অনলাইনে ক্যারিয়ার - Razib Ahmed- Adda Post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh

আড্ডা পোস্ট ৩ জুন ২০১৯।
বিষয়ঃ অনলাইনে ক্যারিয়ার গঠনের উপায়গুলি নিয়ে আলোচনা করুন।
 আড্ডা পোস্টে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য অগ্রীম ঈদের শুভেচ্ছা রইলো।
Razib Ahmed Biplob Kishore Deb

Shahariar Tasnim
ই -কমার্সের মাধ্যমে ক্যারিয়ার গঠন করা যাবে।।
Ibrahim Khalil
অনলাইনে ক্যারিয়ার.....!
রাস্তাঘাটে,গলিতে চলতে গিয়ে আমরা হরেকরকমের বিজ্ঞাপন দেখে থাকি অনলাইনে/ঘরে বসে খুব সহজে আয়.
আসলেই কি অনলাইনে খুব সহজেই আয় করা যায়?
Tauhidul Islam
Ibrahim Khalil আমার ও প্রশ্ন এটা, সহজে আয় করা যাইনা বুঝি কিন্তু প্রসেসটা জানা দরকার সেই সাথে কষ্ট করে সাফল্য অর্জন করা যাবে।
Oborohe Oborohe
খুব সোজা নয় কিন্তু তুলনামূলক ভাবে শান্তি বিদ্যমান..
Shahariar Tasnim
গ্রাফিক্স ডিজাইনিং,লগো ডিজাইন, ইত্যাদি নিয়ে ও ক্যারিয়ার গঠন করা যায়।।
ছোয়া আহমেদ
অনেকে সময় দেখি যে,, ফেসবুকে বসে মাত্র ২-৩ঘন্টায় ৫০০টাকা কামানোর অফার পাই এইগুলা কি আসলেই সত্যি নাকি ফেইক?
Ibrahim Khalil
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ১০০% ভুয়া
Moshiur Rahman Maruf
ব্যসিক শেখার পর একটি নিদিষ্ট দিকে, প্রচুর সময় হাতে নিয়ে এগিয়ে চলা।
Moshiur Rahman Maruf
ব্যসিক শেখার পর একটি নিদিষ্ট দিকে, প্রচুর সময় হাতে নিয়ে এগিয়ে চলা।
Ibrahim Khalil
অনলাইনে কি খুব সহজেই আয় করা যায়?
পোস্টারে,লিফলেটে যে লিখা থাকে সহজে আয় করা যায়?
উত্তর: বিষয়টা আসলে এতটা সহজ না,যতটা বিজ্ঞাপনে বলা থাকে
Blooming Flower
অনলাইনের মাধ্যমেও ক্যারিয়ার গঠন করা যায়। সার্চ ইংলিশ গ্রুপ আর ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপ এর অন্যতম উদাহরণ।
Mamunur Rashid Korany
স্বাগত সবাইকে,,
স্বাধারনত, অনলাইনে ক্যারিয়ার বলতে,ই- কমার্স ও ফ্রিলান্সিং কে বুঝানো হয়ে থাকে।যা নিয়মিত আড্ডায় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়।
Shahariar Tasnim
ফিল্যান্সিং, আউটসোর্সিং এর মাধ্যমে ও ক্যারিয়ার গঠন করা যায়।।
Tauhidul Islam
অনলাইনে ক্যারিয়ার গড়তে ইংরেজি জানার পর প্রথম কি করতে হবে?
Ibrahim Khalil
যেকোন একটি বিষয় সিলেক্ট করতে হবে.যেটি নিজের জন্য উপযুক্ত এবং চাহিদা ভালো
Blooming Flower
অনলাইনে/ফেইসবুকের মাধ্যমে আমরা পড়াশোনা করে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারছি। যা ক্যারিয়ার গঠন করতে গিয়ে টানাপোড়ার হাত থেকে রক্ষা করবে।
ছোয়া আহমেদ
আমি মনে করি যদি অনলাইনে ইনকাম করে সুন্দর করে ক্যারিয়ার গঠন করতে চাই তাহলে আগে আইটি সম্পর্কে ভালো জ্ঞ্যান থাকতে হবে। কারন ভালো জ্ঞ্যান না থাকলে উন্নতি করা সম্ভব না
Tauhidul Islam
Mehedi Hasan Pariya Mone Arpita Barai বনলতা প্রধান Sheikh Al Amin Alayna Khan Jainul Abedin AriFur RaHman Umme Habiba Aymon Afsana Aftab
Md Rafiqul Islam
অনলাইন একটি সুবিশাল জগত, যেখানে যে কেউ ইচ্ছা করলে নিজের ইচ্ছা মত ক্যারিয়ার গঠন করতে পারে। কাজের একটি সীমাহীন পরিধি।
Md Rafiqul Islam
এ জগতের শেষ নেই
Shahariar Tasnim
ব্লগিং করে ও ক্যারিয়ার গঠন করা যায়।।
Tanzila Taf
অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য কম্পিউটার সম্পর্কে খুব ভাল এবং পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক ।তাই এর বেসিক জেনে নির্দিষ্ট দিক ঠিক করে লাভ লসের দিকে খেয়াল না করে নিরলস ভাবে কঠোর পরিশ্রম করা একান্ত প্রয়োজন ।
Moshiur Rahman Maruf
আপনি যাই কিছু করেন, হতে পারে ডিজাইন, কপি রাইটিং কিন্তু চেষ্টা করেন ব্যসিক থেকে শুরু করে তার সব কিছু নিজের আয়ত্বে আনার
Shahariar Tasnim
ওয়েবসাইট সাজিয়ে ও ক্যারিয়ার গঠন করা যায়।।
নীল পরী
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে প্রথমে আপনাকে ইংরেজি শিখতে হবে তারপর যে বিষয়ে আপনি ক্যারিয়ার গড়তে চান সে বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
Umma Habiba Umme Habiba
অনলাইন এর মাধ্যমে ক্যারিয়ান গঠন এখন ও অতটা সহজ হয়ে ওটেনি তবে আগের তুলনায় আগায়ছে
Oli Ahmed
অনলাইনে ইনকাম করে সুন্দর করে ক্যারিয়ার গঠন। করতে চাইলে তাহলে আগে আইটি সম্পর্কে ভালো জ্ঞ্যান থাকতে হবে। কারন ভালো জ্ঞ্যান না থাকলে
উন্নতি করা সম্ভব না।তাই আমাদের আগে জ্ঞান আজর্ন করতে হবে এই বিষয়েআর এর জন্য আপনাকে প্রচুর পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে
Ibrahim Khalil
নিজের বাসায় বসে,স্বাধীনভাবে নিজের মেধা খাটিয়ে এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে আয় করাকে ডিজিটাল ক্যারিয়ার বলে
MD Alamin
অনলাইনে কেরিয়ার গঠনের প্রথম ধাপ হচ্ছে ইংরেজিতে এক্সপার্ট হতে হবে।
Exceptional Sajal
নিজের আগামী পথ কে যতই বাধা আসুক না কেন হতাশ না হয়ে সুখ,দুংখ কে সমান ভেবে এগিয়ে যেতে হবে।
Mohtasir Ibn Matiur
অনলাইনে কাজের কথা মনে হলে প্রথমেই আমাদের মনে হয় বাসায় বসে কম্পিউটার এর সামনে বসে রিলেক্স মোডে চা খেতে খেতে কাজ করা
কিন্তু বিষয়টি কিন্তু তা নয়।ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। তাছাড়া ভার্চুয়াল অফিসে বাসায় বসে কাজ করা গেলেও, এখানে আপনাকে নিয়মিত সময়, একাগ্রতা, নিষ্ঠার পরিচয় দিতে হবে। তাছাড়া হতে হবে ইংরেজিতে পারদর্শী ও উপস্থিত বুদ্ধি সম্পন্ন
Afsana Aftab
অনলাইনে কেরিয়ার গড়তে IT দক্ষতা সবচেয়ে বেশি দরকার
নীল পরী
ভালো ইংরেজি না বুঝলে আপনার ক্যারিয়ার গঠনে বাধা আসতে পারে।
নীল পরী
আপনাকে ইংরেজি শিক্ষার সাথে সাথে কম্পিউটারের উপর পারদর্শী হওয়া জরুরি।
Sadia Islam
অনলাইনে ক্যারিয়ার করার জন্য "ফাইভার" কতটা নিরাপদ?
Ibrahim Khalil
Moshiur Rahman Maruf জ্বি ভাই,মার্কেটপ্লেস আরো ১ বছর পর
Ibrahim Khalil
Sadia Islam আর এগুলো আন্তর্জাতিক মার্কেটপ্লেস. দেশীয় গুলোর মত দুর্নীতি তাদের নেই
Afsana Aftab
বর্তমানে সবাই এদিকে কারিয়ার গড়ায় আগ্রহী বেশি কারন এখানে সবার দক্ষতার ভিত্তিতে সাফল্য পাওয়া যা বাস্তবে হয়না
Oishi Ahsan Mim
অনলাইন কে কেন্দ্র করে ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখার পূর্বে নিজ মানুষিকতা ইতিবাচক করতে হবে, অভ্যেস গত ভাবেই আমরা অনিয়মিত, এ দিকে ভাল করতে ১০০% নিয়মিত হতে হবে।
MD Alamin
অনলাইনে কেরিয়ার গঠন এর জন্য শুধু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন। সবাই আগে সবার বেসিক অনেক গুরুত্বপূর্ণ যেমন,ইংরেজিতে কথা বলতে পারা, নিজের ভাষায় ৫০ জনের সামনে কথা বলতে পারা সেটা বাংলায় বা ইংলিশে, টাইপ করতে পারা, গুগল ইউটিউব সম্পর্কে জানা, ইত্যাদি
Oli Ahmed
জীবনে ভালো কিছু করতে আর অনলাইনে কেরিয়ার গঠন করতে চাইলে প্রথম ধাপেই হচ্ছে ইংরেজিতে এক্সপার্ট হওয়া তাই ইংরেজি তা আগে।
Ahmad Mahi
ফ্রিল্যান্সিং জগত হতে পারে অনলাইনে ক্যারিয়ার গঠনের মূল মন্ত্র এখন।
আপনি ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিষ্ট, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার ইত্যাদির যে কোনটা বাছাই করে নিতে পারেন পেশা হিসেবে।
চাইলে অনলাইনে ই-কমার্স, ড্রপশিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদিও করতে পারেন।
উপরের সব গুলো সেক্টরে পুর্ণ দক্ষতা থাকতে হবে নতুবা ড্রপ আউট হতে হবে।
বি:দ্র: যা কিছুই করুন না কেন কমিউনিকেশন স্কিল ও থাকতে হবে আর তার হাতিয়ার হল ইংলিশ।
কাজ শিখলেন কিন্তু ইংলিশ জানেন না তবুও আউট হতে হবে এই অনলাইন সেক্টর হতে।
দক্ষতা +ইংলিশ থাকতেই হবে।
ধন্যবাদ সবাইকে।
Nurul Huq
ঈদ মুবারক! ঈদ মুবারক!! ঈদ মুবারক!!!
বর্তমান প্রেক্ষাপটে অন লাইনে কেরিয়ার গড়া খুবই সহজ তবে কেরিয়ার গড়ার আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে।অনেক টেকনিক ইউস করতে হবে।সমসাময়িক বিষয়ের উপর ধরনা থাকতে হবে।যেমন আপনে যদি একজন ইউটিউবার হতে চান আপনার ভিডিও গুলার মান ভাল হতে হবে এবং সমসাময়িক ঘটে যাওয়া বিষয় নিয়ে কাজ করতে হবে।আপনে ফ্রিল্যান্সিং করতে চান,সবার আগে ইংরেজিতে দক্ষ হতে হবে এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে,আর সব থেকে বেসি জরুরী প্রচুর ধৈর্য্য এবং অনুশীলন। আপনে অন লাইন শপ করতে পারেন সেটার জন্য আপনার পন্যের রানিং মার্কেট প্রাইজ জানতে হবে।এডভার্টাইজিং গুলো গর্জিয়াস হতে হবে।পন্য আকর্ষনীয় হতে হবে।আরও এমন অনেক আছে
নীল পরী
অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে হবে।আর আপনাকে ধৈর্যশীল হতে হবে।
MD Ramjan Sawom
অনলাইন ক্যারিয়ার খুবই সেনসেটিভ একটি বিষয়। বারো বছর লেখাপড়া করে ভালো হোক আর মন্দ দুটি সার্টিফিকেট নিয়ে দেশের যেকোন কোণায় একটু ঠায় পাওয়া যাবে কিন্তু অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে, যদি নিজের উপর আত্মবিশ্বাস, ধৈর্য্য এবং লক্ষ্যের প্রতি একক ভক্তি ও পরিশ্রম না করলে বিশ বছর সাধনা করলেও সবাই বৃথা। এখানে আবেগের কোন স্থান নেই। কর্ম দক্ষতাই মুখ্য। অভিজ্ঞতা, লক্ষ্য নির্ধারণে সতর্কতা একান্ত জরুরী।
Ibrahim Khalil
অনেক বিজ্ঞাপনে লিখা থাকে তাদেরকে ২০০০ টাকা দিলে একাউন্ট করে দিবে.এরপর দিনে কমপক্ষে ৩০০ টাকা করে আয় করা যাবে.
থামেন একটু...
এমন আকর্ষনীয় অনেক বিজ্ঞাপন দেখে অনেকেই লাফ দিয়ে পরবেন টাকা আয়ের জন্য.কিন্তু বাস্তবতা হল অনলাইনে এমন কোন আয়ের নিয়ম নেই.এগুলো ১০০% ভুয়া.বিকাশে টাকা নিয়ে পালিয়ে যাবে
Obonty Aakhi
ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে বিভিন্ন কোর্স করতে পারি
Shahed Khan Abir
সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।
এ কাজ টা কেমন? কি টাইপের? শিখতে কেমন সময় লাগে আনুমানিক?
Afsana Aftab
আমরা ভাবি আমরাতো কিছু পারিনা আমাদপরতো মেধা নেই তাহলে অনলাইনে কিভাবে কারিয়ার গড়বে এইটা ভূল মেধা সবার আছে আমরা আামাদেরটা কাজে লাগাইনা
Exceptional Sajal
অনলাইনের ব্যবসা দিন,দিন বৃদ্ধি পাচ্ছে এতে আমাদের কর্মস্থানের আয় বৃদ্ধি পাচ্ছে
Ñâ Shrèè Ñîtû
ফ্রিল্যান্সিং নিয়ে আড্ডা ১ মাস চলবে তাই অনেক কিছু জানতে পারবো।তবে অব্যশই লেগে থাকার মতো মন মানসিক্তা থাকতে হবে।
মু.আবদুস সালাম
অনলাইনে ক্যারিয়ার গঠনের উপায় কি?
# আমার মনে হয় প্রথমে আমাদের বেসিক গুলো সম্পর্ক ভালো ধারণা তৈরী করতে হবে। তারপর একটি পছন্দের বিষয় নিয়ে নেমে পড়তে হবে।
ওয়েবডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এডভার্টাইজিং, সিপিএ, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি
আসলে সবকিছুই অনেক কষ্ট। প্রচুর কষ্ট ইনকাম করা সেই লাইনগুলোতে এতে ধৈর্য শক্তি প্রচুর থাকতে হবে।
Shahed Khan Abir
বিভিন্ন আইটি প্রতিষ্ঠান ডিভিডি বানিয়ে কোনো একটি স্কিল শিখাচ্ছে। আমার প্রশ্ন হলো, সত্যিই কি এইসব ডিভিডি দেখে কাজ শিখা বা স্কিলড হওয়া যায়?
MD. Golam Mostafa
অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে ইংরেজি জানতে হবে। সাথে ক্লাইন্টদের খুব দ্রুত সেবা প্রদান বাধ্যতামূলক। যত তাড়াতাড়ি বিশ্বস্ততা অর্জন করা যাবে তত দ্রুত এগিয়ে যাওয়া যাবে।
Shahed Khan Abir
এবং বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্কিলের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে, আসলেই কি অনলাইনের মাধ্যমে এইভাবে ফ্রিল্যান্সিং শিখা যায়?
Ñâ Shrèè Ñîtû
হুম ইউটিউব থেকে অনেক কিছু শিখা যায়
Ibrahim Khalil
হুম.বেসিকটা স্ট্রং হয়.
আমি নিজেও শিখেছি.তবে শুধুমাত্র ডিভিডি নির্ভর হলে চলবেনা
Shahed Khan Abir
Ibrahim Khalil আর কি কি করতে হবে বলে মনে করেন আপনি ভাইয়া?
Ibrahim Khalil
Shahed Khan Abir যদি ভালোমানের ডিভিডি হয় তবে বেসিকটা স্ট্রং হবে.তারপর ইউটিউব হতে টিউটোরিয়াল দেখে বা অভিজ্ঞ কারো অধীনে ৭/৮ মাস কাজ করে ফিল্ডে আসতে হবে
Fatema Tuj Johora
আসসালামু আলাইকুম।
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে হলে আপনাকে আমাকে সবাইকে একটা নিদিষ্ট বিষয় নির্বাচন করতে হবে। যেমন- যে যে বিষয়ে দক্ষ সে সেটা দিয়ে অনলাইনে ক্যারিয়ার গঠন করতে পারে। আমি আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ সফটওয়্যার ডেভেলপার। আমার ইচ্ছা আমি বিভিন্ন ধরণের সফটওয়্যার তৈরি করে সারা বিশ্বে জনপ্রিয় হব আর আমার কোম্পানির নাম সারা বিশ্বে থাকবে। বিখ্যাত হব। বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করব। তারা আমাকে তাদের পছন্দমত সফটওয়্যার তৈরি করতে দিবে। আমি সেটা তৈরি করে দিব। এটা আমার স্বপ্ন। জানিনা সত্য হবে কি না? তবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আর তৌফিক দিলে স্বপ্ন টা পূরণ হবেই ইংশাআল্লাহ। আল্লাহ ভরসা। নিজের উপর বিশ্বাস আছে। বাকি টা আল্লাহর উপর ছেড়ে দিলাম।
ঠিক আপনারা ও একটা বিষয় নির্বাচন করে নেন। কোনটায় দক্ষ? কেউ হতে পারে গ্যারাফ্রিক্স ডিজাইন ভালো পারে। আবার কেউ ওয়েব ডিজাইন ভালো পারে। আবার কেউ এসিও তে ভালো। যে যেটায় দক্ষ সেটায় করার চেষ্টা করেন। আশা করা যায় সবাই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন ইংশাআল্লাহ। আর কিছু লিখছি না। সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য ও সবাই দোঅা করবেন। আমি সফটওয়্যার ডেভোলপমেন্ট নিয়েই কাজ করতে চাই ইংশাআল্লাহ।
Afsana Aftab
ই-কমার্স, ই-বুক, ই-কেব, ব্লগিং এগুলোর উপর দক্ষতা অর্জনের মাধ্যমে অনলাইনে কেরিয়ার করা সম্ভব
Kaniz Ilma
ইন্টারনেট এর মধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে আমরা পড়াশোনা করতে পারি। আমরা যে লাইনে যেতে চাই সেই বিষয়টি নিয়ে বেশি পড়াশোনা করা উচিত। এক্ষেএে এই বিষয়ে আমরা অনেক বই পাবো যা আমাদের একসাথে ক্রয় করা সম্ভব নয়।
আসিফ প্রামাণিক
অন লাইনের মাধ্যমে এখন সব কিছু করা যায়। পড়াশোনা থেকে শুধু করে খাওয়া - দাওয়া, ফার্নিচার, বিভিন্ন ধরনের ঔষধ, চিকিৎসা,রেল বাস,প্লেনের টিকিট সবগুলো সংস্থার সাথে লোক জড়িয়ে রয়েছে। এতে দেশের বেকাররত্ব কমতেছে, নিজেদের ক্যারিয়ার গঠন করতেছে।
Rakibul Hassan
অনলাইনে যা দরকার তার মধ্যে ধৈর্য অন্যতম।অনেকেই মনে করেন একটা ল্যাপটপ কিনে নিয়ে বসে পড়লাম আর লাখ লাখ টাকা আয় করলাম।
Mohtasir Ibn Matiur
আপনি যদি ইংরেজি ভাল পারেন এবং মনে করেন এতেই আপনি অনেক ভাল কিছু করতে পারবেন তাহলে আমি বলব আপনি ভুল।

আপনি যদি নতুন করে এই দিকে আসতে চান তাহলে প্রথমে ইংরেজি যেমন ভাল পারতে হবে তার পাশাপাশি প্রচুর আগ্রহ থাকতে হবে। কেননা এখানে ধৈর্যই আসল হাতিয়ার। ইন্টারনেট, গুগল ও ইউটিউবে প্রচুর ভিডিও ও আর্টিকেল পড়তে হবে এই সম্পর্কে। তারপর আস্তে আস্তে আগাতে হবে।
সারা দিন রাত দিয়ে না কাজ করলে এখানে উন্নতি করা খুব কঠিন।
তবে একটা কথা মনে রাখবেন, আপনি যাই করেন না কেন, সব কিছু কম্পিউটার দিয়েই করতে হবে। আর আমার কম্পিউটার আর আপনার কম্পিউটারের কাজ কিন্তু একই। তাই কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান থাকা চাই
Kaniz Ilma
যে কোন বিষয়ে জানতে হলে আমরা গুগোল এ র্সাচ করতে পারি।এছাড়া ইউটিউব তো আছেই।
Mehjabin Srabon
অনলাইনে ক্যারিয়ার গঠনের জন্য প্রথমত আইটি নলেজ সম্পর্কে অভিঙ্ঘ হতে হবে। সাথে ইংরেজীতে অবশ্যই দক্ষ হতে হবে।
Rakibul Hassan
অনলাইনে ফ্রিল্যান্সিং,ই-কমার্স,ই-লার্নিং সাইট গুলোতে কাজ ,এমনকি ব্লগিং কেও ক্যারিয়ার হিসেবে নেয়া যেতে পারে।
Ibrahim Khalil
অনলাইনে ক্যারিয়ার আপনি কয়েকটি উপায়ে দাড় করাতে পারবেন.যেমন:
ফ্রিল্যান্সিং,
ই-কমার্স /অনলাইন বিজনেস,
ব্লগিং,
ইউটিউবিং,
বিভিন্ন সার্ভিস প্রোভাইট করা ইত্যাদি
মু.আবদুস সালাম
আজকের টপিক নিয়েই সবাই মতামত শেয়ার করলে ভালো হয়।
অনলাইনে ক্যারিয়ার গঠনের উপায়?
১/নিজে আগ্রহী থাকতে হবে।
২/ইংলিশে মুটামুটি ধারনা তৈরী করতে হবে।
৩/প্রচুর ধৈর্য এই লাইনে তাই ধৈর্য থাকতে হবে।
৪/একটি টপিক সিলেক্ট করে কাজে নেমে পড়তে হবে।
এগুলো আমার মতে দরকার অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য।
Kaniz Ilma
আইটি বেসিক অনেক ভিডিও ইউটিউবে আছে। আপনি ভিডিও দেখে অবশ্যই নিজের মত চর্চা করবেন।
Sowrob Hossain
১) কাজ শিখতে হবে ৬ মাস কোর্স করে বেসিক শিখুন
২)১ বছর রিসার্স করুন
৩)ইউটিউব গুগল করুন দেখুন
৪) দক্ষদের থেকে সাহায্য নিন
৫) না বুজলে প্রশ্ন করুন
৬) ইংলিশ জানতে হবে ভাল করে
৭) প্রত্যেক সাইট নিয়ে রিসার্স করুন
৮) কিভাবে প্রথম থেকে শুরু করবেন তার একটি রুলস পড়ুন
৯) এন্টিবায়োটিক টেবলেট এর মত গিলে নিন কাজ গুলিক্র
১০) আপনার সমস্যা গুলি গ্রুপে ইউটিউবে সার্চ করুন।
১১) গ্রুপে পোষ্ট করুন
১২) যারা নতুন হোট করে নেমে যাবেন না আগে বুজতে হবে
কাজ সম্পর্কে
১৩) সাগরে নামলে হবেনা। টেনে তুলার মত বন্ধু খুজুন
Ñâ Shrèè Ñîtû
বলা সহজ কিন্তু কাজ করা অনেক কঠিন
MD Alamin
কেউ কেউ ভালো আর্নিং এর জন্য ওয়েব ডিভলোপমেন্ট শিখতে যায় পরবর্তিতে দেখা যায় ২/১ মাস যাওয়ার পরে তারা আর সামনে এগোতে পারে না। এটি হওয়ার প্রধান বিষয় হচ্ছে তারা নিজে থেকে চুজ করে না সে কোন দিকে বেশি ভালো পারবে সেরা হতে পারবে, তারা মানুষের কথা শুনে সিধ্যান্ত নিয়ে নেয়। আমাদের এর মধ্য থেকে বেরিয়ে এসে নিজ থেকে যাচাই বাচাই করে মাঠে নামতে হবে তা না হলে অল্পতেই হতাশায় ভুগতে হবে।
Taslima Akter Nira
এখন তো অনেক সুযোগ অনলাইনে ক্যারিয়ার গড়ে তোলার। কি করা যায় না এখন অনলাইনে? খাবার থেকে শুরু করে কেনাকাটা,পড়াশোনা সবই।
Mohtasir Ibn Matiur
যারা এই ক্ষেত্রে নতুন,
দয়া করে কোনো কোর্স না করে নিজে নিজে ইন্টারনেট, গুগল ও ইউটিউবের সাথে লেগে থাকেন। অনেক উপকার পাবেন।
আর বড় কোনো ভাই বা বোন থাকলে যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে কথা বলুন। তারাই আসল রাস্তা দেখিয়ে দিবে
Kaniz Ilma
আপনি যেভাবেই আগাতে চান না কেন সময় এবং ধৈর্য দুটোই আপনার প্রয়োজন।
বাল্য কাল ভোলার নয়
আমার ছোট বেলার সপ্ন আমি একজন ফ্রিলান্সার হব বাট এখনো কম্পিউটার বেসিকই শিখিনি,ইউটিউব থেকে শিখব ইনসাল্লাহ
Taslima Akter Nira
কেউ যদি কোন বিষয়ে দক্ষ হয় অই বিষয় বিষয় এর ইউটিউব চ্যানেল করা যায়৷
MD Alamin
কোর্সে ভর্তি হয়ে টাকা নস্ট করে লাভ না আমি মনে করি, কারন আপনি যেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে চান, সেই বিষয়ের উপর অসংখ্য ভিডিও, আর্টিকেল রয়েছে ইউটিউব এবং গুগলে।
MD Ramjan Sawom
অফলাইনের মত অনলাইনেও কর্মের বিশাল সমাহার। অফলাইনে যেমনি আপনি চাইলে একসাথে দুটো পদে দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু অনলাইনেও বিশাল কর্মক্ষেত্র রয়েছে। শুধু অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। আপনি কোনটা পছন্দ সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। ধরুণ আপনি এডোবি ইলাট্রেটর, ফটোশপে দক্ষ। কিন্তু আপনি লক্ষ্য করলেন যে, ওয়েব ডিজাইন ও ইউটিউবে ভাল ইনকাম করা যায়। এই ‍মূহুর্তে আপনাকে অবশ্যই যেদিকে আপনি দক্ষ সেদিকে পা বাড়াতে হবে। কেননা, অভিজ্ঞতা আর দক্ষতা না থাকলে যেকোনো ক্ষেত্রে আপনি শুধু পেছাতেই থাকবেন।অনলাইন ক্যারিয়ার টাকা ধার দিয়ে, জ্ঞান দিয়ে কাউকে স্টাবিলাইজ করা সম্ভব নয়, নিজের ক্ষেত্র নিজেকেই মজবুত করতে হয়। আর সেটা ধরণা দিয়ে নয়, নিজের পরিশ্রম ও কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। যে যাই বলুক না কেন, অনলাইনে ভিত গড়তে লক্ষ্য নির্ধারণ করুন আর কর্ম দক্ষতা বাড়ানোতে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ।
Ibrahim Khalil
আপনি অনলাইন বিজনেসের মাধ্যমেও ক্যারিয়ার গড়তে পারেন.এক্ষেত্রে ইংরেজির প্রয়োজন নেই.এবং দেশের অনেক মেয়ে করে ভালোই ইনকাম করতেছে.
আগে আপনি ঠিক করুন কোনটা নিয়ে বিজনেস করবেন.কসমেটিক্স,জুয়েলারি, কাপড়,ঘরসজ্জার সামগ্রী ইত্যাদি বর্তমানে ভালো চলছে অনলাইনে.এছাড়া টি-শার্ট বিজনেস ও খারাপ না
Sultana Sumi
অনলাইনের ইনকাম এখন অনেকেই সহজ মনে করে তবে দখ্খতা এবং নির্দিষ্ট নিয়ম না জানলে সাফল্য ধরা দেয় না
Sowrob Hossain
অনলাইন ইনকাম বললে লাফালাফি না করে আগে দেখুন।
সে আপনাকে গর্তে ফেলার ফাঁদ পেতেছে কিনা
মু.আবদুস সালাম
ইচ্ছে করলে কালই একটি ইউটিউব চ্যানেল, ব্লগং সাইট তৈরী করতে পারবো বাট সেটি পরিচালনা বা দীর্ঘ স্থায়িত্ব না হলে হবে। প্রথমে সেগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। অদক্ষতা বেশি দিন স্হায়িত্ব পায় না।
Afsana Aftab
আমরা যারা এই দুইটা গ্রুপে যুক্ত আাছি আমাদের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে শুধু আমাদের নিয়মিত হয়ে প্রাকটিস করাটা অন্তরায় হয়ে দারিয়েছে আমরা যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করি অবশ্যই পারবো
P S PriTom
সবকিছুর মুলে একটা ভাল পরিকল্পনা করা দরকার। যেটা দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে
Oli Ahmed
জীবনে কনো কিছুই কষ্ট আর দীঘ সময় ব্যয় না করলে। তার ভালো ফল পাওয়া যায় না। তাই সময় দিতে হবে আর মন দিয়ে কাজ করতে হবে
Tushar Shuvro
হাজার হাজর স্কোপ আছে, অনলাইনে ইনকাম করার, যা অনেকই জানে না আমি নিজেও জানতাম না এত কিছু৷ কমেন্ট পড়ে জানার চেষ্টা করছি
Afsana Aftab
এখানে সব আছে আমাদের অনলাইনে কেরিয়ার গড়ার জন্য কিন্তু আমরা তা নিতে পারছিনা তাও আবার বিনা পয়সায়
P S PriTom
অনলাইনে বিভিন্নভাবে আপনি ইনকাম করতে পারবেন। শুধু বিজনেস নয়। আগে কাজ ঠিক করেন । পরে এটার ওপর লেগে থাকেন। সময় একদিন গেলে সেটা আপনার লস।
Abubakar Siddik
At first we have to build a strong basic in IT sector. After then we have to choice a field and move to making skillness in that specific field such as free lanching , e-business, wave design, WordPress, graphic design, Startup, blogging, photoshop, smart presentation, etc.
Asita Ananya
স্যার যেহেতু পথ ধরিয়ে দিছে আমার মতে নিম্নলিখিত বিষয়গুলো ক্যারিয়র গঠনের জন্য গুরুত্বপূর্ন........

1. প্রথমতো অনলাইন টাকে শেখার উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে হবে।
2.ইংরেজি এর দিকে নজর রাখতে হবে।
3.কোনোকিছু পড়া বা বোঝার পর যাচাই করার জন্য পোষ্ট দিতে হবে সম্পূর্ন নিজের থেকে।
4.গুগল ব্যবহার করতে হবে জানার জন্য।
5.কোনো পোষ্টে কিছু কিছু কমেন্ট ব্যতিক্রমী থাকে তা নজরে আনতে হবে।
6.গ্রপ দুটিতে বেশি সময় না দিতে পারলেও নিয়মিত হতে হবে।
7.নিজের মতামত তুলে ধরতে হবে আত্নবিশ্বাস বাড়বে।
8.অনলাইনে যেটুকু সময় থাকবেন শেখার জন্য থাকবেন।
9.কারো কোনো নেতিবাচক কথায় মনোবল ভাঙা যাবেনা কারন যে যেমন মনোভাবের তার কথা সেভাবে ফুটে ওঠে।
10. তাড়াহুড়ো না করে যেটাকু জানবো পরিপূর্ন ভাবে জেনে তারপর মতামত প্রকাশ করতে হবে।

সর্বোপরি অনলাইনকে শেখার জন্য কাজে লাগাতে হবে।
Ñâ Shrèè Ñîtû
অনলাইনে কাজ করার ইচ্ছা টা অনেক আগে থেকেই তাই এখন থেকেই চেষ্টা করছি জানার।কয়েক মাস আগে আমি একটি রিং আইডি খুলেছিলাম।যেহেতু আমি একজন ছাত্র তাই ভেবে ছিলাম টুকটাক কিছু একটা করি।আসলে সেটা যে প্রতারণা ছিলো কয়েক দিন পর বুঝতে আমর কোন অসুবিধা হলো না।এখন বুঝতে পারছি চাইলে ফ্রিল্যান্সার হওয়া যায় না।অনেক ধৈর্য ও কষ্ট করতে হয়।
Razib Ahmed
ক্যারিয়ার অনেক দূরের ব্যপার। আগে রিডিং এর বেসিক ডেভেলপ তৈরি করতে হবে।
Sowrob Hossain
অনলাইন ক্যারিয়ার করতে আপনি শুধু গ্রাফিক্স শিখুন
আমি গ্যারান্টি দিচ্ছি
অনলাইন অফলাইন সব দিক দিয়ে ছক্কা হাকানো যাবে।
Razib Ahmed
প্রতিদিন ১০ ঘণ্টা প্র্যাকটিস না করলে টাকা আয় করতে পারবেন না। খুব সোজা হিসেব
Tushar Shuvro
আধুনিক প্রযুক্তির মেশিনারি, মেকানিক্যাল সাইড আমার ভালো লাগে,,,, অনলাইনে এসবের কি কোন ক্যারিয়ার রয়েছে? জানাবেন
Tanzila Taf
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে হলে স্বপ্ন ,সাধনা এবং নিরলস পরিশ্রম দরকার । কেননা ব্লগার হতে হলে অর্থাৎ ব্লগ পোস্ট লিখতে হলে সেখানে সবকিছু দিয়ে লিখতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে কাজের প্রতি । এছাড়া ওয়ে ডিজাইন , ওয়েবসাইট তৈরি করা ,ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করা ,এছাড়া ফ্রিলান্সিং এর ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য । অনলাইনে ক্যারিয়ার গড়ে তোলা স্বপ্ন মনে হলেও আজ থেকে ৮/১০ বছর পর এটা বর্তমান সময়ের সরকারি চাকরির জায়গা দখল করে নেবে সন্দেহ নেই তাতে ।কারন এখানে সৃজনশীলতার বিশাল বড় সুযোগ রয়েছে । ধরাবাঁধা কাজের গন্ডিতে থাকতে হবে এর কোনো মানে নেই ।কিন্তু এর জন্য দরকার অভিজ্ঞতা আর এই অভিজ্ঞ হওয়ার মূল বিষয়বস্তু হলো আই টি সম্পর্কে প্রচুর জ্ঞান৷ যে যত বেশি ভাল করে বেসিক গড়ে নিয়ে অভিজ্ঞ হবে এবং এরপর এই দিকে নিজেকে অর্থাৎ নিজের ক্যারিয়ার হিসেবে এটাকে গ্রহণ করবে তার জন্য উজ্জ্বল ভবিষ্যত ।কোনো দ্বিধা-দ্বন্দের অবকাশ নেই এতে ।
Md Al Amin Hossen
ধৈর্য ধারণ করতে হবে অনলাইনে ক্যারিয়ার গড়তে চাইলে।
Rumana Islam
Razib Ahmed স্যার কত মাস/বছর ১০ ঘন্টা প্র্যাকটিস করতে হবে?
P S PriTom
আপু এটা আপনার নিজের কাছে আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে আমি এইভাবে নিয়মিত দুই বছর প্রাকটিস করতে হবে যদি ভাল কিছু করতে চান।
Taslima Siddika Siddika
আউট সোর্সিং ও ফ্রী ল্যান্সিং দিয়ে ক্যারিয়ার গঠন করা যায়। তবে এর জন্য নিজেকে ইংরেজীতে ও ওইসব বিষয়ে খুব দক্ষ হয়ে নামতে হবে। তবেই সফলতা আসবে। আমি যদিও এসব তেমন জানিনা বললেই চলে। এত দিন আডৃডা ও গ্রপের কল্যানে মোটামোটি কিছুটা ধারনা পেয়েছি তাই বল্লাম।
Ibrahim Khalil
আপনাকে আইটি প্রতিস্টানে শিখতেই হবে.না হলে সফল হতে পারবেননা....
এমন কমেন্টকারীদের থেকে দূরে থাকুন.দেশের অধিকাংশ সফল ফ্রিল্যান্সার গুগল,ইউটিউব হতে শিখেই ভালো ইনকাম করতেছে.
Sowrob Hossain
১) ভিজিটিং কার্ড
২) লগো ডিজাইন
৩) ব্যানার পোষ্টার
৪) মগ ডিজাইন
আরো কত কাজ করা যায়
গ্রাফিক্সে
Taslima Siddika Siddika
তরুন পৃরজন্ম যেভাবে চাকরির জন্য জানপ্রান দিয়ে চেষ্টা করে, ওই চেষ্টা যদি সময় দিয়ে অনলাইনে নিজের পছন্দ সাইটে সময় দেয় তাহলে চাকরি তাকে খোঁজবে।
Asita Ananya
একটি উজ্জ্বল সিন্ধান্ত উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। আগে সিন্ধান্ত নিতে হবে আমি কে আর কি এইবা হতে চাই !!!!
Rumana Islam
যে কাজটা করবো সেটি ভালো করে শিখতে হবে এটা বুঝলাম , আমি service related কাজ করতে চাচ্ছি। সেক্ষেএে IT related কি ধরনের বেসিক থাকতে হবে - একটু details বললে ভালো হতো
Aloka Yesmin Jyoti
সর্বপ্রথম ইংরেজি তারপর কম্পিউটার এর কাজে দক্ষ হতে হবে । তারপর অনলাইনে ক্যারিয়ার গঠনের কাজ শুরু করতে হবে।
Fateha Lucky
ইউটিউব এর মাধ্যমে কিভাবে আর্ন করা যায়?
Asita Ananya
সার্চ দিবেন যে বিষয়টি জানতে চান।
P S PriTom
Service Related সম্পর্কে ধারণা আছে এমন পরিচিত কারো সাথে যোগাযোগ করেন
Dolly Huque
অনলাইন এ অনেক রকম কাজ আছে. প্রথম আপনাকে ইংরেজি তে দক্ষ হতে হবে. আইটি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে. ইংরেজি ভালো পড়তে ও লিখতে জানতে হবে. অনলাইন এর কাজ বেশি সব বাইরের দেশের সঙ্গে করতে হয়. ভবিষ্যতে এ কাজের সোনালী সম্ভবনা অনেক. আমাদের দেশের সরকার ও এবিষয়ে অনেক কাজ করছে. ICT মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ দিছে.
Asita Ananya
ইংরেজি মূল্য অকল্পনীয় আমার মতো কেউ যদি কিছু না পারে হঠাৎ করে ইংরেজি পারলে সে মেধাবীদের একজন।
Ibrahim Khalil
প্রথমত আমরা সবাই শিখতে এসেছি.আমরা কোন কোচিং সেন্টারে না গিয়ে সার্চ ইংলিশে চর্চা করে ইংরেজি শিখতেছি.
ডিজিটাল স্কিলস গ্রুপে সময় দিয়ে আইটির বেসিক জানতেছি.তারপর গুগল,ইউটিউব হতে সার্চ দিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেছি.
যেই বিষয়ে শিখতে চাইনা কেন সব টিউটোরিয়াল ইউটিউবে আছে.এমনকি কিভাবে ভাত রান্না করতে হয়,কিভাবে ঘর ঝাড়ু দিতে হয় সবই ইউটিউবে আছে.তেমনি ফ্রিল্যান্সিংয়ের বিষয়বস্তু ব্যতিক্রম কিছুনা.আমরা ইউটিউব হতে ধীরে ধীরে শিখবো.কারন স্যার শিখিয়েছেন জীবনে শর্টকাটের কোন ফিউচার নেই....
সেখানে কয়েকজন আড্ডাপোস্টের সুযোগ নিয়ে ছলেবলে নিজের প্রতিস্টানের এড দিয়ে নতুনদের ব্রেইন ওয়াশ করতে চাইবে.এগুলো থেকে সাবধান
S M Mehdi Hassan
ইন্টারনেটের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড। আপনি ঢাকা শহরের সেরা স্কুল, কলেজ থেকেই পড়েন, আপনার উপর তলার লোকের সাথে যোগাযোগ আছে কি নেই, নাকি আপনি গ্রামের স্কুল থেকে পড়ালেখা করেছেন, আপনি খুবই সাধারণ ব্যাকগ্রাউন্ডের। ইন্টারনেটে মানুষ মুখোমুখি বসে কাজ করে না। তাই এখানে যোগ্যতা প্রমাণ করার এক্টাই উপায় সেটা হলো কাজ।

ইন্টারনেটে ক্যারিয়ার তৈরির প্রথম শর্তই হচ্ছে নিয়মিত কাজ করে যেতে হবে। কারণ লোকে যখন প্রতিদিন দেখবে আপনার ওয়েবসাইট বা ব্লগ আপডেট হচ্ছে, নতুন কনটেন্ট আসছে তখনি তারা আপনাকে সিরিয়াসলি নেবে। আপনি কিছুদিন করলেন, তারপর করলেন না। এরকম হলে হবে না। ইংরেজিতে একে বলে "Consistency" বা নিরবিচ্ছন্নতা। যেমন- Razib Ahmed ভাই গ্রুপে, তার প্রোফাইলে প্রতিদিন লেখেন। ঈদ, ছুটি, সব দিন ভায়া কাজ করেন। এইজন্যে আজ তাকে এত লোকে চেনে এবং তার কথা মানে। কারণ তারা তাকে প্রতিদিন কাজ করতে দেখে এবং একই ভাবে ভায়া কাজ করেন।
এই জন্যে অনলাইনে সফল ক্যারিয়ার করতে হলে নিরবিচ্ছন্নভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে চায় কেউ তাকে ইংরেজিতে খুবই দক্ষ হতে হবে। ইংরেজি জানলেই চলবে না। কারণ বিদেশের সাথে কাজ করলেই ভাল টাকা পাওয়া যায়। এই জন্যে সেসব দেশ সম্পর্কে জানতে হবে এবং তাদের খবর, আর্টিকেল, এগুলো নিয়মিত পড়তে হবে। আর অঙ্কের বেসিক যদি ভাল থাকে তাহলে তো আরো ভাল।

তৃতীয়, নিয়মিত পড়ার এবং নতুন জিনিস জানার আগ্রহ থাকতে হবে। কারণ ইন্টারনেট খুবই পরিবর্তনশীল একটা জায়গা। এখানে কয়দিন পর পর নতুন নতুন জিনিস আসছে। সেগুলো না জানলে বা ব্যবহার করতে না জানলে ভবিষ্যতে টিকে থাকা যাবে না। যেমন- ২০০৬ সালে যখন আমি শুরু করি তখন বিশ্বজুড়ে ব্লগ সবে সবে শুরু হয়েছিল। এখন ব্লগ কে সরিয়ে তার জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়া। তো এরকম পরিবর্তন আসতেই থাকবে। মূল চ্যালেঞ্জ পরিবর্তন বুঝে সেটা জানার চেষ্টা করা।
Md Al Amin Hossen
আগামী জুলাই থেকে অটোক্যাড শিখতে যাচ্ছি, কেমন হবে?
Tamalika Toma
এক জন ইউটিউবার কি ফ্রিল্যান্সারের মধ্যে পড়ে না?জানাবেন কেউ প্লিজ
MD Alamin
নাহ
P S PriTom
ফ্রিল্যান্সার কতভাবে হওয়া যাই। ইউটিউব.. ওয়েব ডিজাইন.. গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং.. সিপিএ মার্কেটিং ইত্যাদি।
Ahmad Mahi
অনেকেই বলছেন যে কোর্স করে লাভ নেই ইউটিউব আছে গোগল আছে সেখান থেকে শিখব।
আমি বলব ইউটিউব হচ্ছে বিভিন্ন বিষয়ের সোর্স,আপনি ধরুন কোন একটা টিউটোরিয়াল দেখছেন হঠাত করেই ফান বা বিনোদন জাতীয় কিছু চলে আসল চোখের সামনে তখন আপনার মনযোগ নষ্ট হবে এটা একটা পয়েন্ট, আর অধিকাংশ চ্যানেলেই শুরু থেকে শেষ পর্যন্ত সোর্স থাকে না।
আবার সবকিছু এলোমেলো পাবেন তাই শুরুতে কোন টা দিয়ে শুরু করবেন তা বুঝতে পারবেন না।
হ্যা,প্রতারক চক্র তো আছেই,কিন্তু আমি বলব দেখে শুনে ভাল প্রতিষ্ঠানের সাহায্যে আপনি ভাল পথ দেখতে পারেন।
আর সবচেয়ে বড় কথা হল ভাল জায়গায় কোর্স করলে অনেক মূল্যবান গোপন তথ্য জানতে পারবেন যা ইউটিউব এ পাবেন না।
ইউটিউব আর গোগল হতে আপনি কিছু ধারনা নিতে পারেন তাতে আপনি শুরুতে এগিয়ে থাকবেন মাত্র।
গাইডলাইন ছাড়া কিছু হয় না তাই গোগল, ইউটিউব এর পাশাপাশি ভাল গাইড খুজুন
Md Al Amin Hossen
অটোক্যাড নিয়ে কে কে কাজ করছেন?
MD Alamin
ভাই অটোক্যাড নিয়ে বিস্তারিত লেখেন গ্রুপে যা জানেন তাই লেখেন।
Ibrahim Khalil
সার্চবক্সে অটোক্যাড লিখে সার্চ দিন.
Ibrahim Khalil
কেন গড়বেন অনলাইন ক্যারিয়ার?
>পেশা হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে,
>অন্যপেশার পাশাপাশি কাজ করা যায়,
>দেশে বসেই বৈদাশিক অর্থ উপার্জন,
>দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা,
>নিজেই নিজের বস,
>নিজেকে আত্মপ্রতিস্টার সুযোগ,
>বিভিন্ন দেশের মানুষের সাথে নেটওয়ার্কিং.
P S PriTom
ফ্রিল্যান্সিং শিখতে বা করতে আমাদেল যা লাগবে.. কম্পিউটার অথবা ল্যাপটব.. ভালমানের ইন্টারনেট সংযোগ.. ওয়াই ফাই থাকলে তো কথা নেই। অবশেষে যা লাগবে আমাদের ধৈর্যশক্তি।
Asita Ananya
আচ্ছা ধরুন আমি আপনাদের সহায়তা আর গুগল ইউটিউব এর মাধ্যমে কিছু কিছু জানলাম কিন্তু প্রাকটিস তো কম্পিউটার আর ল্যাপটব ছাড়া সম্বব না !!!!!!!!!
Sabrina Munia
ফ্রিল্যান্সিং এর কোন কোন সাইটে কাজ বেশি এবং রেন্জ টা কেমন?
Ibrahim Khalil
আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম,ফাইবার,পিপল পার আওয়ার ইত্যাদি
Kawser Ali
Affiliate marketing niya kaj korta chai
Khondokar Najnin Nahar
We have to support good works but sad that people can't recognize the right one and can't want to accept the good work for many self interest so there's lacking to develop our career on job section.
P S PriTom
যারা বেকার চাকরি পাচ্ছেন না। তাদেরকে আমি বলবো ভাই একবার চেষ্টা করে দেখেন নিজেকে পরিবর্তন করেন। চাকরি পিছনে অনেক টাকা খরচ করেছেন। শেষ একবাব চেষ্টা করে দেখেন। এতে লাখ লাখ টাকা খরচ করতে হবে না। আমাকে এক টাকাও দিতে হবে না। আমার কথাই কেউ যদি পরিবর্তন হন তাহলে আমার বলা সার্থক।
মোঃ নাহিদ
যারা আইটি গ্রাফিক্স ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তারা চাইলে ফ্রী তেই শিখতে পারেন শিখার পরে টাকাও পাবেন বর্তমান সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে।
Ibrahim Khalil
কাদের জন্য অনলাইন ক্যারিয়ার উপযুক্ত না?
যারা অল্প শিখেই লাখ টাকার স্বপ্ন দেখে,
কাজ না শিখেই মার্কেটপ্লেসে ছুটে,
কাজ শেখার আগে টাকার চিন্তা নিয়ে ঘুরে,
হুটহাট সিদ্ধান্ত নিয়ে অনলাইনে আসা,
লেগে থাকার মানসিকতা না থাকা.
P S PriTom
ভাল একটা প্রশ্ন করেছেন।অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে যেকোন একটা বিষয়ের ওপর কাজ শিখতে হবে এটা যেকোনো ধরনের কাজ হতে পারে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এগুলোর মধ্যে যেকোনো একটার ওপর দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি ইংরেজী চর্চা চালিয়ে যাবেন।
Tahsina Tasnim
অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ টা বর্তমানে অনেক বেশি
জনপ্রিয়। এই জন্য মনোযোগ দিয়ে কাজ করলে এই
পেশাটাও অনেক ভালো হতে পারে।
P S PriTom
ভাল হতে পারে তা না। চাকরি করে কত টাকা ইনকাম হবে 20 হাজার 30 হাজার ? একজন দক্ষ ফ্রিল্যান্সার মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করছে। শুনেলেই হতবাক হয়ে যাই তাই। আসলে এটাই সত্যি।
Ahmed Robin
আসলে এই গ্রুপে যারা সদস্য আছেন তারা সবাই বুদ্ধিমান।কারণ বুদ্ধিমান মানুষ কখনো তার মুল্যবান সময় নষ্ট করে না কিছু শিখার চেষ্টা করেন এবং কিছু করার চিন্তায় থাকেন।
P S PriTom
আয়ের চিন্তা পরে করেন। কাজ শিখেন আগে দক্ষতা অর্জন করেন। আপনার দক্ষতা আপনাকে আয় এনে দিবে। আশা করি বুঝতে পেরেছেন।
Ibrahim Khalil
সাধারন ১৫,০০০ টাকা চাকরীর জন্য যদি দেড়বছর সময় দিতে পারি,তবে নিজে কিছু করার জন্য কেন ৭/৮ মাস সময় দিতে পারবোনা?
মু.আবদুস সালাম
আমার আইটি বিষয় নিয়ে কাউকে পরামর্শ বা জ্ঞান দেওয়ার মত এভিলিটি নেই।শুধু কমেন্ট করার জন্যই এসব লেখছি।
আমি এদিকে তেমন পারদর্শী না বাট চেষ্টা করছি।
মু.আবদুস সালাম
অনলাইনে ক্যারিয়ার গড়া বর্তমান যুগে অসম্ভব নয়। হাজার হাজার সফলতার রেকর্ড আছে।
নিজের একান্ত প্রচেষ্টাই পারবে আমাদের সেদিকে ডেবেলপ করতে।
Monir Hossan
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে হলে ২ থেকে ৩ বছরের কাজের ধরনা নিতে হবে। এবং ইংরেজি ভাষা সম্পর্কে ভালো জানতে হবে আর ভালো একটি কম্পিউটার থাকতে হবে।
Biplob Kishore Deb
অনলাইনে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেকোনো একটি আইটি বা ডিজিটাল স্কিলকে ভালোভাবে রপ্ত করা। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও অ্যানালাইসি ও ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি। এর পাশপাশি ইংরেজি’র দক্ষতা থাকা অতি আবশ্যক। যেই ফিল্ডে স্কিলড হয়েছেন তার মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত, এক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো ভালো সোর্স হতে পারে। এছাড়া নিজের কাজে আপ-টু-ডেট থাকার জন্য সেই ফিল্ডে যারা ইতিমধ্যেই সফল তাদেরকে এবং তাদের কাজকে অনুসরণ করা যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকার মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব, যেটা কাজ পাওয়ার ক্ষেত্রে দারুন সহায়ক হয়ে উঠে। অনালাইনে নিজের করা কাজের একটি পোর্টফোলিও থাকলে ক্লায়েন্টের কাছে নিজের দক্ষতা সহজে তুলে ধরা সম্ভব। নিজে যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন সে বিষয় নিয়ে নিজের পার্সোনাল ব্লগেও লিখতে পারেন, এক্ষেত্রে নিজের দক্ষতা সম্পর্কে যেমন অন্যদেরকে জানানো সম্ভব তেমনি নিজের কাজে দক্ষতাও বৃদ্ধি পাবে।
সোশ্যাল মিডিয়া, ব্লগিং, মার্কেট সম্পর্কে ধারণা- এই সব কিছুর আগে হলো দক্ষতা অর্জন। এর কোন বিকল্প নেই। অনলাইনে ক্যারিয়ার গড়ে তোলার মাধ্যমে স্বাধীনভাবে কাজ করা সম্ভব, কিন্তু এটাই মনে রাখা উচিত যে নিজের কাজ এখানে নিজেকেই যোগাড় করে নিতে হয় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে। একদিকে যেমন ইংরেজি ভাষার দক্ষতা থাকা প্রয়োজন, অন্যদিকে নিজের কাজে দক্ষতার ও প্রফেশনাল মানসিকতার পরিচয় দিতে হবে। তাহলেই একমাত্র অনলাইনে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
দিপালি রাবেয়া
নিজে যতটুকু বুঝি তা মাধ্যমে এই সম্প র্কে বলতে গেলে সবার আগে যে কোন কাজে দক্ষতা অর্জন করে মানে যে কাজের চাহিদা অনলাইনে আছে তা যাচাই বাচাই করে সেই কাজে নামার উচিত।।। শুরুতে সকলের অর্জন জরুলি সম্পূর্ন টাকা ইনকাম করার চিন্তা বাদ দিতে হবে প্রথম দিকে।।
দিপালি রাবেয়া
যে কাজের প্রতি আপনার আগ্রহ তা নিয়ে কাজ করা এবং সেই কাজের সম্ভাবনা খুজে বের করা উচিত।।
Rabeya Islam
অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক এবং অনেক কাজ ই আছে কিন্ত সবার প্রথমে দরকার ব্যাসিক ডেভলপ করা। বেসিকে ঘাটতি থাকে কোন কিছু নিয়ে বেসশি দূর আগানো যায় না।
রিদিয়া সুলতানা
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে হলে আত্মপ্রত্যয়ী হতে হবে,হতে হবে ধৈর্য্যশীল,,দক্ষ থাকতে হবে,কাজ না পেলে হতাশ হওয়া যাবেনা লেগে থাকতে হবে, ইংরেজি জানতে হবে,
রিদিয়া সুলতানা
ফ্রীল্যান্সিং ইন্টারন্যাশনাল কাজ,তাই এটা করতে গেলে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিও জানতে হবে।
রিদিয়া সুলতানা
অনেকগুলো মার্কেট প্লেস আছে,হাজার হাজার কম্পানি আছে,হাজার হাজার ক্লায়েন্ট আছে আর আছে হাজার হাজার কাজ করার লোক,আমার আপনার মতো না আমার আপনার থেকে শতগুণে ভালো দক্ষতা সহ লোক আছে,তাদেী সবার মধ্যে টিকে থাকতে হবে কাজ পেতে হবে,এর জন্য সর্বোচ্চ দক্ষতা থাকতেই হবে,নয়তো অনলাইনে কাজ করা জব করাও বাস্তব কাজের মতে স্বপ্নই হবে।
রিদিয়া সুলতানা
অনলাইন ক্যারিয়ার যেমন সহজ তেমন কঠিন, মানে অনলাইন ক্যারিয়ার সহজ কঠিনের সমানুপাতিক।
রিদিয়া সুলতানা
অনলাইনে ক্যারিয়ার গঠন করতে হলে নিজের সবটুকু সম্বল নিয়ে নামতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে।গুছিয়ে কথা বলার যোগ্যতা রাখতপ হবে আর সব থেকে বড় কথা ধৈর্য্য রাখতে হবে।তার জন্য রাজিব স্যার যে চ্যালেঞ্জ দেন তার মোকাবিলা করতে হবে এবং গাইডলাইন ফলো করতে হবে।
জ য়ি তা
To build up career in freelancing we should develop our basic knowledge about freelance. 61
জ য়ি তা
Freelance is a international work sector. So at first we should develop our language skill.62
জ য়ি তা
Language both Bangla and English is necessary for freelancing job. English is very essential for our communication to others people of foreign country's. 63
জ য়ি তা
We have to invest our everything for freelancing. 64
জ য়ি তা
We have to invest time, efforts, efficiency and our mind in the field of freelance. 65
জ য়ি তা
We should take decision what job is suitable for me. 66
জ য়ি তা
We shoild have been work this sector for 2 to three years to be skilled. 67
জ য়ি তা
We should study hard our interest sector. 68
জ য়ি তা
We should improve our skill in one sector such as web design, web development, content writing, seo etc. 69
জ য়ি তা
We should cling with the freelance sector. 70
Rahima Akter
অনলাইনে শিখার অনেক কিছু আচে।কিন্তু আমাদের সকলের উচিত প্রথমে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। তারপর যে যেই কাজ করতে ভালো লাগে, সে সেই কাজ করতে খুবই সহজ হবে। এবং ওই কাজে মন দিয়ে লেগে থাকতেই হবে। তা না হলে সাফল্য অর্জন করতে পারবে না। যে কোন কাজ মন দিয়ে চেস্টা করলে অবশ্যই সাফল্য অর্জন করা যায়। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতিদিন কস্ট করে আমাদের জন্য পোস্ট লিখার জন্য। এবং কালকে আমাদের বাংলাদেশে ঈদুল ফিতর। ঈদুল ফিতর এ সবাইকে ঈদ মোবারক।
Nuri Nur
অনলাইন ক্যারিয়ার গড়ার দিকে,,কন্টেন্ট রাইটিং,ব্লগ রাইটিং,সাইট মেকিং, সাইট ডেবেলপিং এসব জানার মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যেতে পারে ##৮৭৫
Raju Ahmed
১। অনলাইনে ক্যারিয়া গঠন নিয়ে চিন্তা করার আগে প্রথমে দরকার কিছু বিষয়ে স্কিলস হওয়া । কি বিষয়ে স্কিলস হবেন এই নিয়ে আমার ধারনা আমার নিজের স্থান থেকে দিতে পারি ।
Raju Ahmed
২। কি স্কিলস আপনার দরকার বা কি স্কিলস শিখবেন সেটা আমরা কেউ ঠিক করে দিতে পারব না । সে করবে ক্যারিয়া অনলাইনে তাকেই ঠিক করতে হবে
Raju Ahmed
৩। প্রাথমিক ধাপ কি সেটা অনুসারন করতে হবে। কোন স্কিলস আগে দরকার এবং কোন স্কিলস পরে দরকার হবে । অনলাইনে খোজাখুজির ভাল অভিক্ষতা থাকতে হবে ।
source- 


No comments:

Post a Comment