট কম।
আপওয়ার্ক।
Md Daloare Hossain
বাংলাদেশি মার্কেট প্লেস বিলান্সার
MD Nasim Khan
বতর্মানে মাকের্ট প্লেস গুলোতে কাজের কমপিটিশন চলছে তুমুল।।।
Ibrahim Khalil
অন্যদিকে ফাইবার হল ভিন্ন.ফাইবারে ফ্রিল্যান্সারেরা তাদের কাজের ছোট ছোট গিগ বানিয়ে বায়ারদেরকে রিকোয়েস্ট পাঠাবে.বায়ারের সব পছন্দ হলে ইন্টারভিউ নিয়ে কাজ দিবে.কমপ্লিট করে জমা দেয়ার পর কাজ ঠিকঠাক থাকলে একটি ফিডব্যাক দিবে এবং ডলার পে করবে.
উল্লেখ্য যে সেখান হতে ২০% ফাইবার কর্তৃপক্ষ কেটে নিবে
Oborohe Oborohe
84.i don’t no a lot about freelancing market place but i am waiting to know more about it.....i know about freelancing market place kind.firstly,freelancing market place has 4 kind in the world.
1.Contest related.
2.bit related.
3.service related.
4.resalable market place.
Asita Ananya
ওয়েব ডিজাইনার এর জন্য জনপ্রিয় মার্কেটপ্লেস আপওয়ার্ক আর
গ্রাফিক্স এর জন্য 99 ডিজাইন।দুটোর মধ্যে একটা শেখার ইচ্ছা।
Setu Khandaker
ক্লায়েন্ট কারা আর বায়ার কারা?
Asrafi Shah
Setu Khandaker আপনি ক্লায়েন্ট, আর যে কাজ দিবে সে বায়ার।
মু.আবদুস সালাম
নিচে কয়েকটি মার্কেটপ্লেসের নাম দি-
১/পিপল পার আওয়ার
২/99 ডিজাইন
৩/ইনভাটো
৪/মাইক্রোওয়ার্কার
৫/ক্লিকব্যাংক
Md Daloare Hossain
পপুলার পারআওয়ার এখানে ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, স্যালেস এবং মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট সহ অন্যান্য কাজ গুলো পাওয়া যায়
মু.আবদুস সালাম
আমাজান- নামটি আমরা সবাই শুনেছি। এটিও একটি মার্কেট প্লেস। যেখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয় সহ নানা বিষয় আছে।👌
Ibrahim Khalil
পিপল পার আওয়ার মার্কেটপ্লেস হল আপওয়ার্ক ও ফাইভায়ারের মাঝামাঝি. মানে দুই সার্ভিসের মাধ্যমেই কাজ করতে পারবেন.
**আপওয়ার্ক ও ফাইভার নিয়ে উপরে আলোচনা করেছি**
Md Daloare Hossain
লিংকডইন একটি স্যোশাল মিডিয়া তবে প্রফেশনাল। এখানেও প্রায় সকল প্রকার ফ্রিল্যান্সিং এবং প্রথাগত চাকরি পাওয়া যায়।
MD Alamin
মার্কেট প্লেসের ইউজার আর জব প্রজেক্টের সংখ্যা। প্রায় ৩ কোটরও অনেক বেশি ইউজার রয়েছে কিন্ত এর মধ্যে প্রায় দের কটির মতই একাউন্ট তৈরি করে কাজ করছে না।

অথব জব ১ কোটির ও অনেক বেশি পোস্ট রয়েছে। আমাদের জন্য এসব মার্কেট প্লেসে অনেক সুযোগ রয়েছে।
Md Daloare Hossain
ডিজাইনহিল এখানে লগো ডিজাইন, গ্রাফিক্স ওয়েব ডিজাইন এবং রাইটিং এর কাজ গুলো পাওয়া যায়
Ibrahim Khalil
আপওয়ার্ক মার্কেটপ্লেসে ৫৭,০০০+ বাংলাদেশী একাউন্ট আছে.কিন্তু কাজ করতেছে মাত্র ১০,০০০ বা তার সামান্য বেশি.
বাকি ৪৬,০০০ খালি কলসি.কোন কাজ,আর্ন করতে পারছেনা.তাই ভালোভাবে কাজ শিখে তারপর মার্কেটপ্লেসে আসুন.
বলে রাখা ভালো,আপওয়ার্ক বাংলাদেশে জনসং্খ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হারে একাউন্ট ব্যান করতেছে.
মু.আবদুস সালাম
# ৯৯ ডিজাইন - এটি মার্কেট প্লেস মুলত ডিজাইনারদের জন্য।
এখানে বায়ার রা তাদের কাজের বিবরণ, টাকার বিবরন সহ সবকিছু লেখে জব পোস্ট করেন। আগ্রহী ডিজাইনার রা তাদের পছন্দমত কাজটি সংগ্রহ করে কাজের বিনিময়ে ডলার পেয়ে থাকেন।👍
Humaira Afifa
আচ্ছা, Android phone use করে কি ফ্রিলান্সার হিসেবে কাজ করা যাবে না?
Ñâ Shrèè Ñîtû
না
ল্যাপটপ/কম্পিউটার লাগবে সাথে ভালো ইন্টারনেট কানেকশন
Ñâ Shrèè Ñîtû
আইডি খুলে কাজের জন্য আন্তর্জাতিক ফ্রিল্যান্সারদের সাথে লড়তে হবে।তাই কাজ ভালো ভাবেই শিখেই জয়েন হতে হবে।
Md Daloare Hossain
ক্লাউডপেপস এখানে ডিজাইন, ইমেইল, পাবলিক রিলেশন, এডমিন, পেইড এডস, এসইও, স্যোশাল মিডিয়া এবং কন্টেন্টের কাজ গুলো পাওয়া যায়।
MD Alamin
যারা যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছে তারা প্রতিদিন দুই একবার করে মার্কেট প্লেসে ঘুরুন তাহলে দেখবেন অনেকের থেকে অনেক এগিয়ে থাকবেন তখন অন্যদের সাজেশন দিবে বেড়াবেন:-D
Tamalika Toma
আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে ইন্টারনেট জগতের সব কিছুতে স্বচ্ছ ধারণা অর্জন করি বাট আমাদের এখানে তেমন কার্যকরি সেন্টার আছে বলে মনে হয় না। তাই আশা আশাই
Md Daloare Hossain
সার্ভিসক্যাপ এখানে রাইটিং, এডিটিং, ট্রান্সলেটিং, এবং ডিজাইনের কাজ গুলো পাওয়া যায়।
মু.আবদুস সালাম
#ইনভেটো --- এটি সম্পর্ন ভিন্ন একটি market place. এটি passive iincome এর জন্য সেরা। আপনার তৈরীকৃত কাজগুলো আপনি বায়ারদের কাজে বিক্রি করতে পারবেন।তারপর বায়ার রা তাদের সুবিধা মত কাস্টমাইজ করবে।
MD Alamin
কাজ ভালো জানলে লোকেই আপনাকে খুজে প্রজেক্ট দিবে। তারমানে দক্ষ থাকলে প্রজেক্ট পাওয়া বেপার না আর দক্ষ না থাকলে প্রজেক্ট পাওয়া আসলেই অনেক কঠিন।
Md Daloare Hossain
কন্টেনা কন্টেন্টের কাজ পাওয়ার জন্য পার্ফেক্ট প্লেস বিশেষ করে টেকনোলজি, খেলাধুলার কন্টেন্টের কাজ বেশি পাওয়া যায়
Jhuton Chandra
অনলাইনে কাজ করা বর্তমানে বহুল পরিচিত একটি পেশা। দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রকারের কাজ করে ঘরে বসেই হাজার হাজার ডলার আয় করা সম্ভব। বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে। ২০১৭ সালের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে তখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার কমিউনিটি ছিল। অর্থাৎ, পৃথিবীতে তখন যে সংখ্যক ফ্রিল্যান্সার ছিলেন, সেই হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। প্রথম স্থানে ছিল ভারত। তৃতীয় যুক্তরাষ্ট্র। এই বিশাল সংখ্যক মানুষের অধিকাংশ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ শুরু করেছেন।
কিছু সাইটের লিংক সহ নাম উল্লেক্ষ্য করে দিলাম
১. আপওয়ার্ক – www.upwork.com
২. ফাইভার – www.fiverr.com
৩. ফ্রিল্যান্সার ডটকম – www.freelancer.com
৪. পিপল পার আওয়ার – www.peopleperhour.com
৫. নাইনটিনাইন ডিজাইনস – 99designs.com
৬. গুরু ডটকম – www.guru.com
৭. বিল্যান্সার ডটকম – belancer.com
MD Alamin
আমি ফ্রিল্যান্সিং করতে আগ্রহি কিন্তু কোথা থেকে শুরু করবো?

আপনাকে আগে এই সব মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। রিসার্চ করতে হবে কোন কাজটি আপনার জন্য আরামদায়ক হবে এবং কাজ সিলেক্ট করে সেই কাজের উপর আপনাকে স্কিল্ড হতে হবে।
Hasan VA
সব গুলো Marketplace এর পেছনে না দৌড়ে, শুধুমাত্র Upwork & Fiver এ সময় দেন। কাজ পেয়ে যাবেন।
MD Nasim Khan
কাজে দক্ষ হলে হবে না একটু চতুর ও হতে হবে তা না হলে ভুয়া বায়ারের পাল্লায় পরবেন। এদিকেও লক্ষ্য রাখবেন
Md Daloare Hossain
ফ্রিল্যান্স রাইটিং এখানে শুধু লেখালেখির ক্লায়েন্ট পাওয়া যায়
আসিফ প্রামাণিক
আজ কম্পিউটার জানলে একটা জব হত..
Ibrahim Khalil
মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে যা যা লাগবে:-
১ যেকোন বিষয়ে ভালো দক্ষতা.
২ ইংরেজি.
৩ মার্কেটপ্লেস নিয়ে জ্ঞান
৪ গুগল,ইউটিউব হতে যেকোন সমস্যার সমাধান খুজে পাওয়ার দক্ষতা.
৫ জাতিয় পরিচয়পত্র বা পাসপোর্ট.
৬ ব্যাংক একাউন্ট.
৭ সংশ্লিস্ট কাজের উপর কমপক্ষে ২০ টি পোর্টফলিও.
৮ বেশিরভাগ সময় অনলাইনে থাকার সময়.
Hasan VA
কাজ শিখুন। তারপর কাজ খুজুন। তার সাথে Practice চালিয়ে যান। কাজ না যেনে বিড করবেন না। বাংলাদেশের ফ্রিল্যান্সার দের পজিশন নষ্ট করবেন না।
Ibrahim Khalil
কেউ প্রোপারলি কাজ না শিখে মার্কেটপ্লেসে একাউন্ট করিয়েননা.সারাজিবন এর মাশুল দিতে হবে
Hasan VA
আপনাদের বোঝার সুবিধার জন্য আমার একটি প্রোফাইল লিংক শেয়ার করলাম।
অনুরোধ থাকলো কেউ কিছু কপি করবেন না আমার প্রোফাইল থেকে। দেখুন আর বুঝুন, নিজের প্রোফাইল তৈরি করতে কাজে লাগবে।

Mehadi Hasan
মার্কেটপ্লেস আছে অনেক । তবে আগে যেটা প্রয়োজন সেটা ইংরেজিতে দক্ষতা, কোনো একটি কাজে ব্যাপক দক্ষতা ( দক্ষতা ছাড়া মার্কেটপ্লেসে দাম নাই), যেই মার্কেটপ্লেসে কাজ করবেন সেই মার্কেটপ্লেসে সম্পর্কে ভালোভাবে জানা, মার্কেটপ্লেসে এর নিয়মকানুন জানা, পেমেন্ট পলিসি সম্পর্কে জানা, ক্লায়েন্ট এর সাথে যোগাযোগের ব্যাপারে মার্কেটপ্লেসে এর পলিসি জানা, মার্কেটপ্লেসে এ কিভাবে বিড করে এবং এর নিয়ম কানুন জানা, কিভাবে মার্কেটপ্লেসে এ পোর্টফোলিও তৈরি করবেন ইত্যাদি ।
Mehadi Hasan
মার্কেটপ্লেসে যেমন ভালো ক্লায়েন্ট পাবেন তেমনি খারাপ ক্লায়েন্ট ও পাবেন। তাই এসব ব্যাপারে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। তবে খারাপ ক্লায়েন্ট এর সংখ্যা খুব ই অল্প। ভালো ক্লায়েন্ট এর সংখ্যা বেশি। ভালো ক্লায়েন্ট এর কাজ ভালোভাবে করলে সে যেমন ভালো রিভিউ দিবে তেমনি আপনার কাজ ভালো হলে মনে রাখবে।
Raju Ahmed
অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে আপ-ওয়ার্ক খুব জনপ্রিয়। আপ-ওয়ার্ক ছাড়াও রয়েছে ফাইভার, ফ্রিলেন্সার, পিপুল পার আওয়ার সহ অনেক সাইট।
Ahmad Mahi
মোটামুটি ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেস নিয়ে অনেকেই ভাল তথ্য শেয়ার করেছেন।
ধন্যবাদ সবাই কে।
তবে মার্কেট প্লেস এর সাইটে গিয়ে দেখলে আরো ভাল করে বুঝবেন।
আপনি শুধু ফাইভার.কম এ গিয়ে ব্রাউজ জব এ ক্লিক করে একটু ধারনা নিন,এখানে হাজারো কাজ করতে পারবেন,কি নেই এতে??
তবে মূল কথা হল,আপনাকে যে কোন একটি বিষয়ে ভাল দক্ষ হতে হবেই,দক্ষতা ছাড়া কোন মূল্য নেই।
তবে আর দেরি কেন.....?
মাধবী লতা
সবকিছুতেই ইংলিশটা অনেক দরকার।
Mehadi Hasan
মার্কেটপ্লেসে এ আপনি একাই যে অনেক কিছু জানেন আর ক্লায়েন্ট কিছু জানে না এটা মনে করলে মার্কেটপ্লেসে আপনার জন্য না। মার্কেট প্লেসে প্রচুর ক্লায়েন্ট আছে যারা আপনার থেকেও ভালো জানে। জানে বলেই তারা বেশ ভালোভাবেই কাজের ডিস্ক্রিপশন এ সব কিছুই বলে দিবে।
Rimon Deb Nath
experience and skill without get not high rate task.
Biplob Kishore Deb
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মূলত ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ সাধন করে থাকে। এটি একটি অনলাইন সাইট যেখানে ফ্রিল্যান্সাররা বিড করার মাধ্যমে ক্লায়েন্টের পোস্ট করা কাজ পেয়ে থাকে। কাজ সাবমিট করার পর ক্লায়েন্ট নির্দিস্ট পেমেন্ট সিস্টেমে (যেমনঃ পেপাল) পূর্ব-বির্ধারিত অর্থ প্রদান করে থাকে ফ্রিল্যান্সারকে। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম হলোঃ ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি।
ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করতে চান তাদের অবশ্যই মার্কেটপ্লেসগুলো সম্পর্কে ভালো ধারনা থাকা উচিত। কিছু সাইট আছে বিশেষায়িত, অর্থাৎ সেখানে শুধুমাত্র নির্দিষ্ট এক ধরণের কাজই পাওয়া যায়। যেমনঃ 99Designs সাইটে শুধুমাত্র লোগো ডিজাইন সম্পর্কিত কাজ পাওয়া যায়। অনেক মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারদের দক্ষতাকে ক্লায়েন্টের কাছে তুলে ধরে। ফ্রিল্যান্সারের কাজে সন্তুষ্টির উপর ভিত্তি করে ক্লায়েন্টের দ্বারা ফ্রিল্যান্সারদের রেটিং দেয়ার ব্যবস্থা আছে ফ্রিল্যান্সার ডট কমে। মোট কথা হলো বিভিন্ন মার্কেটপ্লেসের বিভিন্ন ফিচার রয়েছে; তাই শুধুমাত্র একটি মার্কেটপ্লেসের উপর নির্ভর না করে ফ্রিল্যান্সারদের উচিত বিভিন্ন মার্কেটপ্লেসগুলো সম্পর্কে ধারণা নেয়া এবং বোঝার চেষ্টা করে কোন কোন সাইটগুলো তাদের জন্য বেশি উপযুক্ত। বিশেষ করে যে যেদিকে দক্ষ সেই ধরণের কাজ কোথায় বেশি পাওয়া যায় এই ধরণের তথ্যগুলো জানা ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে সব কথার শেষ কথা হলো, মার্কেটপ্লেস যেটাই হোক না কেন, ক্লায়েন্ট সন্তুষ্টি বজায় রাখতে না পারলে কোন মার্কেটপ্লেসেই সফল হওয়া যাবে না। তাই একজন ফ্রিল্যান্সারকে সবার আগে প্রফেশনাল মানসিকতা গড়ে তুলতে হবে। সত্যিকারের একজন প্রফেশনালের মতো কমিটমেন্ট ঠিক রাখতে হবে- সেটা কাজের মান ঠিক রাখা এবং নির্দিস্ট সময়ের মধ্যে কাজ সাবমিট করা, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আর নিজের কাজে নিজেকে আরো দক্ষ করে তোলার পাশাপাশি, ইংরেজি দক্ষতা অর্জনেও সমান গুরুত্ব দেয়া উচিত।
Mehjabin Tanny
কন্টেন রাইটিং কি? কিভাবে এর কাজ শিখা শুরু করতে হবে?
Afsana Aftab
Mehjabin Tanny কন্টেন্ট রাইটিং হচ্ছে Artical রাইটিং
Ataur Rahman
কন্টেন্ট বলতে আমরা বুঝি, সাধারণত আমরা দেখে থাকি ভিবিন্ন প্রোডাক্ট এর নিচে অথবা ভিবিন্ন ভিডিও এর মাঝে তারা প্রোডাক্ট টা অথবা ভিডিও টা সুন্দর করে তার আকার আকৃতি কাজের ক্ষমতা ইত্যাদি তুলে ধরে এই যে সবার সামনে তুলে ধরা টা এটা ই মূলত কন্টেন্ট ।

আথবা, আমরা যদি আর একটা উদাহরণ দেই যেমন, আপনি যদি কোনো একটা নাটক অথবা সর্টফ্লিম এর মাঝে যে কথা গুলা বলা হয় ওগুলো ই এক ধরনের কন্টেন্ট ।

সুতরাং , ভিডিও বলেন ওয়েবসাইট বলেন সব কিছু ই একটা ভালো কন্টেন্ট পেলে তার গুনগত মান স্রোতার কাছে বা ক্রেতার কাছে বহুগুণে বৃদ্ধি পায়।
Kawser Ahmad Sohan
Mehjabin Tanny কয়েকটা ওয়েবসাইটের জন্য প্রচুর বিষয়ভিত্তিক আর্টিকেল দরকার। বাংলা অথবা ইংরেজি। বিভিন্ন বিষয় নিয়ে দারুনভাবে সাজানো গোছানো লেখা যা অন্যদের জন্য খুবই উপকারি। সাধারনত প্রতিটা ৩-৫ পেজ করে। কম-বেশি হতে পারে। লিখতে পারলে দয়া করে জানাবেন।
Oli Ahmed
আমরা সারাদিন S E group a are D S B group a সময় দেই তা ঠিক। কিন্তুু আমরা সকলে শুধু মাএ রাতে ১০:০০ টায় সব কিছু বাদ দিয়ে এই আড্ডা পোষ্টে যদি আছি তালহে কিন্তুু আড্ডা পোষ্ট যেমন জমে আটবে তেমনি আমরা আনেক কিছু জানতে ও শিখতে পারবো। এখন আপনারাই বলেন আমি কিছু ভুল বলছি।
Amita Roy
যারা কোন কাজ করাতে চান তাদের কে বায়ার বলে আর যারা কাজ করতে ইচ্ছুক বা বা বায়ার এর চাহিদা মতো কাজটি করে দে
Mohammad Ismail Fahim
পেপাল বাংলাদেশে না আশায় ফ্রিলাঞ্চারা অনেক কষ্টে আছে।
source


No comments:

Post a Comment