চাকুরির ক্ষেত্রে প্রেজেন্টেশন এর গুরুত্ব - Rezbuddulla Shahos

Rezbuddulla Shahos
প্রেজেন্টেশন :১৩
বিষয়:চাকুরির ক্ষেত্রে প্রেজেন্টেশন এর গুরুত।

স্যার কে আবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি।
ধন্যবাদ স্যার নতুন একটা বিষয়ে লিখতে সুযোগ দেওয়ার জন্য।

আজকের বিষয় টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়ে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করতে চাই।
এছাড়া অনেক পড়াশোনার পাশাপাশি ও চাকরি করতে আগ্রহী।
আমি ও তার ব্যতিক্রম কিছু না।
আর একটা ভালো চাকরি পেতে হলে তো ভালো কিছু দিতেই হবে।
ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হবে।তা না হলে ভালো কিছুর আশা ত্যাগ করা বাঞ্ছনীয়।

আর একটা চাকরির জন্য প্রেজেন্টেশন অনেক বড় ভূমিকা পালন করে।
প্রেজেন্টেশন নেওয়ার কারণ হলো নতুন কিছু খুঁজে বের করা।কার ভেতর কি আছে সেটা মনে অভ্যন্তর থেকে বের করে আনা।
কারণ প্রতিটা মানুষ আলাদা।
আর প্রত্যেকের ভেতর আলাদা আলাদা মনের ভাব লুকায়িত থাকে।
প্রেজেন্টেশন এর মাধ্যমে সেটা বোঝা যায়।
আর একটা চাকরিরত ছেলে বা মেয়ে যখন কোনো অফিসের কাজে ন্যস্ত থাকে তখন অনেক সময় তাকে তার কাজের প্রয়োজনীয়তার জন্য প্রেজেন্টেশন দিতে হয় সবার সামনে।অর্থাৎ সবার উপস্থিতিতে নিজেকে প্রকাশ করা হয় বা নিজের মনের ভাব তার প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকাশ করতে হয়।এতে বোঝা যায় তার ভেতর কি দক্ষতা লুকায়িত আছে।
আর এভাবে সবার প্রেজেন্টেশন এর মাধ্যমে সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ পায়।
আর অফিসের প্রেজেন্টেশন এ ভালো করলে যেমন সবাই খুশি হয়,আর উন্নতিলাভ হয়।তখন হয়তো প্রমোশন টা ও হওয়ার আশা থাকে(এটা আমি জানি।না।অভিজ্ঞতা নাই,ভুল বললে মাফ করবেন)।
আর যদি চাকরি করার উদ্দেশ্য থাকে তবে প্রেজেন্টেশন এর জন্য তৈরি হতেই হবে।
আর তার জন্য আমার মনে হয় এখানে প্রতিদিন নিজেদের মত করে লিখে যাওয়া উচিত।

ধন্যবাদ।
source -
চাকুরির 

No comments:

Post a Comment