একটি বিজনেস সুষ্ঠুভাবে পরিচালনায় যা করণীয় ও যা বর্জনীয়

 একটি বিজনেস সুষ্ঠুভাবে পরিচালনায় যা করণীয় ও যা বর্জনীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করুন।


একটি বিজনেস সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য আমাদের কে নতুন নতুন ব্যবস্থাপনা দিকে নজর দিতে হবে।

এতে আমরা সাফল্যের দারপ্রান্তে পৌঁছে যেতে পারবো।

যেমনঃ পডকাস্ট।

আর অন্যদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন পডকাস্টের মাধ্যমে খারাপ কোন বার্তা সমাজে না যায়,

যাতে সমাজের খারাপ কিছু হয়।

নিজস্ব বোধবুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত। অন্য কে কপি করলে নিজের স্বকীয়তা হারিয়ে যায়।

তাই সবসময় নিজের কাজ নিজের মতো করে করা উচিত। কাউকে কপি করা মানে নিজের গুণ নষ্ট করা

উদ্যোক্তা অবশ্যই যা বর্জন করতে হবে,, অন্যের ফটোগ্রাফি ব্যাবহার করা।

একই পণ্য বলে অন্যের ছবি নিজের বলে চালিয়ে দেয়া ঠিক না,,এতে ক্রেতা অাস্থা হারায়।

কোয়ালিটি সম্পন্ন পন্য সংগ্রহ করা, পন্যের দামের দিকে নজর দেওয়া - অর্থাৎ দাম যেন সাধারণের হাতের নাগালে থাকে সেদিকে নজর রাখা, পন্য কাস্টমারের হাতে না পৌঁছা পর্যন্ত যেন এর গুণগত মান বজায় থাকে - সেদিকে লক্ষ্য রাখা একজন বিজনেস ম্যানের খেয়াল রাখতে হয়।

বিজনেস সময় মত কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শীতের মৌসম চলছে,শালের সেল ভালো হবে,,

আরো যেহেতু শালের ওয়েব চলছে,,উদ্যোক্তা সময়কে গুরুত্ব দিতে হবে।পণ্যের যোগান সময় দিতে হবে এতে মার্কেটে সার্ভাইভ করা সহজ হবে

উদ্যোক্তাকে কখনও একটি মাত্র সোর্সিংয়ের উপর ভরসা করে রাখা যাবে না বরং বিকল্প সোর্সিং এর ব্যবস্থা করতে হবে। কারণ একটি দুঃসময়ে বা খারাপ সময়ে বিজনেসের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

সুষ্ঠু ভাবে বিজনেস পরিকল্পনার জন্য,ক্রেতাদের সন্তুষ্টি ব্যাপারে সচেতন থাকতে হবে ক্রেতারা বিক্ষুপ্ত হলে বিজনেস রেপিটেশন খারাপ হবে।।

উদ্যোক্তা হিসেবে আপনু বিনয়ী কিন্ত আপনার অধিনস্থ সেভাবে আন্তরিক না,ডেলিভারি ম্যানও হয়ত নিজের কাজটি গুরুত্ব দিয়ে করছে না।

আলটিমেটলি দোষ হবে আপনার উদ্যোগের,,তাই নিজের ব্যাবহার নমনীয়,ফ্রেন্ডলি রাখার সাথে সাথে অন্যদের এই ব্যাপারে ট্রেইনাআপ করতে হবে

বিজনেসের পরিধি বৃদ্ধি করতে হবে,বিজনেস পরিধি বাড়াতে হলে অবশ্যই উদ্যোক্তা সার্ভিসে মনোযোগী হবে,পণ্যে পরিবর্তন করবে,এতে করে বিজনেস এক্সপান্ড হবে,একটি সুষ্ঠ পরিকল্পনা থাকলে বিজনেস এর পরিধি বড় হলে কাজে শৃঙ্খলা থাকবে

পণ্যের প্রচারে সচেতন হতে হবে নিজের পণ্যের প্রচার করার সময় অন্যান্য উদ্যোক্তাকে ছোট করা যাবে না।

নিজের পণ্যের কোয়ালিটি অন্য কারো উদ্যোগে সাথে কম্পায়ার করা ঠিক না

বিজনেস কি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

শুধুমাত্র কাস্টমারের সাথেই নয় বরং বিজনেস এর সাথে জড়িত সকল ধরনের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বিজনেস কে এগিয়ে নিতে হবে। একটি সুন্দর সম্পর্ক ভাল ফলাফল নিয়ে আসে।

প্রতিটি কর্মী থেকে শুরু করে সোর্সিং এবং পাইকার সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এতে করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না।

বিজনেস সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য দক্ষ কর্মীর প্রয়োজন,উদ্যোক্তার একার পক্ষে সব কাজ সম্ভব না, যাদের সাহায্য কাজটি হবে তাদের প্রপার ট্রইনআপ করতে হবে।

বিজনেসে নিয়োজিত কর্মীরদের দক্ষতা উন্নয়নে ট্রেইনিং এর ব্যাবস্থা করতে হবে।

পণ্য উপস্থাপন করার জন্য সুষ্ঠু পদক্ষেপ নেয়া উচিত।

যেমন কন্টেন্ট, পডকাস্ট, ফটোগ্রাফি, স্টোরি টেলিং এসব কে গুরুত্ব দিতে হবে বেশি বেশি।

এসব সঠিকভাবে করতে না পারলে ভালো করা যায় না

হিসাব রাখা,,প্রতিটি খরচের হিসেব রাখতে হবে।ছোটখাট খরচ গুলো বাদ দেয়া যাবো না,এতে করে বছর শেষে একচুয়াল লাভ ক্ষতি নির্ণয় করা সহজ হবে।

ঠিক মত হিসাব না রাখলে উদ্যোক্তা লাভের মুখ দেখতে সক্ষম হবে নর

পণ্য সম্পর্কে জানতে হবে,উদ্যঁক্তা যত বেশি জানবে ততই ভালো কন্টেন্ট লিখতে পারবে।

।আশা আপু মাসলাইস শাড়ির ইতিহাস নিয়ে একটি আর্টিকেল লিখেছে,সুতার তৈরির প্রসেসিং, ইংল্যান্ডের কে আবিষ্কার করল,ইত্যাদি বিষয় জানানোর জন্য ক্রেতা খুশি হবে।

।আমরা সব সময় জানতে চাই আমরা কি ব্যাবহার করছি,সেক্ষেত্রে পণ্য নিয়ে পড়াশোনা করতে হবে নিয়মিত


No comments:

Post a Comment