একজন নতুন উদ্যোক্তার চ্যালেঞ্জসমূহ উল্লেখ করুন এবং তার সমাধান নিয়ে কথা বলুন।

 একজন নতুন উদ্যোক্তার মুখোমুখি হতে পারে এমন কিছু চ্যালেঞ্জ উল্লেখ করুন এবং সেগুলি কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কেও কথা বলুন।

শুরুতে মার্কেট ধরতে দাম কমানোর মতো কাজ করে অনেকে। নিজের ব্যবসার জন্য ক্ষতিকর দিক এতে করে পরবর্তী সময়ে ব্যবসা লাভ হয় ন বা প্রোডাক্টের দাম বাড়লেও পণ্যের দাম বাড়ালে ক্রেতা হারিয়ে যায়।

পণ্যের গুণাগুণ সঠিক ভাবে বজায় রাখার জন্য নতুন উদ্যোকৃতাকে অনেক কষ্ট করতে হয়।

বিজনেসে পণ্যের গুণাগুণ বজায় রাখতে না পারলে কাস্টমার হারানোর মতো দুঃখজনক ঘটনা ঘটে যায়। 

একটা বিজনেস এর জন্য অনেক স্কিল এর প্রয়োজন হয়।এই ফাউন্ডেশন টাইমে কিছুটা ফটোগ্রাফি, প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট পরিচিতি, পার্সোনাল ব্র্যান্ডিং, পডকাস্ট, ভিডিও মেকিং, বিজনেস রিলেটেড বই, আর্টিকেল --- এমন সবকিছু অর্জন করার মাধ্যমে বিজনেস এর ভিত ও মজবুত হবে। এবং নিজের স্কিল ও বাড়বে। তখন পেইজের ছোট ছোট কাজের জন্য অন্য কারো উপর ডিপেন্ড করতে হবেনা।মানসিক শক্তি ও পাওয়া যায় এর মাধ্যমে

নেটওয়ার্কিং গড়ে তোলার সক্ষমতা না থাকলে কোনোভাবেই ভালো করা যায়না।

কারণ অনলাইন বিজনেসে প্রপার নেটওয়ার্ক তৈরি করে একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে তবেই ভালো করা যায়।

নতুনরা অনেক সময় সেল এর আশায় শুধু সেলিং পোস্ট ই করেন। কিন্তু পণ্য নিয়ে ভালো কোনো কন্টেন্ট লিখেন না। অথচ সেল হোক বা না হোক সবসময় মার্কেটিং করে যেতে হবে নিজের পণ্যের আর অবশ্য ই ভালো কনটেন্ট লিখতে হবে

উদ্যোক্তা কে বাংলা টাইপিং জানার জন্য ডিজিটাল স্কিলস এ জয়েন হয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং লিখতে হবে।

মূলধন নিয়ে সচেতন হওয়া।

এটি খুবি গুরুত্বপূর্ণ কাজ ।কারন মূলধন ছাড়া কোন ব্যবসা চালু করা যায়না ।প্রথমত নিজের সল্প কোন মূলধন দিয়ে শুরু করলেও পরবর্তীতে আমাদের কে খুজতে হবে কথায় থেকে আমরা মূলধন যোগান দিতে পারবো । বর্তমানে সরকার ও কিছু কিছু ক্ষেত্রে এই মূলধন দিয়ে থাকে টা সম্পর্কে খোঁজ খবর রাখা।

নতুন শুরু করলে সময় লাগবে এবং সময় দিতে হবে নিয়মিত।

দলবদ্ধ হয়ে কাজ করাটাও নতুন উদ্যোক্তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ একটা দলের হয়ে কাজ করলে এইখানে একজন মাত্র লীড দিবে।তাই তাতে একমত হয়ে সবাই মেনে কাজ করতে পারেনা।

পণ্য রিটার্ন করার সক্ষমতা রাখতে পারলে অবশ্যই ভালো করা যায়।

সেক্ষেত্রে অনকসময় নতুন উদ্যোক্তারা এ সুযোগ টা রাখেন না বলেই চ্যালেঞ্জ আসে


No comments:

Post a Comment