চাকরিতে প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজনীয়তা

Nurul Huq
প্রেজেন্টেশন -১৩
টপিক - চাকরিতে প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজনীয়তাঃ

একটা দূর ঘটনা যেমন সারাজীবনের কান্না, টিক তেমনি একটা প্রেজেন্টেশন জীবনের সকল চাহিদা পূরন করে দিতে পারে,পুরা লাইফ চেঞ্জ করে দিতে পারে।তাহলে এতো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের? হ্যা এতোটাই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগ প্রতিযোগীতার যুগ।যেখানে মানুষ সহ পৃথিবীর সমস্ত প্রাণীকে লড়াই করে বাচতে হয়।আগে একবার বলেছিলাম একটা ভাল লেভেলের চাকরির জন্য সার্কুলার হলে সেখানে যদি লোক ৫০ জনের লিমিট থাকে মানে ৫০ জন লোক নিবে দেখা গেছে সেখানে ১০ হাজার লোকে দরখাস্ত করেছে।কি মনে হয়? ১০ হাজারের মধ্যে ৫০ জন নিবে সেখানে থাকতে পারবেন তো? নিজেকে প্রশ্ন করলে সর্বোচ্চ ১০ %হ্যা বলতে পারবেন।জানি এটা আমিও ভাবতাম।তবে যদি একমাত্র প্রজেকশনের উপর যদি আপনার নিজের আত্মাবিশ্বাস থেকে তাহলে আপনে ১০%এর জাগায় ৯০% সিউর দিতে পারবেন।তার মানে আপনার প্রেজেন্টেশন টা ধরে নিতে হবে সবার চেয়ে ভাল হবে।এই জন্য চাকরির জন্য প্রেজেন্টেশন স্কিল খুবই খুবই দরকার।আপনে একটা আবেদনের জন্য নিজেকে এক বারই তুলে ধরতে পারবেন প্রেজেন্টেশনের মাধ্যমে। ইয়েস ওর নট।তাই চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রেজেন্টেশন স্কিল ফুল হওয়া খুবই জরুরী। আর যারা প্রেজেন্টেশন স্কিলফুল তাদের কনফিডেন্সে থাকে সব থেকে বেসি। কেউ কেউ চাকরির পিছে পিছে জীবন শেষ করে দিছে,আবার এর উল্টো দিকে এক জন প্রেজেন্টেশন স্কিল ওয়ালা লোকের পিছে চাকরি ঘুরছে। তাই আমার মতে একটা স্টানডার্ড প্রেজেন্টেশন একটা মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি।
চাকরির জন্য প্রেজেন্টেশন স্কিলস সম্পূর্ণ হওয়া ছাড়া কোন বিকল্প নাই।
ধন্যবাদ স্যার,ধন্যবাদ প্রিয় ভাই বোন।

source- 

No comments:

Post a Comment