কম্পিউটারের বেসিক - Razib Ahmed- Adda Post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ১২ জুন ২০১৯।
বিষয়ঃ কম্পিউটারের কোন বেসিক কাজগুলি জানা আপনার জন্য আবশ্যক এবং কিভাবে জানবেন, শিখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আড্ডা পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।
Razib Ahmed


Mehjabin Srabon
প্রথমতো কম্পিউটার চালু করা শিখতে হবে।অফ অন সম্পর্কে জানতে হবে।
Mohidul Islam Jihan
সাধারনত কম্পিউটারের হাডওয়ার সম্পর্কে জানতে হবে
Rumana Islam
Microsoft office, net browsing
Jannatun Naim
কম্পিউারের বেসিক কাজ হলো।
এম,এস ওয়ার্ডের কাজ।
পাওয়ার পয়েন্ট।
এক্সেল এর কাজ জানা।
Mehjabin Srabon
কম্পিউটারের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে হবে।কোনটার কি কাজ তা শিখতে হবে
স্বর্না আলম
প্রথমে
১আমাদেরকে কম্পিউটার এ দ্রুত টাইপিং টা জানা প্রয়োজন।
২.ফাইল কিভাবে ওপেন করে অফ করে জানা প্রয়োজন।
৩. ফাইল সেভ করা জানা প্রয়োজন।
৪.কপি, করা এবং পেস্ট করা জানা দরকার।
তারপর আস্তে আস্তে এক্সেস,এক্সসেল,পাওয়ার পয়েন্ট, বিভিন্ন ধাপে আগাতে হবে।
Ifat Jannat
বেসিক্যালি কম্পিউটার অন, অফ করা এবং ভালো টাইপিং শিখা উচিত।
জব সেক্টরে দ্রুত টাইপিং অনেক কাজে লাগে।
Jhuton Chandra
আমার বর্তমানে কাজের জন্য যতোটুকু দরকার তা আমার আয়ত্তে আছে, আরো বেশি কিছু জানার জন্য ইউটিউব/গুগলের সাহায্য নেই সর্বক্ষন ,
আইরিন আক্তার
আধুনিক যুগে প্রতিনিয়ত অত্যাধুনিক জিনিস তৈরি হচ্ছে যার ফলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাচ্ছে।কম্পিউটার তার ব্যতিক্রম কিছু নয়।
Mohidul Islam Jihan
হাডওয়ার সম্পর্কে জানার পর অফিস পোগ্রাম জানা আবশ্যক
মোঃ নাহিদ
বর্তমান আইটির যুগে আইটি সর্ম্পকে বিশাল ধারণা লাভের প্রয়োজন, সে লক্ষ্যে আমি আইটি সাপোর্ট সার্ভিসেস কোর্স করতেছি সেইপ প্রোজেক্টের আওতাধীন
আহাম্মেদ সালাহ
মাইক্রোসফট অফিস,এক্সেল ,এক্সস ,ডাটা এন্ট্রি,ইমেল আদান প্রদান সহ নেটের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা দরকার
Jannatun Naim
আমরা ইউটিউবে ভিডিও দেখে ও অনেক কিছু জানতে পারি।
শিখতে পারি।
Mehjabin Srabon
কম্পিউটারের কীবোর্ড সম্পর্কে জানতে হবে।কম্পিউটারের কী-বোর্ড এর শর্টকাট কাজ গুলো শিখতে হবে
Afsana Aftab
এমএস ওয়ার্ড জানা খুবি দরকার
Mehjabin Srabon
বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে।
Rimon Deb Nath
আমি মনে করি যে আপনি কম্পিউটারের একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান, ভিডিও এডিটর হতে চান বা্ এনিমেটর হতে চান আগে আপনার বেসিক কম্পিউটার পান্ডামেন্টাল বা যাকে আমরা অফিস আ্যাপ্লিকেশন বলে থাকি ঐবিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা লাগবে। কেননা আপনি যখন কোন বড় একটা আর্টিকেল লিখতে যাবে 1000 শব্দের যার অফিস পান্ডামেন্টাল কোর্স করা আছে তার লাগবে সময় সর্বোচ্চ ৪০ মিনিট সর্বনির্ম্ন ৩০ মিনিট। আর যার এই কোর্সটি করা নেই এবং কিবোর্ড দেখে দেখে লিখতে হয় তার তো ২ ঘন্টায় ও হবে না। তাই আমি মনে করি যে আগে অফিস আ্যাপ্লিকেশন কোর্স করা প্রয়োজন। ইউটিউবে হাজারে ভিডিও আছে 10 মিনিটে পুরো কোর্স সম্পন্ন কোন কাজ হবে। ভালো শিখতে হলে ভালো টিচার লাগবে েএবং ভালো প্রতিষ্ঠান লাগবে।
Fairuj Nawar Taha
When I gave my hsc that time I got admitted a institute for learning MS office, but after getting 5/6classes they forbidden us due to different excuse' after that I got a job then there was much more to know Computer after that I try to learn by my own way
MD Parvez Hossain
বর্তমান যুগে কম্পিউটারের ব্যাসিক স্কিলগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মানুষকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করে।
Md Nurul Hoque
কম্পিউটার সম্পর্কে আমি কিছুই জানি না,এজন্য আমাকে কি কি করতে হবে অথবা আমি কোথায় থেকে শুরু করবো?অগ্রিম ধন্যবাদ
Md Nurul Hoque
কম্পিউটার সম্পর্কে আমি কিছুই জানি না,এজন্য আমাকে কি কি করতে হবে অথবা আমি কোথায় থেকে শুরু করবো?অগ্রিম ধন্যবাদ
Mehjabin Srabon
Ms word, Ms excel power point power presention সম্পর্কে জানতে হবে
MD Alamin
কম্পিউটারের বেসিক আমাদের অবশ্যই জানতে হবে, সবার আগে দরকার একটি লেপটপ অথবা ডেক্সটপ কিনে ফেলা। কারন অনেক কাজ মোবাইলের মাধ্যমে করা যায় না তখন লেপটপ লাগে। তাছাড়া বর্তমান প্রযুক্ত চলছে অনেকটা লেপটপের মাধ্যমে কাজ চালিয়ে। চাকুরি বা ফ্রিল্যান্সিং যেখানেই যাই না কেনো কম্পিউটার এর বেসিক স্কিলটা দরকার।

এবার আসি কোথা থেকে বেসিক শিখবো? বেসিক ঠিক মত গড়ার জন্য এই গ্রুপই যথেস্ট। এই গ্রুপে হাজার হাজার পোস্ট আছে এই বেসিক কম্পিউটিং এর উপরে শুধু ধর্য্য ধরে আমাদের খুজে বের করে নিতে হবে।
Fateha Lucky
অফিস প্রোগ্রামার জানা জরুরি, এক্সেল, কপি পেস্ট, ফাইল সেইভ করা, কম্পিউটার অন অফ করা(একদম ব্যসিক আর কি)
SE Learner Nooʀ Isɭʌɱ
আসলে কম্পিউটারে কাজ শেখার জন্য আগে প্রাথমিক জিনিসগুলো জানতে হবে, নাহয় পরবর্তী স্টেপ তো কিছুই হবে না।
Mominul Haque
টাইপিং, ওয়ার্ড, এক্সসেল, পাওয়ার পয়েন্ট, ব্রাউজিং ইন্টারনেট
Md Al Amin Hossen
প্রোগ্রাম ও উইন্ডোজ সম্পের্ক ধারনা অর্জন
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। একটা কথা বলি। আগে কম্পিউটার ইন্টারনেট আলাদা আলাদা ছিল এখন আর সেটা নেই। তাই কেউ যদি সত্যি কম্পিউটারের বেসিক স্কিল অর্জনের ব্যাপারে সিরিয়াস হন তাহলে অন্তত ভাল একটা ইন্টারনেট সংযোগ নেবেন।

কম্পিউটারের প্রথম বেসিক স্কিল হচ্ছে টাইপ করতে পারা-
অভ্র অথবা বিজয়, এবং ইংরেজি। অভ্র এখন বেশি জনপ্রিয়। ইন্টারনেটে অভ্রই বেশি ব্যবহার করা হয়। তবে অনেক অফিসে বিজয় ব্যবহার করা হয় কারণ বই পত্র বা যে কোন কিছু প্রিন্ট করতে হলে এখনো বিজয় লাগে। তাই বিজয়ে টাইপ করা যদি জানেন তাহলে আরো ভাল।

এম এস ওয়ার্ড জানতে হবে। কিভাবে টাইপ করতে হয়, টেক্সট এডিট করতে হয়, টেক্সটের ভিতরে ছবি বা চার্ট দিতে হয়। কিভাবে এম এস ওয়ার্ডে গ্রাফ চার্ট তৈরি করতে হয় এবং সেগুলোতে তথ্য দিতে হয়। এটা জানা খুবই দরকার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন তাদের জন্যে জানা জরুরি। কারণ প্রায়শই তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং রিসার্চ পেপার টাইপ করে দিতে হয়।

পাওয়ার পয়েন্ট: এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রায় সব অফিসেই পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা রিসার্চ পেপার সবার সামনে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে হয়।

গুগল সার্চ: ইন্টারনেটে গুগলে কিভাবে সার্চ করতে হয়। কিভাবে বাংলা ও ইংরেজি ভাষায় সার্চ করবেন? কিভাবে প্রয়োজনীয় ওয়েবসাইট বুকমার্ক করে রাখবেন যাতে পারে ব্যবহার করতে পারেন এটা জানা জরুরি।
Mohidul Islam Jihan
পেজেন্টেশনের জন্য পাওয়ারপয়েন্টে দক্ষ হওয়া আবশ্যক
Md Al Amin Hossen
কম্পিউটার অন-অফ করার পদ্ধতি জানতে হবে
Md Julhas Uddin
কম্পিউটার সম্পর্কে আমি একদম কাচা।আশা করি কমেণ্টের মাধ্যমে জানতে পারব
Fairuj Nawar Taha
Nowadays if u wann get a job Computer ms office Internet browsing are these general knowledge
Sabbir Ahmad Mamun
বতমানে কম্পিউটার ছাড়া চিন্তাই করা যায় না।
MD Parvez Hossain
সর্বপ্রথম আমাদের বাংলা ও ইংরেজি টাইপিং এ দক্ষ হতে হবে। তারপর যথাক্রমে ফাইল ওপেন করা, MS word, MS Excel, ইত্যাদিতে দক্ষতা অর্জন করতে হবে।
Nazir Parvez
I have knowledge about computer that I use my official and non official purpose but I have no certificate on it and I didn’t take any training on it.But what knowledge I have acquired on computer that is just run my purpose but I want to learn more and more...
Rubel Mahmud
গার্মেন্টেসে কাজ করতে কোন কোন প্রোগ্রাম জানা থাকতে হয়?
Md Al Amin Hossen
কম্পিউটার অপারেশন সিস্টেম জানতে হবে
Ayesha Siddika Asha
windows dite parina pc te. khub e confusing lage.
MD Alamin
প্রথমে জানতে হবে কম্পিউটার এর সেটিং সম্পর্কে ভালো ভাবে সব খুটি নাটি বষয়ে জানতে হবে।
Shahin Islam
কম্পিউটারের বেসিক সর্ম্পকে জানতে গেলে আমার মনে প্রথমে কষ্ট করে একটা কম্পিউটার কেনা উচিত
Md Al Amin Hossen
টাইপিং শিখতে হবে।
MD Sakib Hossain
বিষয় বা প্রশ্ন হলো কম্পিউটারের কোন বেসিক জিনিস গুলো আমার। জন্য জানা আবশ্যক এবং সেগুলো আমি কিভাবে জানব।

কম্পিউটারের বেসিক জিনিস বলতে আমরা কম্পিউটার ওয়ান-ওফ এবং চালানোর জন্য দক্ষতাকে বুঝি।এছাড়া আমরা যদি কোনো অফিসিয়ালি কাজ করি বা নিজের পড়াশোনোর জন্য কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে এক্সটা কিছু দক্ষতার প্রয়োজন।অফিসে কাজ করার জন্য যেসকল বেসিক দক্ষতা থাকা দরকার তা হলো,আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।
হ্যা,এসকল দক্ষতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই ভালো এবং দক্ষ কারো থেকে শিখতে হবে এবং তা ঘন ঘন চর্চা করতে হবে।আপনি ৩-৬ মাস মেয়াদি ট্রেনিং নিতে পারেন।
এছাড়াও,আপনি চাইলে ইন্টারনেট, ইউটিউব,গুগল ইত্যাদি থেকে দক্ষতা অর্জন করতে পারেন।এবং নিজের বেসিক দক্ষতাগুলো বৃদ্ধি করতে পারেন।
ধন্যবাদ
Md Al Amin Hossen
কি-বোর্ডের উপর ধারনা অর্জন করতে হবে।
Sanzida Rahman
আমি কম্পিউটার অন, অফ করতে জানি। বাংলা ও ইংলিশে টাইপিং করতে পারি।কিন্তু প্রাক্টিস না থাকায় দ্রুত পারি না।
Md Al Amin Hossen
কী-বোর্ডের ফাংশন গুলো জানতে হবে।
মোঃ জুয়েল
ফটোশপের কাজ পারি
Nazir Parvez
I want to learn on Ms presentation...
Oli Ahmed
আসলে কম্পিউটারে কাজ শেখার জন্য আমাদের সবার আগে প্রাথমিক জিনিসগুলো জানতে হবে, কারন কোনো কাজ করার আগে তার প্রথমিক বিষয় না জেনে কাজ করা ভালো নয়
Parul Akhtar
কম্পিউটার অফ অন হয়তো সবাই করতে পারবে। কিন্তুু কম্পিউটারের ব্যাসিক স্কিল গুলো আমাদের জানতে হবে। জানতে হবে কী- বোর্ড সম্পর্কে। এরপর আপনি কোন দিকে নিজের স্কিল গড়তে চান তার উপর আপনার জানার পরিধি বৃদ্ধি করতে হবে। এম এস ওয়ার্ড, এম এস এক্সেল,পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে জানতে হবে।
Sanjida Akter
বেসিক শিখতেই হবে,তারপর অন্যান্য যত শিখা যায় ততই ভালো
Mohidul Islam Jihan
প্রতিষ্ঠানের কর্মীদের বিভিন্ন হিসাবের জন্য এক্সেল এ দক্ষ হতে হয়
SE Learner Nooʀ Isɭʌɱ
কম্পিউটার অন করা, অফ করা, ফাইল ওপেন করা, কপি করা- পেস্ট করা এগুলো প্রথমে শিখতে হবে। তারপর যেটা শেখায় আগ্রহী ঐটা শিখতে পারবে। যেমন Ms Word, PowerPoint, ms Excel, ms access. ইত্যাদি আরও অনেক।আজকাল জবের ক্ষেত্রে এগুলো খুব জরুরী হয়ে গেছে।
Md Al Amin Hossen
শর্টকাট কমান্ড গুলো জানলে সুবিধা হয়।
Afsana Aftab
কম্পিউটারে কয়টা কি আছে 🤔
Fateha Lucky
কম্পিউটার জানা না থাকলে অনেক কাজ মোবাইলে করা যায় না, সেগুলি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করা যায়, আমি ব্যসিক কম্পিউটার পড়েছিলাম কিন্তু কোর্স টা কম্পলিট করতে পারিনি
Md Al Amin Hossen
মাইক্রোসফট জানতে হবে।
Amena Farzana
I have no idea about computer. ...Recently I brought a PC and want to learn some basic about it....
MD Parvez Hossain
বিভিন্ন ওয়েবসাইট ব্যাউস করতে পারা এবং জনপ্রিয় সোশাল মিডিয়া সাইটগুলোতে একাউন্ট খুলতে পারাও কম্পিউটারের ব্যাসিক স্কিলগুলোর মধ্যে পড়ে। তাই এগুলোতেও ভাল জ্ঞান রাখতে হবে।
Binte Rofiq
কম্পিউটার সম্পর্কে তেমন কোন জ্ঞান নেই আদি মানুষ বলা চলে। কিন্তুু এখন বিশ্বাস করি কম্পিউটার আর ইংলিশ জ্ঞান ছাড়া ভালো কিছু করা সম্ভব না। তাই আগে মুটামুটি ধারনা নিব তারপর ঠিক করবো আমার লক্ষ্য পূরনের জন্য কোন বিষয় গুলো জানা আব্যশক বা জানতেই হবে তারপর শুরু করবো প্রাকটিস। ইনশাআল্লাহ
জান্নাত আরা
I have no any idea..but if i can read all comment here exactly i learn many things. So,today's adda post is so much important for me.
Sabbir Ahmad Mamun
জানার আছে অনেক কিছু, শুধু জানার আগ্রহ থাকতে হবে।।।
Röwshön Ârâ
কে কি কাজ শিখবে এটা তো তার প্রয়োজন আর ভালো লাগার উপর নির্ভর করে ।
Nazmun Nahar Nupur
প্রথমেই কম্পিউটার ব্যাসিক স্কিল, কম্পিউটার ব্যবহারের সহজ উপায়গুলো
Mohammad Juwel
কম্পিউটার এবং ল্যাপটপ এর মাঝে তফাৎ কি?
Aloka Rani
Basically Computer er CPU, Monitor o electricity er connection, windows setup, Software installation, Key board e sothik vabe typing, file making, designing , page setup ei bisoy guli jana proyojon.
Sabbir Ahmad Mamun
কে কোন কাজে দক্ষ সেটা শেয়ার করতে পারেন।।।
Md Al Amin Hossen
মাইক্রোসফট অফিস,এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে।
আইরিন আক্তার
কম্পিউটার ব্যবহার করার আগে সর্বপ্রথম কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা থাকা দরকার। কারন বেসিক ধারনা না থাকলে কিছুই করা বা শিখা যায় না।
Rimon Deb Nath
কীবোর্ড এর কী নিয়ে আবলছি। কোনটা কোন কি? i) Function Key : F1-F12 পর্যন্ত। ii) Number Key: 0-9 পর্যন্ত। iii) Alphabet Key: A-Z পর্যন্ত কী গুলো iv) Movement Key: Back speech, space Key হলে Movement Key. v) Command Key: Alt, ctrl, shift, Caps Lock, Esc, Enter, Delete, এসকল কী সমূহ command Key. vi) Special Key : insert, Home, End, page up, page Down, print screen, Number lock, Scroll Lock, Pause Break Etc Key সময়হ ‍Special Key. দয়া করে ভুল হলে একটু বলবেন।
Nazmun Nahar Nupur
কম্পিউটার কি, কি কাজে ব্যবহার হয়, বিভিন্ন বাটন, প্লাগ, পাওয়ার ইত্যাদি
Md Al Amin Hossen
গুগল সার্চ করা শিখতে হবে
Oli Ahmed
ফাইল সেফ করতে হয় কি ভাবে।
Fateha Lucky
কম্পিউটারের বিভিন্ন কোর্স আছে, যে যার প্রয়োজন মতো কোর্স করতে পারে
Sabbir Ahmad Mamun
Md Kamrojjaman Bithe Jannat Pariya Mone Sadia Akter Nusrat Jahan Mitu Nusrat Afrin Samiya
Sumaiya Khanom Sumona
আজ কম্পিউটার সম্পর্কীয় ধারনা নিবো।কিছু শিখবো।কারন তেমন কিছু জানিনা।সো কমেন্ট পরবো
মাধবী লতা
ফাইল করা,ডাটা রেডি করা এসব ছোটখাটো বিষয়গুলো ছাড়া আর বেশী কিছু পারি না।
তবে, ভাল করে শেখার ইচ্ছা আছে খুব।
এই গ্রুপের পোস্টগুলো পড়ে আর ও বেশী জানতে,শিখতে ইচ্ছে হয়।
Jakir Hassan
সবার আগে ইংরেজি ভালো করে জানতে হবে।তা না হয় কাজ করা মুসকিল হয়ে যাবে
MD Parvez Hossain
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তাই কম্পিউটারের ব্যাসিক নলেজ অর্জনের পাশাপাশি নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। নয়ত যুগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না।
Md Al Amin Hossen
ওয়েব সাইট ব্রাউজ করা শিখতে হবে
Ahmed Oli
প্রথমত কম্পিউটারের প্রাথমিক কাজ যেমন এম এস ওয়াড অফিস,এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানা জরুরী
Sowrob Hossain
গুগলে সার্চ করে কম্পিউটার শিখা যায় না।
বেসিক শিখার জন্য প্রতিষ্ঠানে যাইতে হবে।
গুগল হেল্পিং মাত্র
Sanjida Akter Eti
আমি এম এস ওয়ার্ড এর কাজ শিখেছি কিন্তু পুরো কোর্স শেষ করতে পারি নি।ধন্যবাদ
Md Al Amin Hossen
কম্পিউটার এর সিকিউরিটি সম্পর্কে জানতে হবে।
Shohag Arafat
কম্পিউটারের বেসিক কাজগুলো মোটামুটি করতে পারি। কম্পিউটার এ বাংলা ও ইংরেজি লিখতে পারি। নেট ব্যবহার করতে পারি। আরও কিছু জানি।
Nazmun Nahar Nupur
কম্পিউটারের বিভিন্ন পোগ্রাম, সফটওয়্যার, হার্ডওয়্যার ও এগুলো ডাউনলোড, রান, আপডেট করা জানা উচিত।
Afsana Aftab
আমি একটা কিছু লিখলে ঐটা সেভ করবো কিভাবে 🤔
Nazmun Nahar Nupur
মেইল খোলা, সার্চ করা, বিভিন্ন সোসাল মিডিয়া জানা ব্যসিক আওতায় পড়ে।
Md Al Amin Hossen
আসলে কম্পিউটারপর ক এর মানে জানি না তবুও যা জানি তাই শেয়ার করলাম।এখন আপনাদের গুলো পড়তে হবে জানার জন্য।
আমার তহবিল শেষ তবুও চেষ্টা করবো।
Fateha Lucky
অনেক তত্ত্ব আছে যা আমাদের অজানা, কম্পিউটারকে নিয়েই
Sowrob Hossain
আসসালামু আলাইকুম আজকের আড্ডা পোষ্টটি আমার ভাল লাগার মত
প্রশ্ন থাকলে করে ফেলেন
Afsana Aftab
ইনপুট আর আউটপুট বলতে আমরা কি বুঝি 🤔
Esrath Pori
মাইক্রোসফট ওয়াড শিখা কতটুকু দরকার??
Oli Ahmed
কম্পিউটারের সম্পকে যার জ্ঞান আছে। তার কাছে যে কোনো কাজ সহজ
আহাম্মেদ সালাহ
আমাদের অনেকেই হর্ডওয়ার এবং সফটওয়্যার কাকে বলে বা পার্থক্য কি তা জানেনা
Nazmun Nahar Nupur
নরমালি ফেসবুকের অনেক অপশন জানি না বা জানলেও কাজে লাগায় না। একটু সচেতন হয়ে আর মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখলেই কাজ সহজ ও দ্রুত করা যায়।
Shahin Islam
কম্পিউটারের বেসিক জিনিস গুলো নিজে নিজে বই দেখে বা ইউটিউব দেখে শেখা যায় তবে ভালো ভাবে শিখতে হলে অবশ্যই টেনিং নিতে হবে
Mohammad Mutalib
The basic fundamental of computer we have to need learn about that such as MS word, MS excel,MS powerpoint.
Afsana Aftab
কয়েকটা ইনপুট আর আউটপুট ডিবাইসের নাম কেও বলতে পারবে 🤔
Jakir Hassan
আউটপু--মাইস,মনিটর,কিবোড,ইত্যাদি
Fairuj Nawar Taha
Afsana Aftab Key board mouse scaner pendrive output device
Jakir Hassan
ইনপুট,,,,কম্পিউটারের ভিতরের যন্ত্র কে বলে
Fairuj Nawar Taha
ram rom power supply input device
Nazmun Nahar Nupur
মাউস খখুব প্রয়োজনীয়, সাথে শর্টকাট কি গুলো মনে রাখলে কাজ যেমন আনন্দদায়ক তেমনি সময় উপভোগ্য ।
Mehjabin Srabon
এই গ্রুপে অনেক অনেক পোষ্ট আছে কম্পিউটার বেসিক নিয়ে এবং কিভাবে ব্যবহার করবো সেই সসম্পর্কে বিস্তারিত দেয়া আছে।এই গ্রুপের অনেক দক্ষ আপু ভাইয়ারা সুন্দর করে গুছিয়ে পোষ্ট দিয়ে রাখছে।এখন শুধু আমরা আমাদের তাগিদে খুজে পড়বো এতটুকুই।এইটুকু কষ্ট না করলে আমরা কিছুই শিখতে পারবো না।
Ibrahim Khalil
কম্পিউটারের বেসিক কাজ বলতে অফিস ম্যানেজমেন্টের কাজগুলোকে বুঝায়
Suborna Ray
কম্পিউটার প্রযুক্তি তে অন কর থেকে শুরু করে পড়াশোনার জন্য কোন ফাইল তৈরি করার জন্য বিশেষ কিছু দক্ষতা প্রয়োজন। তাছাড়া অফিস কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল,পাওয়ার পয়েন্ট এনিমেশন, এডিটিং এবং টাইপিং টা গুরুত্বপূর্ণ।
Sabana Parvin
ছোট বেলা থেকেই কম্পিউটার বিষয় ছিলো স্কুলে। আমার থিওরি ক্লাস একটুও ভালো লাগতো না কিন্তু প্রাকটিক্যাল ক্লাস অনেক ভালো লাগতো। বিশেষ করে পাওয়ার পয়েন্ট,ms word,ms office,logo, paint,excel
Rimon Deb Nath
আমি একটি বিষয় বলি যে শুধু গ্রাফিক্স, ভিডিও এডেটিং, এ্যানিমোশান শিখে যে ফ্রিল্যাসিং করা যায় তা ভুল ধারনা আপনি অফিস আ্যাপ্লিকেশন শিখে ও ফ্রিল্যাসিং করতে পারবেন। যেমন ডাটা এন্ট্রি, জীববৃন্তান্ত, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর কাজ করে ও আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন।
Mojidul Islam
বর্তসান সময়ে আমাদের নিত্য খাদ্য তালিকার পরের অবস্থান হলো কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ
Afsana Aftab
কম্পিউটারের জনক কে 🤔
Afsana Aftab
কত ধরনের কম্পিউটার আছে 🤔
Ibrahim Khalil
Sanzida Rahman
ক্লাশে কম্পিউটার সম্পর্কে পড়ান হইছে।কিন্তু শুধু বই পড়ে মাথা-মুন্ডু কিছু বুঝি নাই।
Mojidul Islam
বর্তমানে প্রতিনিয়ত কম্পিউটার শেখার আগ্রহ আমাদের মনে চলে এসেছে কারন সামনে ভালো কিছু হবে কম্পিউটার শিখতে পারলে
Afsana Aftab
আমরা কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করি 🤔
Mousumi Mou
মাউস ব্যবহার করতে আমি সহজবোধ করিনা।কিভাবে যেন টিপতে পারি না।এরজন্য ল্যাপ্টপ ভালো লাগে।
Oli Ahmed
বর্তসান সময়ে আমাদের নিত্য দিনের কাজে কম্পিউটার প্রয়োজন।
Sabana Parvin
কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ।
Mohammad Mutalib
Todays Adda Post is very important. So we have to serious... To learn
Mohammad Mutalib
Most of learn the basic things about computer from Youtube.
Mohammad Juwel
কম্পিউটার উইন্ডোজ এবং রেম সম্পর্কে কিছু বলেন।
Afsana Aftab
হিসাব করার জন্য আমরা কি ব্যবহার করবো ওয়ার্ড নাকি এক্সেল 🤔
Sabana Parvin
Ms office, browsing
Md Mostafezer Rahman Babu
কম্পিউটারের অফিসের কাজ গুলো করতে পারি,,,,পাওয়ার পয়েন্ট এর কাজ কি জানতে চাই,,অনেক কিছুই এখনো অজানা,,,
Aloka Rani
kono kaj lekhar age page setup kore nile subidha.
Rover Ratan
কোন লিখাকে আমি যদি মধ্যে মাজ বরাবর আনতে চাই। কীবোর্ড কমান্ড কী?
Rimon Deb Nath
Ctrl+E
Sabana Parvin
Data entry, power point presentation
Afsana Aftab
সাট ডাউন মানে কি 🤔
Mohammad Mutalib
Switch off
Arpita Barai
Afsana Aftab কম্পিউটার অফ করতে হলে এ বাটনে ক্লিক করতে হয়।
Md Mostafezer Rahman Babu
ব্রাউজিং এর কাজ কি
Bul Bul Ahammed
Md Mostafezer Rahman Babu আপনি এখন ফেসবুক ব্যাবহার করছেন,একে বলে ইন্টারনেট ব্রাউজিং
Afsana Aftab
লগ আউট মানে কি
Esrath Pori
বিশেষ করে চাকরির জন্য অনেকে দক্ষ লোক খুজে যেমন
কম্পিউটার সম্পকে ভাল জ্ঞান থাকতে হবে।
ত আমার প্রশ্ন হচ্ছে কিভাবে শিখলে বা কি বিষয়ের ওপর জ্ঞান থাকলে সব জায়গাই টিকা যাবে বিশেষ করে চাকরির
বাজারে??
Umme Salma Nijhum
প্র‍্যাক্টিকেলি শিখতে হবে।ইউটিউব দেখে শিখতে পারেন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে,কিন্তু নিজেই চর্চা করতে হবে।
Umme Salma Nijhum
চাকরির ক্ষেত্রে কম্পিউটার অপারেশন এর একটা সার্টিফিকেট যদি দেখাতে পারেন তাহলে ভাল।কেননা আপনি কাজ পারেন সেটা একটা প্রমাণ ও দেখাতে হয়
Esrath Pori
Umme Salma Nijhum আপু আমাকে ত আগে চাকরির জন্য মাস্ট বি কিছু জানতে হবে সো
কি বিষয়ে জ্ঞান লাভ করা যায়?
Umme Salma Nijhum
অফিস ম্যানেজমেন্ট
একদম বেসিক থেকে
অন অফ করা থেকে
মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ অংশ যেমন মাইক্রোসফট অফিস, পাওয়ারপয়েন্ট, এক্সেল, এএক্সেস
Umme Salma Nijhum
চাকরির জন্য অফিস ম্যানেজমেন্ট নিয়ে সম্পুর্ণ ধারণা থাকা প্রয়োজন
Esrath Pori
Umme Salma Nijhum আপু অফিস ম্যানেজমেন্ট এটা কি আলাদা করে শিখতে হবে?? আমি যদি কোনো প্রতিষ্টান এ যাই শুধু
মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ অংশ যেমন মাইক্রোসফট অফিস, পাওয়ারপয়েন্ট, এক্সেল, এক্সেস এই গুলো শিখাবে?সাথে অফিস ম্যানেজমেন্ট শিখাবে না?
Umme Salma Nijhum
আপু অফিস ম্যানেজমেন্ট এর মধ্যেই এগুলো পড়ছে।
Umme Salma Nijhum
আপনি ৩-৬ মাস মেয়াদী কোর্স করতে পারেন। টিটিসিগুলোতে খুব কম টাকায় প্রশিক্ষণ দেয়।

সময় অনেক বেশি নিলেও ভাল কাজ শিখতে পারবেন।
পদ্ম পাতার জল
Esrath Pori Right question api
পদ্ম পাতার জল
Umme Salma Nijhum Apu was completed computer basic course. But they didn’t teach well.
They just one or two items in ms word, Excel, access and didn’t learn any PowerPoint programme..
I think if someone interest they can learn much more in Google and YouTube.
Umme Salma Nijhum
অবশ্যই ভাল কোন প্রতিষ্ঠান এ শিখলে এমন হত না।আগে অবশ্যই খোঁজ নিয়ে নিতে হবে। গুগল ইউটিউব থেকে জানবে ঠিক।

কিন্তু হাতেকলমে শেখাটা ভারচুয়াল থেকে রিয়েলিটিতেই ভাল হয়
Afsana Aftab
রী স্টার্ট কেনো করতে হয়
Afria Akhter Sohana
গাণিতিক সীট যেখানে যোগ বিযোগ গুণ ভাগ গ্রাফ করা যাই
Sanzida Rahman
এক্সেল কী?
Afria Akhter Sohana
গাণিতিক সীট যেখানে যোগ বিযোগ গুণ ভাগ গ্রাফ করা যাই
Rajkonna Koli
হিসাব কি ভাবে করবো
Fatema Tuj Johora
হিসাব করতে হলে মাইক্রো সফট এক্সেল ব্যবহার করবেন।
Afsana Aftab
হেডার আর ফোটার মানে কি 🤔
Afria Akhter Sohana
হেডার পেজ এর উপর অংশে থাকে যেখানে প্রতিষ্ঠান বা অন্য কিছুর নাম লিখলে বাকি পেজগুলাতো অটোমেটিক চলে আসে। আর ফুটার পেজের নিচের দুকে থাকে এখানে মুলত পেজ নাম্বার দেওয়া হয়
Fatema Tuj Johora
হেডার হল পেজের উপরের অংশ।
আর ফুটার হল পেজেের নিচের অংশ।
যেমন- সংবাদপত্রে যে বড় করে সর্বপ্রথম হেডলাইন থাকে ওটায় হেডার বলে।
Mohammad Juwel
কম্পিউটার কি বোর্ডগুলোর কাজ সবগুলো কিভাবে জানা যাবে?
Afria Akhter Sohana
কি-বোর্ড এর সর্টকাট কি লিখে গুগলে সার্চ দেন
Aloka Yesmin Jyoti
No idea
Fatema Tuj Johora
কম্পিউটারের শটকার্ট কি- বোর্ড আছে
সেগুলোর ব্যবহার শিখে নিতে হয়।
Ctrl+ A হল সিলেক্ট
এভাবে
Ctrl+ z পর্যন্ত আছে।
আসিফ প্রামাণিক
আমি কোন কিছুই জানি না। এমনকি অন অফ ও করতে পারি না।
Ibrahim Khalil
যারা নতুন কম্পিউটার কিনেন তারা একটি বিষয়ে চিন্তিত থাকেন যে বেসিকটা কিভবে অর্জন করবো....?
আপনি চাইলে প্রাতিস্টানিক কোর্স করতে পারতেন.সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর বেস্ট.কেননা সেখান হতে প্রাপ্ত সরকারী সার্টিফিকেট পরবর্তীতে অনেক কাজে লাগে
Sowrob Hossain
কম্পিউটারে যে কাজ গুলি জানা দরকার
১) অফিস ওয়ার্ড
২) এক্সেল
৩) এক্সেস
৪) প্রেজেন্টেশন / পাওয়ার পয়েন্ট
৫) ফটোশপ
৬) ইন্টারেন্ট ব্রাউজিং
৭) কম্পিউটার ফান্ডামেন্টাল
৮) এপ্লাই করা জানা
৯) নিজে জানলে হবে না অন্যকে জানাতে হবে
Debapriya De
At first we should learn Basic
Debapriya De
I think Ms office
Rimon Deb Nath
আমি মনে করি কি নিজে নিজে কখনো কোন কাজে দক্ষ হওয়া যায় না কারো না কারো সহায্য ছাড়া নিজে কিছু করা অসম্ভব তেমনি নিজে নিজে কম্পিউটার অপারেটর হতে পারবেন না। অবশ্যই আপনাকে কারো না কারো কাছ থেকে শিখে নিতে হবে। আর আমাদের ইউটিউব মাষ্টার তো আছেই।
Afsana Aftab
মনিটর কি 🤔
Mohammad Mutalib
which kind of device keyboard ?
Sanzida Rahman
কম্পিউটার ফান্ডামেন্টাল কী?
Debapriya De
Ms word , excel, PowerPoint, outlook, email , internet
Esrath Pori
গ্রাফিক্স ডিজাইন এর জন্য কম্পিউটার সম্পকে কতটুকু জানতে হবে??বা কি কি বিষয় শিখতে হবে?
যেহেতু গ্রাফিক্স শিখার আগে কম্পিউটার সম্পকে মাস্ট বি জানতে হবে!
ত কি কি জানতে হবে কেউ বলবেন প্লিজ??
Ibrahim Khalil
গ্রাফিক্সের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর শিখবেন
Jannat Sheikh
আমিও জানতে চাই
MD Alamin
আপনাকে সফটওয়্যার ইন্সটল করা শিখতে হবে, সি ড্রাইভের কাজ জানতে হবে। সমস্ত সেটিং সম্পর্কে জানতে হবে।
Esrath Pori
Ibrahim Khalil হ্যা ভাইয়া তা ত অবশ্যই।
আমার প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স শেখার আগে কম্পিউটার ত আমাকে চালানো শিখতে হবে ত আমি কি কি বিষয় শিখব??
একেবারে টোটালি যাতে কম্পিউটার সম্পকে আইডিয়া থাকবে?
Ibrahim Khalil
সবচেয়ে বড় কথা আপনার ভিতর সৃজনশীলতা থাকতে হবে
Ibrahim Khalil
Esrath Pori আপনকে ওয়ার্ড,এক্সেল,ইন্টারনেট ব্যবহার জানতে হবে.
এছাড়া কিছু ট্রিক্স জানতে হবে
Afsana Aftab
স্ক্রোল বার কি 🤔
MD Alamin
আমরা আমাদের টাইপিং স্পিড বাড়াতে পারি এই আড্ডা পোস্টে কমেন্ট করে। তাই দেরি না করে লেপটপ কিনে নিয়ে বেসিক উন্নতি করার কাজে নামে পড়ুন তাহলে সামনে অনেক ভালো কিছু করতে পারবেন।
Rajkonna Koli
কম্পিউটার খুলতপ পারি, কিন্তু অফ করতে পারি না।।
Afsana Aftab
বাংলা টাইপ করার জন্য কি করতে হবে 🤔
Jannatun Naim
আগে যুক্ত বর্ন গুলো জানতে হবে।
Rimon Deb Nath
বাংলা টাইপ করার জন্য আপনাকে আগে ইংরেজী টাইপ শিখতে হবে। তার পর বাংলা। বিজয় ক্লাসিক ব্যবহার করতে হবে।
MD Sakib Hossain
বিজয় বা অভ্র কিবোর্ড ব্যবহার করতে হবে।
MD Sakib Hossain
একটা কমেন্ট করেছি এবং বেশ কিছু কমেন্ট পড়েছি ও রিপ্লাই দিয়েছি।
এখন শুধু পড়ব আর লাইক দিব।রিপ্লাই দিব না কারণ ভয় হয় যদি ব্লক হয়ে যাই টানা কমেন্ট এবং রিপ্লাই দিতে দিতে।ফেসবুক যদি মনে করে আমি রোবট তাহলে আমার কাম হারা।
Mohammad Mutalib
What can we for increase our typing speed?
Aloka Yesmin Jyoti
Regular practice
Afsana Aftab
যদি কোন টেবিল বানাতে যাই তাহলে কি করতে হবে 🤔
Bul Bul Ahammed
Afsana Aftab মাইক্রোসফট্ ওয়ার্ড,Adobe photoshop অথবা Adobe illustrator ব্যাবহার করে আপনি এ-ই কাজ করতে পারেন।
Oli Ahmed
ভালো চাকরির জন্য কিন্তুু কম্পিউটার জানা থাকতে হবে
SE Learner Nooʀ Isɭʌɱ
কি-বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ ও শর্টকাট ঃ
১.F1 = সাহায্য (Help).
২.F2= বাছাইকৃত ফাইলের রিনেইম করা।
৩.F3= ফাইল খোজা।
৪.F4=অন্য ফোল্ডারে ফাইল মুভ করা।
৫.F5= উইন্ডোজ রিফ্রেশ করা।
৬.F7= ওয়ার্ড/এক্সেল ডুকুমেন্ট স্পিলিং ডায়ালগ ওপেন করা।
৭.F10=মেনুবার চালু করা।
৮. cntrl +c = কপি।
৯.cntrl+ x = কাট করা।
১০.cntrl + v= পেস্ট করা।
১১.cntrl + z = আন্ডু করা।
১২.cntrl +b=অক্ষর বোল্ড করা।
১৩.cntrl+u=অক্ষর আন্ডারলাইন করা।
১৪.cntrl+i=অক্ষর ইটারলিক করা।
১৫.cntrl+k=হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
কি-বোর্ডে টাইপিং এ দক্ষ হতে পারলে অন্যান্য কাজ খুব সহজে করা সম্ভব হবে।
Tasmin Bhuiyan
কম্পিউটারের যে কাজগুলো না জানলেই নয়:

বেসিক অপারেটিং সিস্টেমঃ
যেকোন একটি অপারেটিং সিস্টেম (উইন্ডোজ দিয়েই শুরু করতে পারেন) দিয়ে বেসিক কিছু কাজ শিখে ফেলা। যেমন কিভাবে কম্পিউটার চালু/বন্ধ করতে হয়। কিভাবে একটি ফাইল/ফোল্ডার তৈরি করতে হয়, কপি কিংবা কাট(মুভ) করে অন্য ফোল্ডারে রাখা হয় এইসব!
এবার একটু এডভান্স কিছু কাজ যেমন, কিভাবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, একটি প্রোগ্রামের শর্টকাট কিভাবে তৈরি করা যায় ইত্যাদি।
এরপর কিভাবে একটি প্রোগ্রাম ওপেন করতে হয়, যেমন একটা গান কিভাবে প্লে করতে হয় সেটাও শিখতে পারেন।
Afsana Aftab
লিখা কি ছোট বড় করা যায় 🤔
Mehjabin Srabon
Afsana Aftab আপু প্রথমে যে লেখাটা বড় বা ছোট করবেন এই লিখাটা সিলেক্ট করে নিতে হবে।তারপর ফরমেটিং টুলবার থেকে ফন্ট সাইজ ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার প্রয়োজন মত সংখ্যা সিলেক্ট করে ফন্ট সাইজ অথাৎ লেখার সাইজ চেন্জ করতে পারবেন।এ ছাড়া আর কোন উপায় আমার জানা নেই আপু।
Ibrahim Khalil
আপনি কম্পিউটার কিনে প্রথমে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম শিখে ফেলবেন
Afsana Aftab
অফিস দিয়ে আমরা কি কি কাজ করতে পারি 🤔
Ibrahim Khalil
অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের কাজগুলো জানা খুবই জরুরী. কারন দপ্তরিকেও মাঝেমাঝে কম্পিউটারে বসতে হয়
Afsana Aftab
ইংরেজি টাইপিং ফাস্ট করার জন্য কি যেনো একটা বার বার লিখতে হয় 🤔
Mohammad Mutalib
Exactly
Rimon Deb Nath
A quick brown fox jumps over the lazy dog. এই বাক্যটিতে প্রায় A-Z পর্যন্ত সবগুলো বর্ণ আছে।
MD Parvez Hossain
অাজকের আড্ডা পোষ্টটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বর্তমানে কম্পিউটার স্কিল ছাড়া চাকরি বা ক্যারিয়ারে অনেক সাফার করতে হবে। তাই সকলের উচিৎ এদিকে দক্ষ হওয়ার দিকে নজর দেওয়া। পাশাপাশি ইংরেজির ওপর ভাল দক্ষতা থাকে আইটি তে ক্যারিয়ার গড়া সময়ের ব্যাপার মাত্র। সবার জন্য অনেক শুভ কামনা রইলো
Sowrob Hossain
কম্পিউটার ব্যবহার বা পরিচালনার পূর্বে কিছু সাবধান বাণী যা পালন করা অত্যাবশ্যক

১. কম্পিউটারের ধারে কাছে ধোয়া বা ঐ ধরণের কিছুর প্রবেশ বন্দ করতে হবে। কারণ এগুলো হার্ডডিস্কে মারাত্মক কূফল বয়ে আনতে পারে।

২. কম্পিউটারকে সরাসরি সূর্যের আলো কিংবা আদ্র আবহাওয়া থেকে দুরে রাখতে হবে।সাধারণত: এসি রুম হলে ভাল হয়।অভাবে ঘরের মধ্যে যেন কখনো ভেজা আবহাওয়া না থাকে এবং ঘরটি মোটামুটি ঠান্ডা থাকে।

৩. দেওয়াল ঘেসে কখনই কম্পিউটারকে রাখা যাবে না। প্রতিটি কম্পিউটারের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। দেওয়াল ঘেসে রাখলে সে ব্যবস্থা বাধাগ্রস্থ হয়। এছাড়াও দেওয়াল থেকে চুন, রং ইত্যাদি খসে কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে।

৪. কম্পিউটার চালু করার আগে অবশ্যই দেখে নিতে হবে এর সাথে লাগানো তারগুলো ঠিকঠাক লাগানো আছে কিনা। কোন তার ঢিলা থাকলে স্পার্ক হয়ে কম্পিউটার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।

৫. কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবশ্যই ভোল্ট ষ্টাবিলাইজার মাধ্যম হতে হবে।কারণ আমাদেশে বিদ্যুতের উঠা-নামা যে দ্রুত গতিতে হয় তাতে কম্পিউটার হঠাৎকরে খুব বেশী ভোল্টেজ চলে আসতে পারে। এতে কম্পিউটারের নাজুক জিনিষগুলো পুড়ে যেতে পারে।

৬. ডিস্ক ড্রাইভ এর লাইটজ্বলা অবস্থায় কখনোই ডিস্ক বের করা যাবে না।করলে ডিস্ক ড্রাইভ এর রিডার হেড নষ্ট হয়ে যেতে পারে।

৭. কম্পিউটারের সিগন্যাল বাতি(লাল এন্টিগেটর বাল্ব) মিট মিট করে জ্বলতে থাকলে বুঝতে হবে কম্পিউটার কোন না কোন কাজ করছে। এই অবস্থায় কম্পিউটারের সুইচ সরাসরি বন্ধ করা যাবে না। এতে হার্ডডিস্ক ক্ষতিগ্রস্থ হতে পারে।

৮. কম্পিউটারের হার্ডডিস্ক কখনই ফরমেট করা উচিৎ নয়।

৯. কম্পিউটারের কাজ করার সময় অস্থির হয়ে কিছু করা যাবে না। এমন অনেক কাজ আছে যা সম্পাদন করতে কম্পিউটার কিছুটা সময় নিতে পরে। অস্থির হয়ে কিছু করলে কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হবে। ফলে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে।

১০. কম্পিউটার কীবোর্ড একাট প্রয়োজনীয় অংশ। এই কীবোর্ডের বোতামগুলো খুবই স্পর্শকাতর। খুব বেশী জোরে চাপদিয়ে অপারেট করা উচিৎ নয়। কীবোর্ডের কাছাকাছি কোন পাণীয় দ্রব্য বা তরল পদার্থরাখা যাবে না।

১১. কোন একটি প্রোগ্রামে কাজ করার সময় সেই প্রোগ্রাম বন্ধ না করে সরাসরি সুইচ টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না। কম্পিউটার বন্ধ করতে হলে পর্যায়ক্রমিক ভাবে সব প্রোগ্রামগুলো বন্ধ করে কম্পিউটারের নির্ধারিত শাটডাউন পদ্ধতিতে বন্ধ করতে হবে।
Tasmin Bhuiyan
Word processing:

কম্পিউটারে প্রথম যে কাজটি সবাই করে সেটা হলো লেখালেখির কাজ। এটাকে Word processing বলে। Microsoft Office Word দিয়েই শিখে ফেলতে পারেন।
Md Mostafezer Rahman Babu
power point presentation এর কাজ কি জানতে চাই,,এবং সেটা কিভাবে করা হয়
Mamunur Rashid Korany
বেচিক ধারনার জন্য এ গ্রুপটাই যথেস্ট।আর প্রাকটিকেল এর জন্য ল্যাপটপ বা কম্পিউটার জরুরী।
Raisah Mollick
বর্তমান সময়ে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।তাই আজকের পোষ্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।অনেক কিছুই শিখতে পারবো কমেন্ট পড়ে।
Sowrob Hossain
আমার টিউটরিয়লে দেওয়া আছে।
আর সিনিয়ররা ও পোষ্ট করেছেন সার্চ করুন পাবেন।
Ibrahim Khalil
এখনতো কম্পিউটারের বেসিক বিষয়গুলো হাইস্কুলের আইসিটি বইয়ে দেওয়া থাকে.এরজন্য আপনাকে কোর্স করতে হবেনা.যদি আপনি মনযোগ দিয়ে আইসিটি বইগুলো অনুসরন করেন...
কিন্তু আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট মুখস্ত গিলে খাওয়ার কারনে এস,এস,সি আইসিটি প্র‍্যাটিকেলে ধরা খায়.অনেকেইতো মাউস ধরতে জানেনা....
২০১৬সালে একস্কুলের অধিকাংশ স্টুডেন্ট সিপিউ,মনিটর কি তা চোখে দেখেও বলতে পারেনি
Sadia Akter
আমি কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানতে চাই। কিভাবে জানবো জানি না। যদি কেউ উপায় বলে দেন।
Rimon Deb Nath
কম্পিউটার হার্ডওয়্যার বলতে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ঠিক করা। কোন পার্টস সমস্যা হলে তা পরিবর্তন করা বা সার্ভিসিং করা। মাদার বোর্ড রিপারিং করা। ইত্যাদি কম্পিউটারের যাবতীয় সমস্যা সমধান করা হার্ডওয়ারের কাজ।
Rimon Deb Nath
Sadia Akter কী জানতে চান বলতে হবে তো। যেমন : অপারেটিং সিস্টেম কী? পাওয়ার সাপ্লাই নষ্ট হলে কী করা যায়? রেম কী? যে কোন একটি সমস্যা বলতে হবে আপু না হলে কোন দিক থেকে বলবো।
Sadia Akter
Afria Akhter Sohana আমার ল্যাপটপ স্লো কাজ করছে। উইন্ডোজ দেয়ার পরেও খুব একটা উপকার হয় নাই। কেউ একজন বলেছিল হার্ড ডিস্কে প্রবলেম মেবি। কিন্তু কি সমস্যা বুঝতে পারছি না। কি করতে পারি বলেন?
Rimon Deb Nath
Sadia Akter হার্ড ডিক্স কত জিবি। এবং উইন্ডোক কি ব্যবহার করেন। র‌্যাম কতটুকু। উইন্ডোজ কতো বিটের একটু কষ্ট করে বলেন তাহলে বলতে পারবো।
Sadia Akter
Rimon Deb Nath ভাইয়া যেহেতু ঐসব প্রবলেম ফেইস করছি না তাই সঠিক প্রশ্নটা করতে পারছি না। আমি আসলে শুরু থেকে জানতে চাই। অপারেটিং সিস্টেম কি বুঝি। এরপর থেকে।
Sadia Akter
Rimon Deb Nath উইন্ডোজ ৬৪
রেম ২জিবি
Rimon Deb Nath
Sadia Akter আপু আপনি কোন কাজের জন্য কীরকম কম্পিউটার ব্যবহার করবেন এই বিষয়। নাকি কম্পিউটারের কোন কোন পার্টস গুলো রিপারিং করা যায় কোন গুলো যায় না সে বিষয়।
Sadia Akter
Rimon Deb Nath হার্ড ডিস্ক ২৫০
উইন্ডোজ ১০
রেম ২জিবি
উইন্ডোজ ৬৪ বিট
Sadia Akter
কম্পিউটার কোন পার্টস রিপেয়ার করা যায়?
Rimon Deb Nath
Sadia Akter আপনার হার্ড ডিক্স কম তাই কম্পিউটার স্লো কাজ করে আপনার প্রয়োজন উইন্ডোজ ৭ ব্যবহার করা ৩২ বিট তাহলে অনেক ভালো কাজ করবে। অনেক ফাস্ট থাকবে কম্পিউটার।
Rimon Deb Nath
Sadia Akter পাওয়ার সাপ্লাই, মাদার বোর্ড, সাউন্ড কার্ড, কন্ট্রোল প্যানেল ইত্যাদি। তবে কুলিং ফ্যান রিপেয়ার কমই করে থাকে কেননা কুলিং ফ্যান এর দাম কম।
Sadia Akter
Rimon Deb Nath বছর খানিক আগে অনেক ফাস্ট ছিল। কয়েক মাস যাবত এই সমস্যা।
বিট কি চেঞ্জ করা যায়?
আমি তো শুনেছি ৬৪ বিট অনেক ভালো।
Afria Akhter Sohana
Sadia Akter Ram change kore dakhen r na hole ram ta kule raber deye muse dekhte paren
Sadia Akter
কুলিং ফ্যান রিপেয়ার হলেও ভালো হতো। আমার ফ্যানের দুইটা পার্ট। একটা ফ্যান মুভ করে, আরেকটা করে না।
Rimon Deb Nath
Sadia Akter চেঞ্জ করা যায়। ৬৪ বিট অনেক ভালো তাও ঠিক আপনার মিনিমাম চার জিবি র‌্যাম এবং হার্ড ডিক্স ৫০০ জিবি হলে ভালো কাজ করবে।
Rimon Deb Nath
যারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে ফটোশপ সিসি 2018 ভার্সন ইউজ করে তাদের জন্য 64 বিট উইন্ডোজ 10 অবশ্যই লাগবে।
Sadia Akter
Afria Akhter Sohana আপু আমার হার্ডওয়্যার সম্পর্কে আইডিয়া কম। তাই কিভাবে বাড়াতে হয় জানিনা।
Sadia Akter
Rimon Deb Nath ভাইয়া আমার ফটোশপ সিসি ২০১৫
Afria Akhter Sohana
Sadia Akter new Ram r Hardsisk kinte hobe, Ram 4gb r Hardsisk 1tb nete paren
Sadia Akter
Afria Akhter Sohana আপু হার্ডডিস্ক 1tb মানে কি
Rimon Deb Nath
Sadia Akter তাহলে 64 বিট অবশ্যই লাগবে তাহলে একটা কাজ করেন। 1 টেরাবাইট একটা হার্ড ডিক্স নিন এবং ৪ জিবি একটা র‌্যা নিয়ে নিন। সুন্দর কাজ করতে পারবেন।
Afria Akhter Sohana
Sadia Akter হার্ডডিক্স ১টেরাবাইট
Rimon Deb Nath
Sadia Akter আপু আপনি কি গ্রাফিক্স ডিজাইনার?
Sadia Akter
Rimon Deb Nath আমার ল্যাপটপ এ ২৫০+২৫০ জিবি। এর মধ্যে ৮০% ভাগ স্পেস খালি থাকে। স্লো হওয়ার জন্য এই কারনটা মনে হয় ঠিক না। 😕
Rimon Deb Nath
Afria Akhter Sohana আপু শুধু র‌্যাম হার্ডডিক্স পরিবর্তন করলে হবে না আগে দেখতে হবে মাদার বোর্ড এর কোর কত এবং তার কতটুকুক্ষমতা
Rimon Deb Nath
Sadia Akter 80% স্পেস খালি থাকে কেন?
Rimon Deb Nath
Sadia Akter ফ্রিল্যাসিং করে নাকি?
Rimon Deb Nath
Sadia Akter কোন ফাইল রাখেন না কম্পিউটারে।
Sadia Akter
Rimon Deb Nath না ভাইয়া। লোড কম দেই।
Rimon Deb Nath
Sadia Akter এটা একটা ভালো কাজ।
Sadia Akter
Rimon Deb Nath আমার ল্যাপটপ এর মাদার বোর্ড কোর 3.5
Rimon Deb Nath
Sadia Akter তাহলে র‌্যাম ৪ জিবি করতে পারবেন এবং হার্ড ডিক্স ১০০০ জিবি অথবা ৫০০ জিবি নিতে পারেন সমস্যা হবে না।
Sadia Akter
Rimon Deb Nath আচ্ছা। ধন্যবাদ ভাইয়া এবং আপুকে
Rimon Deb Nath
Sadia Akter আপু কুলিং ফ্যান এর দাম এতো বেশি নয়। নতুন একটা লাগানো শ্রেয় আমি মনে করি।
Sadia Akter
Rimon Deb Nath ওকে ভাইয়া
Rimon Deb Nath
মাইক্রোসফট অফিস দিয়ে, আমরা সকল লেখার কাজ করতে পারি যেমন, জীবন বৃন্তাত, চাকুরীর দরখাস্ত, দলিল লেখা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র তৈরি করা। এক্সেল দিয়ে যেই কাজগুলো করা যায় তা হলো: বার্ষিক প্রতিবেদন, বাজেট প্রনয়ন, দৈনন্দিন হিসবা সংরক্ষণ, বিশ্লেষণ, বেতনের হিসাব, বৈজ্ঞানিক ক্যালকুলেশন, ব্যবসা বানিজ্যের যাবতীয় হিসাব নিকাস করা, তথ্যাবলীর চার্ট বা গ্রাফিক্যাল উপস্থাপন করা, আয়-ব্যায় এবং উৎপাদন ব্যবস্থাপনা হিসাব করা, সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরি করা, ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা, ব্যাকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব (সুদকষা) বিষয়ক বিশ্লেষন ইত্যাদি। পাওয়ার পয়েন্ট দিয়ে যা করতে পারবো তা হলে: মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করা। লাইরিক ভিডিও বানানো, এন্যিমেশন বানানো ইত্যাদি কাজ করা। যদি কোথাও ভুল হয়ে থাকে অভিজ্ঞরা জানাবেন।
Riza Sultana
টাইপিং ভালো ভাবে জানতে হবে।
Tasmin Bhuiyan
ইন্টারনেট ব্রাউজিং এবং সার্চ ইঞ্জিনঃ
কম্পিউটার দিয়ে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হয় সেটা শেখা একটু জরুরী। এজন্য দরকার একটি ওয়েব ব্রাউজার যা আপনার কম্পিউটারে থাকা জরুরী। অবশ্য উইন্ডোজ ব্যবহারকারীরা ইন্টারনেট এক্সপ্লোরার ফ্রিতেই পেয়ে থাকেন।
যাইহোক, ইন্টারনেট ব্রাউজিং বলতে একটা ওয়েবসাইট কিভাবে ওপেন করতে হয় এইসব! সেটা ফেসবুক হলেও চলবে।

এবার আসি সার্চ ইঞ্জিন এ। ইন্টারনেট ব্রাউজিং জানলেই হবে না, ইন্টারনেট থেকে কিভাবে কিছু খুঁজে বের করতে হয় সেটা জানলে একটু বেশিই ভালো হয়। Google কিভাবে ব্যবহার করতে হয় এটা জানলেই হবে। বাকিটা গুগলেই আছে।
আর পাশাপাশি অবশ্যই ইমেইল সম্পর্কে জানার চেষ্টা করবেন। কিভাবে ইমেইল করতে হয়, কিভাবে ইমেইল দেখতে হয়। এটা কিন্তু অনেক জরুরী একটা জিনিস!
Shahnaj Akter Khan
computer is very necessary tool recent time.We use it different places like office, institution, home,shopping hall everywhere.The basic skill in computer we have to know how to on and off computer,how to arrange a table, how to write in microsoft word in a any article,how to make a result sheet, how to copy, paste etc..
Fatema Tuj Johora
আসসালামু আলাইকুম। জব বলেন বিজিনেস বলেন কম্পিউটার জানা ছাড়া কোনও কিছু তে টিকে থাকা সম্ভব না। আপনি কম্পিউটারের বেসিক শিখতে চাইলে মাইক্রো সফট অফিস টা শিখে নেন। এখানে পাওয়ার পয়েন্ট, এক্সেল আছে যা অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার বিজিনেসের ভিজিটিং কার্ড, তারপর এমনে ক্যালেন্ডার আরও এ্যানিমেশন তৈরি করা যায়। বিভিন্ন শব্দ ও এ্যাড করতে পারবেন আপনার পছন্দমত।
Raisah Mollick
আমি কম্পিউটার অন অফ করতে পারি।ফোল্ডার তৈরি করতে পারি।
Esrath Pori
ডেস্কটপ আর কম্পিউটার কি এক??
মানে দুইটার কি কোনো পাথক্য আছে?
Sowrob Hossain
পাওয়ার পয়েন্ট পরিচিতি

Microsoft Power Point কি ?

আপনার কর্ম পরিকল্পনা, কিংবা রিচার্চ করা বিষয় সবার সামনে সুন্দর ভাবে উপস্থাপনার জন্য পাওয়ার পয়েন্ট হতে পারে আপনার একান্ত সহযোগী। কিংবা পাঠদানের ক্ষেত্রেও পাওয়ার পয়েন্ট হয়ে উঠবে আপনার কার্যকরি হাতিয়ার।

MS Office এর একটি গুরুত্ব পূর্ণ অংশ হল PowerPoint একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভা-সমিতি কনফারেন্স সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। এই উপস্থাপনাকে সাবলীল ও দর্শকদের কাছে আরও বোধগম্য করে তুলতে বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন। আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টের সাহায্যে সহজেই করা যায়। এছাড়া এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়।

বিশ্বায়নের এই যুগে বর্তমান বাজারে দিন দিন পাওয়ার পয়েন্টের চাহিদা অনেক বাড়ছে। আপনারা যারা পাওয়ার পয়েন্ট জানেন না তারা কাজটি শিখে নিতে পারেন, আশা করি আপনার দক্ষতার ঝুলিতে আরও একটি সুন্দর বিষয় যোগ করতে পারবেন। যা আপনাকে এই বিশ্বায়নের যুগে আরও একটি ধাপ এগিয়ে নেবে। সে জন্যে আমাদের কিভাবে.কম সাইটে পরবর্তী পোস্ট গুলোতে চোখ রাখুন, আশা করি শিখতে পারবেন।

পাওয়ার পয়েন্টের সাহায্যে যে কাজ গুলো করতে পারবেন ?

একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়।
বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড ( Slide ) এ লেখা যায়।
স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়।
স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়।
স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) Store করা যায়।
স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়।
Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
Slide গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
Projector এর সাহায্যে Slide Show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।
MD Parvez Hossain
কম্পিউটারের স্কিলগুলো শেখার জন্য অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। এখানে গুগোল এবং ইউটিউব সার্চ করে কিংবা ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপের মত প্লাটফর্মগুলো ব্যাবহার করে শেখাটাই আমার কাছে অধিক যুক্তিযুক্ত মনে হয়। এতে শেখাটা দির্ঘস্থায়ী হবে। তাছাড়াও কোনো কোচিং সেন্টার হয়ত আপনাকে বিশেষ কিছু কাজ বা নির্দেশনাগুলো শিখিয়ে দিবে এবং বাকি স্কিলগুলো আপনাকেই শিখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে শেখার চেষ্টা করে শেখার কৌশলগুলো আয়ত্ব করতে পারেন। তবে তা আপনার সাড়াজীবণ কাজে দিবে।
Weak English
আমি এক হাতে ভাল টাইপ করে পারি ২ হাতে করতে চাইলে হাত বেথা করে
Tasmin Bhuiyan
ভাইরাস স্ক্যানিংঃ
কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে, আর সেই ফাইল যাতে ভাইরাসের আক্রমণে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা দরকার। আর এজন্য এন্টিভাইরাস ব্যবহার করা শিখে রাখা ভালো। কিভাবে স্ক্যানিং করতে হয়, কিভাবে ভাইরাস ডিলিট করতে হয় ইত্যাদি।
Ibrahim Khalil
আমরা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে মাঝেমাঝে নানারকম ছোটখাটো সমস্যার সামনে পরি.ছোটখাটো সার্ভিসিংয়ের জন্য ছুটতে হয় সার্ভিসিং সেন্টারে.কিন্তু ওখানেতো কম্পিউটারে হাত দিলেই ৩০০টাকা চার্জ...
কি করবেন তাহলে?
আপনাকে বেসিক সার্ভিসিংগুলো জানতে হবে.
এইগ্রুপে কম্পিউটারের সাধারন সমস্যার সমাধান নিয়ে আমার প্রায় ১৩+ পোস্ট আছে.যেখানে ৬০টিরও বেশি সমাধান নিয়ে আলোচনা করেছি
Tasmin Bhuiyan
বেসিক হার্ডওয়্যারঃ
কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে একটু ধারনা থাকা ভালো। যেমন ধরুন, কোনটা ইউএসবি পোর্ট আপনি চেনেন না। এখন কেউ যদি বলে পেনড্রাইভটা পোর্ট এ লাগাতে আপনি হা করে তাকিয়ে থাকলেন! কেমন লাগবে? একইভাবে বেসিক যে হার্ডওয়্যারগুলো আছে, সেগুলো সম্পর্কে একটু জ্ঞান থাকা ভালো।
Sowrob Hossain
Microsoft access

***মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজ হল যেমন ধরেন আপনি একটা স্কুল এ চাকরি করেন।সেখানে আপনার একটা চার্ট বানাতে হবে,যেখানে একটা ক্লাস এর সবার নাম থাকবে, অবস্থান , বাসার address থাকবে। এখানে আপনার Microsoft access কাজে লাগবে।এছাড়া, অফিস, ব্যাংক,নানা প্রতিস্থানে এটা কাজে লাগবে
Afsana Aftab
মেনুবারটা যেনো কি 🤔
Afria Akhter Sohana
সকল মেনুর সমন্বয়, যেকানে হোম ইনসার্ট ভিউ,ডিজাইন লেআউট আছে
Rimon Deb Nath
অফিস পোগ্রামের লেখার এলাইনমেন্ট 4 প্রকার, ১ । ctrl+L বাম পাশ ২। ctrl+R ডান পাশ ৩। ctrl+E মাঝখান ৪। ctrl+J Text Justify টেক্সট জাস্টিফাই বলতে বোঝায় প্রতিটি টেক্সটের পূর্ণলাইনের ডান এবং বাম দিক সমনা রাখাকে টেক্সট যাষ্টিফাই বলে।
Afsana Aftab
পোর্টরেট আর লেন্ডস্কেপ কেনো ব্যবহার করা হয় 🤔
Tasmin Bhuiyan
সফটওয়্যার ইন্সটল/আনইন্সটল করাঃ
কোন সফটওয়ার কিভাবে ইন্সটল করতে হয় কিংবা কিভাবে একটা সফটওয়্যার আনইন্সটল করতে হয় সেটা জানা থাকলে একটা সাধারণ সফটওয়্যার ইন্সটল করার জন্য কাউকে ডাকতে হবে না। আর ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে ইউটিউবেই এসব পাওয়া যায়।
Afsana Aftab
ডাটা এন্ট্রি কি এক্সেল করতে হয় 🤔
Ibrahim Khalil
যারা ফিউচারে ভিডিও এডিটিংয়ে দক্ষ হতে চান তারা আগে পাওয়ার পয়েন্ট ভালোভাবে প্র‍্যাক্টিস করুন
MD Parvez Hossain
কম্পিউটার স্কিল বলতে এখন শুধু কম্পিউটার রিলেটেড কাজগুলোকেই বোঝানো হয় না বরং এর সাথে আরও একটি জিনিস যুক্ত হয়েছে তা হচ্ছে ইন্টারনেট। ইন্টানেট আবিস্কারের ফলে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাবহার অন্য এক প্রান্তে পৌছেছে। তাই ছোট-খাট সমস্যা সমাধান ও তথ্য সংগ্রহে গুগোল সার্চের ব্যাবহার ভালভাবে আয়ত্ব করতে হবে। পাশাপাশি কম্পিউটারে বিভিন্ন ধরণের সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল দেওয়া শিখতে হবে
Sowrob Hossain
MS Excel পরিচিতি
:::::::: ::::::::::::::::::::::::
MS Excel পরিচিতি বা Introduction to MS Excel

মাইক্রোসফ্ট অফিস এর একটি বহুল ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে MS Excel. আসুন আজ আমরা জানবো Microsoft Office 2010 MS Excel কি এবং এটি কি কাজে ব্যবহার হয়? MS Excel হচ্ছে মাইক্রোসফ্ট কর্পরেসনের একটি জনপ্রিয় ইলেকট্রনিক Spreed Sheet Analysis Program. এ প্রোগ্রামটির দ্বারা অনায়াসেই বিভিন্ন Chart, Map তৈরি সহ বড় বড় অঙ্কের ফলাফল তৈরি করা যায়। এছাড়াও Regal Sheet, Salary Sheet সহ বিভিন্ন অফিশিয়াল হিসাব খুব দ্রুত সম্পুন্ন করা যায়।

Excel Program এ প্রতিটি ফাইল বা Work Sheet এর জন্য একাধিক Sheet Open করা যায়। প্রতিটি Sheet এ ৬৫৫৩৬ টি Row এবং ২৫৬ Column রয়েছে। Row এবং Column এর সমন্বয়ে যে ঘর তৈরি হয় তাকে Cell বলা হয়। Excel Cursor কে Cell Pointer বলে। যে পেজে কাজ করা হয় তাকে Active Page বলা হয় এবং পুরো Sheet কে Work Sheet বলা হয়। Excel Sheet এ প্রস্থের দিকের ঘরকে বলা হয় Row এর দৈর্ঘ্যের দিকের ঘরকে বলা হয় Column.

আসুন আমরা উপরের ছবি থেকে নাম্বার চিহ্নিত বিষয় গুলো সম্পর্কে পরিচিত হই।

উপরের ছবিতে এক নাম্বার চিহ্নিত বিষয়টিকে বলা হয় রিবন। রিবনের বিভিন্ন ট্যাব, গ্রুপ এবং অপশন ব্যবহার করে তা Work Sheet Apply করে Excel Program এর কাজ সম্পূর্ণ করা হয়।
ছবিতে দ্বিতীয় নাম্বার বিষয়টিকে বলা হয় Name Box. সাধারণত যে সেলটিকে সিলেক্ট করা হয় সে সেলটি কোন Row এর কোন Column এ আছে তা Name box নির্দেশ করে। অথবা Name Box এ প্রয়োজনীয় Row এবং Column এর নাম লিখেও সেলকে সিলেক্ট করা যায়।
তৃতীয় নাম্বার বিষয়টিকে বলা হয় Formula Box. সেলের মধ্যে কোন কিছু লেখা হলে Formula Box তা নির্দেশ করে আবার তা সংরক্ষণও করে। অথবা সেলকে সিলেক্ট করে Formula Box এ লিখলে তা ঐ সেলের জন্য সংরক্ষণ হয়। এছাড়াও বিভিন্ন গাণিতিক সূত্র Formula Box এ লিখে সিলেক্ট কৃত সেল এর জন্য ব্যবহার করা যায়।
ছবির চার নাম্বার বিষয়টিকে বলা হয় Column. Work Sheet এ প্রতিটি Alphabet দ্বারা Column নির্দেশ করা হয়েছে। সাধারণত দৈর্ঘ্যের দিকের ঘরকে বলা হয় কলাম। উপরে ছবিতে তা দেখানো হয়েছে।
পাঁচ নাম্বার বিষয়টিকে বলা হয় Row. Work Sheet এ প্রতিটি Numeric অর্থাৎ সংখ্যা দ্বারা Row নির্দেশ করা হয়েছে। সাধারণত প্রস্তের দিকের ঘরকে বলা হয় রো। ছবিতে 5 নাম্বার দ্বারা তা দেখানো হয়েছে।
ছয় নাম্বার বিষয়টিকে বলা হয় Cell. সাধারণত Column এবং Row এর সম্মিলিত প্রতিটি ঘরকে বলা হয় সেল। ছবিতে 6 নাম্বার দ্বারা তা দেখানো হয়েছে।
সাত নাম্বার বিষয়টিকে বলা হয় Work Sheet. সাধারণত যে সীটে কাজ করা হয় সেটাকে বলা হয় Active Page. যদি একাধিক সিট নিয়ে কাজ করতে চান তাহলে Sheet 2, Sheet 3 তে ক্লিক করলে একসাথে দুই বা তিনটি Sheet একটিভ থাকবে। যদি আরও সিট এর প্রয়োজন হয় তাহলে Sheet 3 এর পাশে যে অপশন অর্থাৎ Insert Worksheet এ যতবার ক্লিক করবেন ততগুলো Worksheet আসবে। প্রয়োজন অনুসারে যখন যে Sheet এ কাজ করবেন তখন সে Sheet এ ক্লিক করলে তা সামনে চলে আসবে।
Fatema Tuj Johora
চাকরি আর বিজিনেসের বাজারে আপনাকে তিনটা বিষয়ে দক্ষ হওয়া লাগবে। এই তিনটা বিষয়ে যদি আপনি দক্ষ হন তাইলে আপনার চাকরি বলেন বিজিনেস বলেন কোনটায় আটকাবে না।আপনি তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন।
১. ভালোভাবে ইংরেজি জানা
২. কম্পিউটার সম্পর্কে জানা
এবং
৩. আপনাকে কোনও বিষয় নিয়ে গবেষণা করার ক্ষমতা থাকতে হবে।
আপনি যদি ভালো গবেষক হতে পারেন তাইলে আর চাকরির বাজারে বিজিনেসের বাজারে আপনার কোনও প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে এই তিনটা জিনিসের বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। নতুবা প্রতিযোগিতা করা সম্ভব না।
তন্বী দত্ত
MS Word হচ্ছে বর্তমানে তথ্য প্রক্রিয়াকরনের জন্য সবচেয়ে জনপ্রিয়।
তথ্য প্রক্রিয়াকরণ বলতে-কোনো ডকুমেন্ট, চিঠি ইত্যাদি লেখা।লেখাগুলোকে প্রয়োজনুযায়ী ইডিটিং,ফরম্যাটিং, শুদ্ধকরণ করা ইত্যাদি।
Mohammad Irfan Sajjad
Computer Basic kaj er modde arakti step holo tool ber kaj jana.....ki.tool diya shaaj baba key board diya taratari kaj kora jay.....
2nd step:-aamder program pdf kora jantete hobe akta golpo liklam ata.pdf kore nile je kew porte parbee.....
3rd step :- Internet jana....
computer ki baba Internet use kora jay....seta jana....mozila fairfox...
opera mini....etc
Tasmin Bhuiyan
কম্পিউটার হার্ডওয়্যার:

একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায়। যথা: হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, এবং যার কাঠামো আছে।

কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
Afsana Aftab
সর্ট কাট নতুন পেজ কিভাবে ওপেন করবো 🤔
তন্বী দত্ত
Ctrl+N
Afsana Aftab
রিসাইকেল কি 🤔
Fatema Tuj Johora
রিসাইকেল একটা সফটওয়্যার। এখানে আপনার কোনও প্রয়োজনীয় বিষয় ডিলিট হলে তা রিসাইকেলের মাধ্যমে পুনরায় উদ্ধার করে ফিরিয়ে আনা যায় সেই বিষয়গুলা।

কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি পারসোনাল কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করা হয়।
Afsana Aftab
যদি ডিলিট করি ঐটাকি আবার ফিরে আনা যায় 🤔
মোঃ হিমেল
Yes, recycle bin
Sowrob Hossain
Afsana Aftab জ্বি পাবেন ডাসবিনে থাকবে।
Afria Akhter Sohana
পেজের কিছু ডিলেট করলে ctrl+z
Afsana Aftab
আনডিও মানে কি 🤔
Sowrob Hossain
রেডো মানে লেখা আবার আগের অবস্থায় ফিরে আসবে ধন্যবাদ
Fatema Tuj Johora
আনডু হল লেখা মুছে গেলে আবার নিয়ে আসা জায়গায়।
মোঃ হিমেল
কম্পিউটারের কনফিগারেশন পিসি না খুলে দেখার কোনো উপায় আছে?
Sowrob Hossain
মোঃ হিমেল নেটে সার্চ দিন
ল্যাপটপের মোডেল নাম্বার
মোঃ হিমেল
Sowrob Hossain desktop
Sayka Jabin
আছে৷ একটু গুগল সার্চ করে দেখতে পারেন।
উম্মে মরিয়ম
কম্পিউটারের সার্চ বাটনে About your pc লিখে সার্চ করুন।আপনার কম্পিউটারের সকল তথ্য পেয়ে যাবেন।
Afsana Aftab
কেপসলক এর কাজ কি 🤔
Sowrob Hossain
Afsana Aftab বড় হাতের লিখার জন্য
উম্মে মরিয়ম
কেপসলক অন করা থাকলে ক্যাপিটাল লেটারের লিখা হয়।আর অফ থাকলে স্মল লেটারের লিখা হয়।
ReZwana SuLtana RuPa
আমার কম্পিউটার বেসিক জিনিস গুলো জানার খুব ইচ্ছা কিন্তু হয়ে উঠেনা। 😢😢
Md Rafiqul Islam
ReZwana SuLtana RuPa at first you have need your intention
Sayka Jabin
এক্ষেত্রে গুগল, ইউটিউব এর কোন বিকল্প নেই৷
Sowrob Hossain
উইন্ডো (Window) কি? একটি উইন্ডো কে ছোট ও বড় করন এবং উইন্ডো বন্ধ করা

উইন্ডো এর বাংলা শব্দ জানালা। আমরা কম্পিউটারে যখন কোন প্রোগ্রাম চালু করি তখন ওটা একটা উইন্ডো আকারে ওপেন হয়। এভাবে আমরা কম্পিউটারে এক সাথে অনেক গুলো প্রোগ্রাম উইন্ডো আকারে চালু করাতে পারি। নিচের ছবিটি দেখুন।

চালু করা উইন্ডো বড়, ছোট ও বন্ধ করার জন্য নিচের ছবিটি দেখুন।
Afsana Aftab
কন্ট্রোল পি এর কাজ কি 🤔
Mohammad Irfan Sajjad
print kora
Takiea Takiea
Afsana Aftab আমার একটা জিনিস শিখতে হবে।। যেমন কন্ট্রোল p ক্লিক করলে একসাথে দুই সেট প্রিন্ট হবে।। আমি এইটা পারি না 😔😔😔
Afsana Aftab
Takiea Takiea প্রথমে কন্ট্রোল p দিলে তারপর পেজ সিলেক্ট করবে তারপর যেখানে কপি লিখা থাকে ঐখানে ২ লিখলে দুই সেট আসবে বুঝতে পেরেছো
Md Daloare Hossain
কম্পিউটারের বেসিক বলতে আমি বুঝি বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করতে পারা, ইন্টারনেট ব্রাউজ করতে পারা, মেইল করতে পারা, বিভিন্ন আবেদন বা পরম পূরণ করতে পারা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট জানা ইত্যাদি
Sowrob Hossain
কিভাবে কম্পিউটার স্টার্ট ও বন্ধ করতে হয়

কম্পিউটার স্টার্ট করার জন্য প্রথমে মনিটর ও পিসির পাওয়ার বাটনে ক্লিক করুন, করে কিছুক্ষণ অপেক্ষা করুন, অল্প সময়ের মধ্যে আপনার কম্পিউটার চালু হয়ে যাবে।এখানে কিছু শিখার নেই। তবে কম্পিউটার বন্ধ করার কিছু নিয়ম আপনাকে সব সময় মেনে চলতে হবে।
Sowrob Hossain
কম্পিউটারে মাউস (Mouse) এর ব্যাবহার

কম্পিউটারে মাউস দারাই বেশিরভাগ কাজ সম্পাদন করা হয়। বর্তমান মাউস এ তিনটি বোতাম থাকে ১- বামপাশের বোতাম(primary/left Button), ২- মাঝের বোতাম বা চাকা(wheel button) ৩- ডানপাশের বোতাম(Secondary/right Button). আমরা যখন কম্পিউটারে মাউস নারা চারা করি তখন তীরের মতো একটা জিনিস নাচা-নাচি করে তাকে মাউস কারসর(Cursor) বলে।এই কারসর কাজের উপর ভিত্তি করে পরিবর্তন হতে থাকে। নিচের ছবিতে দেখানো হল কি কি রুপ নিতে পারে।

স্ক্রীনের কোন স্থানে মাউস পয়েন্টার স্থাপন করে মাউসের বোতামে চাপ দেওয়াকে বলে মাউস ক্লিক করন।একবার মাউস বোতাম চাঁপাকে বলে ক্লিক। তেমনি দুবার মাউসের বোতাম চাঁপাকে বলে ডাবল ক্লিক।মাউস দারা কোন ফাইল বা প্রোগ্রাম ওপেন করতে হলে ওই ফাইল বা প্রোগ্রামের উপর মাউসকারসর নিয়ে বাম পাশের বোতাম দিয়ে ডাবল ক্লিক করতে হয়। চালু করা কোন প্রোগ্রাম বন্ধ করতে বা মিনিমাইজ করতে বামপাশের বোতাম দিয়ে একবার ক্লিক করলে বন্ধ বা মিনিমাইজ হয়ে যাবে।

ডানপাশের বোতাম দিয়ে কোন ফাইল “সেভ করা, পেস্ট করা, কেটে ফেলাসহ কোন ফাইল, আইকন বা প্রোগ্রামের বিস্তারিত জানা যায়। ডান পাশের বোতামে সব সময় এক বারি ক্লিক করতে হয়।এই বাটন দিয়ে দুই বার ক্লিক করার কোন প্রয়োজন পরে না।

মাঝখানের বোতাম বা চাকা বাটন শুধু কোন বড় পেজ এর উপরে ও নিচে যেতে কাজে লাগে। যেমন ধরুন আপণী কোন পত্রিকা পরছেন সেক্ষেত্রে পেজটি বড় হলে এই বোতাম দিয়ে খুব সহজে উপরে ও নিচে যাওয়া যায়।

১- কখনই কম্পিউটার চালু অবস্তায় “তার টেনে” খুলে কম্পিউটার বন্ধ করা যাবে না।

২- কম্পিউটার চালু অবস্তায় পাওয়ার বাটনে টিপ দিয়ে কম্পিউটার বন্ধ করা যাবে না।তবে হে- যদি কখনো কম্পিউটার চলতে চলতে হ্যাং বা আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপণী পাওয়ার বাটন চেপে ধরে রেখে বন্ধ করাতে পারবেন। তবে এই পদ্ধতি যত সম্ভব পারা যায় এরিয়ে যাওয়াই উত্তম।

৩- এবার দেখি সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম। কম্পিউটার বন্ধ করার আগে চলমান সব প্রোগ্রাম বন্ধ করে নিতে হবে, এরপর আপনাকে হাতের বামে একবারে নিচে start menu থেকে start বাটনে ক্লিক করতে হবে । ক্লিক করলে স্টার্ট মেনু দেখা যাবে ।সেখানে Turn off computer এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখানো হল।

ক্লিক করার পর Turn off computer ডায়ালগ বক্সটি আসবে নিচের ছবিটি দেখুন।

এখানে Turn off বাটনে ক্লিক করুন তাহলেই কিছুক্ষণের মধ্যে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটি হল সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম।
#ছবি_দেওয়া_সম্ভব_নয়
Sowrob Hossain
কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির ভিত্তিতে একে তিন ভাগে ভাগ করা যায়।
১। অ্যানালগ কম্পিউটার
২। ডিজিটাল কম্পিউটার
Sadia Akter
সফটওয়্যার ইনস্টল করতে কি কি খেয়াল রাখতে হবে? কিভাবে করতে হবে?
Afrin Jahan Rotna
antri vairas bondo ace ki na,anno sokol kaj instoll ace ki na, read me leka ace ki na pore nite hbe
৩। হাইব্রিড কম্পিউটার

আকার, সামর্থ্য, দাম ও ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়।
১। মাইক্রোকম্পিউটার
২। মিনি কম্পিউটার
৩। মেইনফ্রেম কম্পিউটার
৪। সুপার কম্পিউটার

মাইক্রো কম্পিউটাগুলোকে ২ ভাগে ভাগ করা যায়।
১। ডেস্কটপ
২। ল্যাপটপ
Afrin Jahan Rotna
ই-বুক কি?
Sayka Jabin
অন লাইনে বা ইন্টারনেটে আমরা যে বই পেয়ে থাকি সেটাকে ই-বুক বলা হয়। এখন প্রথমিক বিদ্যালয়ের বইগুলো ও আমরা ওয়ব সাইট থেকে পড়তে পারি এমন কি ডাউনলোড করেও নিতে পারি।
Tamalika Toma
পিসি তে কিভাবে গ্রাফিক্স সহ উইন্ডোজ সেটআপ করা যায় প্লিজ কেউ জানাবেন।
Abdul Karim Shazu
মোডেম দিয়ে ইন্টারনেট চালালে ল্যাপ্টপে ইন্টারনেট বেশি কাটে কেন?
বেশি কাটলে এ থেকে রেহায় পাওয়ার উপায় কি?
আর মোডেম গরম হয়ে যায়। এতে কি কোন সমস্যা হবে?
Mayes Ahmed
In computer section, basically Microsoft office xp is very important then other. Without knowing office xp you cannot do official work which is needed.
Biplob Kishore Deb
বেসিক কম্পিউটার স্কিল ছাড়া আজকের যুগে ভালো একটি ক্যারিয়ার গড়ে তোলা প্রায় অসম্ভব। কম্পিউটারের বেসিক স্কিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাইক্রোসফট অফিস এর অন্তর্গত সফটওয়ারগুলো- যার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট- এবং ইন্টারনেট।
সফটওয়্যারঃ
মাইক্রোসফট অফিস নামটি থেকেই বোঝা যায় যে এই সফটওয়ারগুলো মূলত অফিসে বা অফিশিয়াল কাজে ব্যবহার করা হয়।
এমএস ওয়ার্ড দিয়ে মূলত ডকুমেন্ট তৈরি, সম্পাদনা সম্পর্কিত কাজ করা হয়। যেমন কোন লেটার, অ্যাপ্লিকেশন বা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ওয়ার্ডের কাজ জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা বললে হয়তো বাড়িয়ে বলা হবে না যে একটি অফিসে সাধারণত দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যারটি হলো এমএস ওয়ার্ড।
পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশন সম্পর্কিত একটি সফটওয়্যার। একটি পুরো প্রজেক্টকে সংক্ষেপে বিভিন্ন স্লাইডের মাধ্যমে সবার সামনে তুলে ধরার জন্য এই সফটওয়্যারটির জুড়ি নেই। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে একটি বহুল ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
এমএস এক্সেল আরেকটি গুরুত্বপূর্ণ অফিস সফটওয়্যার। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন গাণিতিক তথ্য টেবিল আকারে (tabular form) সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়।
ইন্টারনেটঃ
উপরে উল্লিখিত সফটওয়্যারগুলোতে পারদর্শিতা অর্জনের পাশাপাশি ইন্টারনেটের বেসিক ব্যবহার সম্পর্কেও ভালো ধারণা থাকা উচিত। ইন্টারনেটের একেবারে বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো গুগোলের মত একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোন নির্দিষ্ট তথ্য সার্চ করে বের করে আনা। সত্যি কথা বলতে এই একটি স্কিল ক্যারিয়ারে সাফল্য-ব্যর্থতার নির্ণায়ক হয়ে উঠতে পারে। ধরুন আপনার অফিসের বস আপনাকে কোন একটি নির্দিষ্ট পন্য বা সেবার লোকাল এবং আন্তর্জাতিক বাজারের মধ্যে তুলনা করে একটি তুলনামূলক মার্কেট রিপোর্ট তৈরি করতে বললেন। এক্ষেত্রে ইন্টারনেটে সার্চ করতে পারা একটি অত্যাবশ্যকীয় দক্ষতা।
সার্চ করার পাশাপাশি বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট ব্রাউজ করা, ই-মেইল করতে পারাসহ আরো কিছু প্রাসঙ্গিক স্কিল- যেমন সোশ্যাল মিডিয়ার ব্যবহার- সম্পর্কেও ভালো ধারণা থাকা জরুরি। এর পাশাপাশি অফিস সফটওয়্যারগুলোসহ কম্পিউটারের অন্যান্য বেসিক স্কিলগুলো শেখার ক্ষেত্রে ইন্টারনেট থেকে প্রাপ্ত টেক্সট এবং ভিডিও কন্টেন্ট দারুনভাবে কাজে লাগানো যেতে পারে।
ইংরেজি ভাষার দক্ষতাঃ
কম্পিউটারের যেকোনো স্কিলের সাথেই ইংরেজি ভাষার পারদর্শীতার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। যেমন ধরুন ইন্টারনেটে সার্চ করা, এক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হলে ইংরেজি ভাষার দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কম্পিউটারের বেসিক স্কিল সম্পর্কিত অনেক টিউটোরিয়াল রয়েছে ইন্টারনেটে, সেগুলোকে কাজে লাগাতে হলেও ইংরেজি শিখতে হবে কারন ইন্টারনেটে বেশিরভাগ কন্টেন্টই (টেক্সট ও ভিডিও উভয়ই) ইংরেজি ভাষায় দেয়া।
কিভাবে শেখা সম্ভব কম্পিউটারের বেসিক স্কিলঃ
কম্পিউটারের বেসিক স্কিলগুলো শেখার জন্য আপনি চাইলে কোন কোর্সে ভর্তি হতে পারেন, আবার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে কারো সাহায্য নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি নিজে নিজে ইন্টারনেট থেকে বিভিন্ন টিউটোরিয়ালের সাহায্য নিয়ে স্কিলগুলো আয়ত্ত করার চেষ্টা করেন। এভাবে শেখাটাই সবচেয়ে বেশি কার্যকর হয়। তবে এক্ষেত্রে নিয়মিত অনুীলনের জন্য প্রয়োজন নিজের একটি কম্পিউটার (পরিবারের অন্য কারো হলেও ক্ষতি নেই, যদি নিয়মিত অনুশীলনের সুযোগ থাকে) এবং ইন্টারনেট সংযোগ।
Afrin Jahan Rotna
পাওয়ার অন করলে display আসার পর Computar hang হয়ে যায় এর জননো কি করতে হবে?
Omar Faruque
Afrin Jahan Rotna নতুন করে উইন্ডোস দিয়ে দেখতে পারেন।
দিপালি রাবেয়া
বেসিক জিনিস বলতে আমি।যা বুঝি তা হলো:

১। কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর ব্যবহার জানা।

২। দ্রুত বাংলা এবং ইংলিশ টাইপিং করতে জানা।

৩। ইন্টারনেট, সোসাল মিডিয়ার ব্যবহার সর্ম্পকে জানা।

৪। কম্পিউটারের খুঁটিনাটি বিষয় যেমন, সফটওয়ার ইন্সটল করতে পারা, ফাইল তৈরি, বন্ধ বা খুলতে পারা ইত্যাদি।
SAiful Islam
1. Microsoft office
2. Smart use of your pc/smartphone
3. Media Literacy
4. Social Media : use and security
5. Use of google services (GMail, map,note,drive etc.)
6. Youtube
-video editing
-Audio Editing
-cinematography
- Aesthetics
7. Blog/ Website
-Blogger
-wordpress
-Digital Marketing
-Coding (HTML,CSS,Java Script,J Query, Php)
8. Graphics Design
-PhotoShop
-Illustrator
-In Design
- Aesthetics
-Typography
-QuarkXpress

source
কম্পিউটারের বেসিক 

1 comment:

  1. আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমি নতুন আপনাদের মাঝে যুক্ত হলাম।

    ReplyDelete