আমাকে কেন চাকরিতে নেওয়া উচিত Na Shree Nitu

Ñâ Shrèè Ñîtû
প্রেজেন্টেশন স্কিলস ১৫
বিষয়ঃআমাকে কেন চাকরিতে নেওয়া উচিত।
নমস্কার
শুভ সন্ধ্যা
আশা করি আজকের দিনটি সবার ভালোই কেটেছে।সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আরো একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।দেখতে দেখতেই প্রেজেন্টেশনের ১৫ নাম্বার পোস্টে চলে আসলাম।তবে আমি কিন্তু একটি পোস্টও মিস করিনাই।নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে সব সময় কিছুটা লিখার চেষ্টা করেছি।আজকের দিনের জন্য এটি আমার ২য় প্রেজেন্টেশন পোস্ট।
১৫তম প্রেজেন্টেশনের টপিক আমাকে কেন চাকরিতে নেওয়া উচিত।আসলে আমি মনে করি এখনো কোন ভালো চাকরিতে জয়েন হওয়ার যোগ্যতা আমার হয়নি।আমি এখনো একজন ছাত্র,আর লেখাপড়া শেষ করে সবাই চায় একটা ভালো চাকরিতে জয়েন হতে, আমিও তার ব্যতিক্রম না।আর হ্যাঁ চাকরিতে যে কেউ আমাকে আমার চেহেরা দেখে চাকরি দিবেনা,তারা চাকরি দিবে আমার যোগ্যতা দেখেই।তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই নিজেকে গড়ে তুলতে চাই।যাতে করে পড়াশোনা শেষে সাফার করতে না হয়।তবে আমার ইচ্ছা আমি একজন ভালো মানের ফ্রিল্যান্সার হবো।তাই এখন থেকেই চেষ্টা করছি অভিজ্ঞতা অর্জন করার।অনেক সার্চ করার পর ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টটাই কেন জানি আমার ভালো লেগে গেছে।আমি পারিনা বলতে কিছু নেই,চেষ্টা করলে আমি সবি পারি সেই বিশ্বাসটা আমার নিজের মধ্যে আছে।আমি আমার যোগ্যতা দিয়েই সবকিছু অর্জন করতে চাই।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
source
আমাকে কেন চাকরিতে নেওয়া উচিত 

1 comment: